নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

মোঃনাজমুল হাসান

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

মোঃনাজমুল হাসান › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন ফাঁস নিয়ে কিছু কথা,উল্টো চোখ

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

পোলাপান আন্দোলনে নেমেছে প্রশ্নপত্র ফাঁস হওয়া মেডিক্যাল পরীক্ষার ফলাফল তারা মানে না, মানবে না।
আমি যদি বলি, তারা আসলে প্রশ্নপত্র পায় নাই, তাই এমন হম্বিতম্বি করছে। খুব কী ভুল হবে?
কই তারা তো SSC বা HSC পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ায় কোন আন্দোলন করে নাই!!!

আমার জানা মতে,আমাদের দেশে নকল উঠে যাওয়ার পর থেকে যে সমস্যার সৃষ্টি তা হলো "প্রশ্ন ফাঁস "।শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন যখন ফাঁস হচ্ছে তখন তো ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া স্বাভাবিক।পরীক্ষা মানেই এখন প্রশ্ন ফাঁস।প্রশ্ন ফাঁস না হলে আজকাল আর পরীক্ষাই অনুষ্ঠিত হয় না।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে এসব কেলেংকারীর জন্য যে কারা দায়ী তা সরকারই জানে।তবে আমরা সাধারণ জনগনরাও যে এর জন্য দায়ী নই তাও কিন্তু নয়। কেউ কেউ বলতে পারেন যে আমাদের কী করার আছে;আমি আমাদের আগেও কিছু করার ছিল এখনও কিছু করার আছে। নীরবে সব মেনে নিতে থাকলে সমস্যা আরও বাড়বে, কমবে না।

এবার একটু আন্দোলনকারীদের কথা বলি,প্রশ্ন ফাঁস হইলো পরীক্ষার আগের রাইতে আর আন্দোলন করস্ ফলাফলের আগের রাইতে এটা কেমন কথা।"ভাগে একটু কম পেলেই আমি তোদের সাথে নাই, সব দোষ তোমার "এর মত কাহানি।

আন্দোলন করার ছিল যখন, তখন আন্দোলন না করে অসময়ের পোদ্দারি খাটিয়ে কোনোই লাভ নাই।অন্যায়ের প্রতিবাদ সাথে সাথেই করতে হয়,তা না হলে অন্যায় আরও বেড়ে যাবে, পরে প্রতিবাদের রাস্তায় না হারিয়ে ফেলো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগেই কইছি। এখন পরীক্ষা বাতিল করে দেখুক। সবগুলোরে মাইর চলবো যারা টিকছে তাগো পক্ষ থেইকা। প্রথমবার মাইর খাইছে পুলিশ থেইকা, এখন খাইবো যারা টিকছে তাগো থেইকা।

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৩

মোঃনাজমুল হাসান বলেছেন: কি জানি, তবে এইটা ঠিক না।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯

থিওরি বলেছেন: তারা আসলে প্রশ্নপত্র পায় নাই, তাই এমন হম্বিতম্বি করছে। খুব কী ভুল হবে?
কথা ঠিক।
এখন ভর্তি কমপ্লিট! এখন আর কোনভাবেই পরীক্ষা বাতিল হয় নাকি?

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

মোঃনাজমুল হাসান বলেছেন: হুম...চিলের পিছনে ছুটে লাভ না,কান কানের জায়গায় থাকবে। "পন্ডশ্রম" ছাড়া আর কিছুই বাকি দেখতাছি না।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পুরোপুরি না হলেও আপনার দাবীতে কিছু সত্যতা থাকতে পারে। আবারও এমনও হতে পারে অনেকে জানতোই না যে ফাঁস হয়েছে।আবার কেউ হয়ত ভেবেছে সৎভাবে সর্বোচ্চ চেষ্টা করে পরীক্ষা দেবে, যখন আগেই জেনে যাওয়া শিক্ষার্থী হাতে মার খেয়ে বাদ পড়েছে তখন আন্দোলনে নেমেছে।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১২

মশিকুর বলেছেন:

বৃহৎ অংশ অবিচারের স্বীকার হলেই আন্দোলন হয়। আপনার একার ক্ষতি হলে আপনি বড়জোর কষ্ট পাবেন... কিন্তু আপনার মত আরও ২০ হাজার পেলে আপনিও আন্দোলন করবেন।

আর ওরা কেন প্রশ্ন ফাঁস বন্ধে আন্দোলন করবে??? ওরা ওদের দাবি আদায়ের আন্দোলন করছে... প্রশ্ন ফাঁস বন্ধের আন্দোলন করা উচিৎ শিক্ষকদের, নেতা-নেত্রীদের, আপনার, আমার... সকল জনগনের।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

মোঃনাজমুল হাসান বলেছেন: বুঝলাম। এই আন্দোলন কি এখনকার জন্য না অনেক আগেই গড়ে তোলা উচিত ছিল,সেটা নিজেকেই প্রশ্ন করুন। আমি আন্দোলন জন্য দোষারোপ করছি না,আমি বলছি যখন প্রশ্ন ফাঁস হয়েছিল তখন কেন পরীক্ষা বর্জন করে আন্দোলন করা হলো না???????

প্রশ্ন রইলো আপনার কাছে।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: মশিকুর বলেছেন: বৃহৎ অংশ অবিচারের স্বীকার হলেই আন্দোলন হয়। আপনার একার ক্ষতি হলে আপনি বড়জোর কষ্ট পাবেন... কিন্তু আপনার মত আরও ২০ হাজার পেলে আপনিও আন্দোলন করবেন।

সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.