![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ পাখি তুই থাকিস কোথায়?
থাকিস কোন বনে,
তোকে খুঁজতে পাগল আমি;
পাবো কতক্ষণে!
খুঁজতে খুঁজতে পাগল প্রায়-
ধৈর্য যে আর সয়না,
সুখ পাখি,"তুই কেমন পাখি!"
বাবুই,টিয়া নাকি ময়না?
দেখা পেলেই ছুটে পালাস্;
দিস্ না ধরা কেন?
গেছিস দূরে অনেক দূরে-
পর করেছিস যেন।
আমি কি তোর এতই পর;
কাঁদিয়ে মজা পাস্,
তুই না এসে কষ্টকে পাঠিয়ে-
করিস সর্বনাশ।।
একটুখানি সময় কি তোর
থাকে না আর হাতে,
কষ্টগুলো তাড়িয়ে দিয়ে
হতে একসাথে।
আর কতই কাঁদবো আমি;
হাসি কি কপালে নাই,
সুখ পাখি তুই এত পাষাণ-
শুধু করিস আসি-যাই।।
তোর পিছনে ছুটতে ছুটতে
হাঁপিয়ে গেছি আজ,
খানিক বাদে থেমে থেমে;
পড়ছে মাথায় বাজ।
মেঘে ঢাকা মুখ নিয়ে
পথ চেয়ে থাকি,
কখন আসবি তুই,হাসাবি আমায়;
অমূল্যের সুখ পাখি?
©somewhere in net ltd.