![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনা ঘটে চলার দেশ,আমাদের বাংলাদেশ।প্রতিদিনই ঘটে চলছে অপ্রত্যাশিত সব ঘটনা বা দূর্ঘটনা।হত্যা, লুটপাট,আন্দোলন, হুমকির মতো ঘটনা তো এখন কমন ব্যপার।অনিশ্চিত বানিজ্য আর ব্যাংক ডাকাতির ঘটনা তো আছেই।আরও কত কি!!!
এত সবের পরও আমাদের সরকার তাদের সফলতার বছর উৎযাপন করে, বলে তারা সফল। এই সফলতা ধরে রাখার জন্য তারা ক্ষমতায় থেকে নিবার্চন দিয়ে আবারো ক্ষমতা হাতে নিয়ে ভালোই আছেন। মাথায় তাদের এখন নতুন নতুন আইন ঘুরপাক খায়,এমনকি দেশের উন্নয়নের জন্য তারা বাজেটের কিছুদিন পর বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ওপর ভ্যাট চার্জ করে।এই ভ্যাট নিয়ে অনেক বড় আন্দোলনওও হয়ে গেলো। "এই সময় শিক্ষামন্ত্রী দেশে ছিলেন না,অর্থমন্ত্রী ভ্যাট সরিয়ে কলেজ মালিক ওপর চাপিয়ে দেন;আরও কত কাহিনী।অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে তিনি তার মন্ত্রণালয়ের সুষ্ঠু দায়িত্বের কথা উল্লেখ করে বলেন -পুলিশ আন্দোলনকারীদের সামলাতে সার্থক হয়েছে,ভ্যাট তুলে নেওয়ার ব্যাপারে কিছুই বলেন নাই।
তারপর এমপিওভুক্ত করার দাবীতে শিক্ষকের আন্দোলন তো চলছেই। তার উপর আবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে চলছে কঠোর আন্দোলন।আজকে নিউজ পেলাম মেডিকেল কলেজে ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলায় কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ সব ঘটনা তো ঘটেই চলছে শিক্ষা ক্ষেত্রে। যেখানে বলা হয়ে থাকে যে,"শিক্ষাই জাতির মেরুদন্ড "।
শিক্ষার যা হাল,আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন ঘোলাটে অবস্থা। অনেক বলার ছিল বলবো পর্যায়ক্রমে। ভালো থাকবেন সবাই।
©somewhere in net ltd.