![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিকে সরকারের জঙ্গী-আইএস
চিৎকারে জঙ্গী হামলার
অজুহাত তুলে অষ্ট্রেলিয়া
ক্রিকেট টীম বাংলাদেশ সফর
বাতিল ঘোষনা করল। অপরদিকে
একজন ইতালিয় নাগরিককে
রাজধানীতে গুলি করে হত্যা
করা হল। কয়েকটি নিউজ
পোর্টালে দেখলাম
হত্যাকান্ডের সময় নাকি
রাস্তার পাশের বাতিগুলা বন্ধ
করে রাখা হয়েছিল আর
হত্যাকান্ডের পরপরই তা জ্বলে
উঠল। অথচ এই বাতিগুলা
জালানো নিভানো সিটি
কর্পোরেশনের কাজ।
এখন আবার কয়েকটা নিউজ
পোর্টালে দেখলাম আইএস
নাকি এই হত্যাকান্ডের দায়ও
স্বীকার করেছে। মাথায় কিছু
ঢুকতেছেনা। আমরা এই আইএস-
জঙ্গি টঙ্গি বুঝিনা সকল
হত্যাকান্ডের সাথে জড়িত সকল
প্রকৃত খুনীদের দৃষ্টান্তমুলক শাস্থি
নিশ্চিত করার জোর দাবী
জানাচ্ছি।বিশ্বে আমাদের
ভাবমুর্তি বিনষ্ট করার আর কোন
নাটক আমরা দেখতে চাইনা।
তবে রাজনৈতিক প্রতিহিংসা
পরায়ন হয়ে কোন নিরীহ
নাগরিককে অযথা হয়রানী না
করার জন্য সরকারের প্রতি আহ্বান
জানাচ্ছি। বাংলাদেশের
মানুষ খুবই ধর্মপরায়ন তবে কথিত
আইএস বা জঙ্গি কর্মকান্ড সমর্থন
করেনা।
আইএস নামধারী গোটা বিশ্বে
মুসলসানদের ভাবমুর্তি বিনষ্ট
করছে। ওদের এই অবৈধ অনৈতিক
কর্মকান্ড কখনো ইসলামিক হতে
পারেনা। তাই দল-মতের উর্ধ্ব
উঠে কথিত আইএস নামদারীদের
দমনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আর সরকারকে কথায় কথায় আইএস-
জঙ্গী চিৎকার বন্ধ করতে হবে।
না হয় গোটা বিশ্ব থেকে
বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে
যাবে।
©somewhere in net ltd.