![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফার্সদের কিছু কর্মপদ্ধতি মেনে চলতে হবে নাহলে আমাদের অনুভুতিতে তাদের কর্মফল গ্রহন যোগ্যতা পায় না। আমরা যখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কোনো খবর দেখি তখন ভিতরটা অনেক সময় দুমড়ে মুচড়ে যেতে থাকে তখন ক্যামেরাম্যানরা ফ্ল্যাশ দিয়ে যেভাবে ছবি তুলতে থাকেন এবং একেকজন অনেক অনেক ক্লিক করেন আমি একজন ছোটখাট ক্যামেরা এক্টিভিস্ট হিসেবে মনে হয় এভাবে না তুললেও পারা যায়।
ডিজিটাল যুগে এটা আরো সম্ভব।
দৈনিক পত্রিকার কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এই ব্যাপারে তাঁরা যেন সজাগ দৃষ্টি দেন। একটি পত্রিকা বাসার ছোট বড় এবং বৃদ্ধ সকলেই পড়েন। সকলের মানষিক ও শারীরিক দিকটিও বিবেচনায় রাখতে হবে।
লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে বিষয় ভিত্তিক বিবরন, ছবির মাধ্যমে নয়।
বিশ্বজিৎকে হয়তো বাচাঁনো সম্ভব হতো যদি সব ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফার্সরা মিলে উদ্যোগ গ্রহন করত শুধু ছবি আর ভিডিও না তুলে। এইসব ক্ষেত্রে একজন দুজনের কাছে ছবি থাকলে পড়ে শেয়ার করে নেওয়া সম্ভব হতো। জীবনের সব কিছু বিক্রির জন্য হতে পারে না। এই ধরনের ক্ষেত্রে আমাদের মানুষের মতন ব্যবহার দরকার।
আজকে প্রজন্ম চত্ত্বরে রাজিবের জানাজার সময়ে ছবি তোলার প্রতিযোগিতার ঠেলায় আমাদের আশা অনুযা্য়ি সুশৃংখল হয়নি পুরো ব্যাপারটি ।
আমাদের আরো সচেতন হতে হবে। বাঙ্গালী হিসেবে আরো ডিসিপ্লিন হতে হবে।
নতুন প্রজন্মের জাগরনে সবাই অভিভূত।
জাফর ইকবাল স্যার যেভাবে বলেছেন “ আমি চল্লিশ বছরের জন্য নিশ্চিন্ত”। প্রিয় প্রজন্ম চত্তরে মা আয়েশা ফয়েজকেও নিয়ে এসেছিলেন তিনি। তার ভরসায় আমি আনন্দিত।
যারা ব্লগার এক্টীভিস্ট আছেন আপনারা সাবধানে থাকবেন । এই আন্দোলন আপনাদের ছাড়া চিন্তাই করা যায় না।
ব্লগার রাজিবের মৃত্যুতে আমি প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। হত্যাকারী দ্রুত ধরা পাক এই আশা করছি।
শোককে শক্তিতে রুপান্তর করে আন্দোলন আরো বেগবান হঊক, ন্যায় বিচার প্রতিষ্ঠীত হউক এই কামনায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার সমর্থন আমার লেখাটির সার্থকতা নিশ্চয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আমি একজন ফোটোগ্রাফার । আপনার কথাটা মনে রাখবো ।