নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

মোঃনাজমুল হাসান

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

মোঃনাজমুল হাসান › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প
----মোঃনাজমুল হাসান



খোকা তুই গল্প শুনবি মুক্তিযুদ্ধের গল্প,
স্বাধীনতার গল্প
তবে শোন;বলি সেই অভিজ্ঞতা অল্প অল্প:
হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছিল ক্ষ্রীপ্ত হায়ানার দল,
রাতের আঁধার;রক্তের স্রোত আর যেন জ্যান্ত দাবানল।
চারদিকে শুধু কান্নার আওয়াজ
বারুদের ঝাঁঝালো গন্ধ,
মরছে পুড়ছে;তবুও পালাবার উপায় নেই
সবাই যেন অন্ধ।
নিমিষেই সব শেষ-
অবশিষ্ট কিছু করুণ আর্তনাদ,
পিপাসু হায়নারা যেন নিয়ে গেছে
উষ্ণ রক্তের স্বাদ।

সেই থেকে শুরু খোকা দীর্ঘ নয়টি মাস,
এভাবেই চলে হত্যাযজ্ঞের নির্মম পরিহাস।
শুধু কি তাই,
ধর্ষিত হলো হাজারো মা বোন
লুঠিয়ে পিশাচের পায়ে,
অনেকে দিলো আত্মহুতি
জ্বালিয়ে আগুন গায়ে।
কেউবা দিলো গলায় দড়ি
কেউবা পেটে মারলো ছুড়ি
কেউবা হলো পাগলপ্রায়,
ভাবলেই গা ছিমছিম করে
এ যেন মানা দায়।

আমরা বাঙ্গালী অলস হলেও
ছিলাম সেদিন ক্ষুব্ধ,
যার যা আছে নিয়ে ঝাঁপিয়ে পড়ি
শুরু হয় মুক্তিযুদ্ধ।
হয়তো বেশি অস্ত্র ছিলো না
পরার ভালো বস্ত্র ছিলো না
ছিলো না তেমন খাদ্য,
তবুও যেন আগ্রাসী ছিলাম
বাজিয়ে মুক্তির বাদ্য।
রক্ত দিয়েছি আরো দেবো
কানে বজ্রপাত,
বদলে শুধু স্বাধীনতা চাই
মেলাও হাতে হাত।
একতাই ছিলো তখন শক্তি কর্ম বল,
চালিয়েছিলাম সেদিন মরণের যাতাকল।

লাশের উপর লাশ সাজিয়েছিলাম
পরাতে পারি নাই মালা,
তুই কি করে বুঝবি খোকা
পরাধীনতার জ্বালা।
অবশেষে মুক্তি পেলাম;দিয়ে লাখো প্রাণ,
তাই তো তুই আজ গাইতে পারিস
স্বাধীনতার গান।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


খোকারা আজকাল মুক্তিযুদ্ধের পল্প শুনতে চায় না, মনে হচ্ছে; মাত্র ৬ জন ক্লিক করেছে, কিছু বলেনি।
কোকারা বোকা হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.