![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ অপার সৌন্দর্যের দেশ। অনেক সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও বিভিন্ন অপরিকল্পিত পদক্ষেপ, অব্যাস্থাপনার কারণে এই শিল্প এখন ও আঁতুড় ঘরেই রয়ে গেছে। উল্লেখযোগ্য কোন বিকশ হয়নি। শত শত দর্শনীয় স্থান অবহেলিত অবস্থায় পরে আছে, সরকার হারাচ্ছে রাজস্ব। ফলে মানুষ দেশ ছেড়ে বিদেশ ভ্রমনে যাচ্ছে। যারা বাধ্য হয়ে দেশের মধ্যে ভ্রমন করেন তারা এই সমস্যা মেনে নিয়েই চলছেন। Xirooms, 1st Hotel Agregator of Bangladesh এইসব সমস্যার অনেক গুলোকেই সমাধানের চেষ্টা করেছে। এই নিবন্ধে বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা গুলো এবং এর সমাধানে Xirooms এর নেয়া পদক্ষেপ গুলো তুলে ধরা হলো।
ভালো মানের হোটেল এর অভাবঃ
আমাদের দেশে পর্যাপ্ত হোটেল বা থাকার জায়গা নেই। যাও আছে, তা মানস্পন্ন নয়। তার উপর হোটেল গুলোতে পৌছানোর মতো সুব্যবস্থা ও করা হয়না। এটি পর্যটকদের জন্য বড় একটি সমস্যা। বাংলাদেশ একটি জনবহুল দেশ। আমাদের আভ্যন্তরিন পর্যটকদের পর্যাপ্ত হোটেল নেই। সেখানে যদি বিদেশি পর্যটক এ দেশ ভ্রমন শুরু করে তাহলে সে সমস্যা আরো প্রকট হবে।
অবকাঠামােগত দুর্বলতাঃ
অবকাঠামোগত দুর্বলতা আমাদের দেশের একটু অনেক পুরনো একটি বড় সমস্যা। কোথাও যাবার জন্য পর্যাপ্ত যানবাহন বা যোগাযোগের রাস্তা কোনটাই নেই। ট্রেন এর যোগাযোগ অনেকটা ভালো হলেও তা যুগপোযুগি নয়। ট্রেনের সংখ্যা ও অপ্রতুল। তাই এই যোগাযোগ মাধ্যমের সর্বোচ্চ ব্যবহার করে পর্যটকরা দেশের সব খানে যেতে পারেননা। যেমন কক্সবাজারে এখন পর্যন্ত রেল যোগাযোগ তৈরী হয়নি।
রাজনৈতিক অস্থিরতাঃ দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে না ওঠায় রাজনৈতিক অস্থিরতা দেশের পর্যটন শিল্প বিকাশে বড় সমস্যা। বিভিন্ন সময়ে হরতাল, মিছিল মিটিং এর জন্য অনেক রাস্তা বন্ধ থাকে, যোগাযোগ ব্যহত হয়। তাছাড়া এ ধরণের অস্থিরতার সময় পর্যটন কেন্দ্র গুলো ও বন্ধ করে দেয়া হয় নিরাপত্তার কথা চিন্তা করে যা পর্যটন খাতের উন্নয়নের পথে একটি বড় বাঁধা।
উন্নত সেবা ও তথ্যের অভাবঃ দক্ষ, মার্জিত জনবলের অভাব এ শিল্পে একটা বড় সমস্যা। সেই সঙ্গে রয়েছে উন্নত ও দ্রুত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে কার্যকর ব্যবস্থার অভাব। অবশ্য বর্তমান ইন্টারনেট এর যুগে এ সমস্যা অনেকটাই দূর হয়েছে। সামজিক যোগাযোগ মাধ্যমের মানুষ তার কাঙ্ক্ষিত স্থানে ভ্রমণের পূর্বে সেই স্থানের ভালো খারাপ দিকগুলো সম্পর্কে পূর্বেই অবহিত হতে পারছে।
সামাজিক বাধাঃ বিদেশি পর্যটকদের সাধারণ সংস্কৃতিকে অনেকেই এদেশে সহজ ও স্বাভাবিকভাবে মেনে নিতে চাননা। তাদের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করে। তাদের সম্পর্কে অনেকেই নেতিবাচক মনােভাব পােষণ করে। দুষ্টলােকের পাল্লায় পড়ে অনেক সময় পর্যটকরা ক্ষতিগ্রস্তও হয়। এগুলােও এ শিল্পের বিকাশের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে আছে।
প্রচারের অভাবঃ টেলিভিশন সহ অন্য অনেক মাধ্যমকে ব্যবহার করে আমাদের পর্যটন কেন্দ্র গুলোকে অনেক প্রচার করা যেতো। কিন্তু আমাদের মিডিয়ায় আমাদের পর্যটন স্পট গুলোর তেমন প্রচার দেখা যায়না। সেক্ষেত্রে আফ্রিকা, ইউরোপ, এশিয়ার অন্য দেশ গুলোকে দেখা যায় বিশ্বের প্রথম সাড়ির চ্যানেল গুলো
নিরাপত্তার অভাবঃ অস্থিতিশীলতা, চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি, সহিংসতা, থেকে পর্যটকদের রক্ষা করতে হবে। পর্যটকদের দিতে হবে নির্বিঘ্নে চলাফেরার নিশ্চয়তা।
পর্যটন শিল্প বিকাশে করণীয়
পর্যটন শিল্পকে রক্ষা করতে হলে অবশ্যই কিছু ব্যবস্থা নিতে হবে। আবাসন সুবিধা বাড়িয়ে সব গুলো পর্যটন কেন্দ্রকে পর্যটক বান্ধব করতে হবে। Xirooms এর মতো যেসব প্রতিষ্ঠান উন্নত ও সহজলভ্য হোটেল নিয়ে কাজ করে তাদের কার্যক্রম আরো বাড়াতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ জনসচেতনতা বাড়াতে হবে।
সর্বপোরি, সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে ও উদ্যোগী হতে হবে। মানুষ যেন সবার সাথে ভালো ব্যবহার করে, বিদেশি পর্যটকদের সম্পর্কে খারাপ ধারণা পূষন না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সকল পর্যটন কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে।
©somewhere in net ltd.