![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যা কিছু ভাললাগা তা জানাতেই এই ব্লগে আসা।
Importance of nutrient-rich vegetable in human diet.
মানুষের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ শাক সবজী গুরুত্ব।
উপড়ের ইংরেজী লাইনটির বাংলা ট্রানস্লেশন ঠিক আছে কিনা বুঝতে পারছি না।
শাক ও সবজীর গুনাগুন সম্পর্কে গ্রামের গরীব কৃষকদের সংগে নিয়ে বাংলায় আলোচনা হবে।বিশেষ করে, ডাটাশাক, লালশাক, পুইশাক, করলা, বটবটি, শসা, ঢেড়শ, মিষ্টি আলু ইত্যাদি নিয়ে। বাংলায় সুন্দর সুন্দর বার্তার বড়ই অভাব কৃষকদের বোঝাবার জন্য।
আমরা কাজ করছি খুব গরীব মহিলা কৃষকদের নিয়ে। যাদের বাড়ীর আঙ্গীনায় অল্প কিছু যায়গা আছে এবং সেই জায়গায় যে সমস্ত শাক-সবজী ফলানো সম্ভব সেই সব বপনের জন্য উৎসাহ প্রদান এবং প্রয়োজনীয় বীজ সরবরাহ করা।
ঊৎপাদীত শাক-সবজী যেন পরিবারের সবাই মিলে সারা বছর ধরে খেতে পারে সেই ব্যবস্থা করাই মুল উদ্দেশ্য। এবং সেইসঙ্গে যাতে কিছু শাক সবজী বিক্রী করে কিছু আয় করতে পারে সেই বিষয়টিও দেখা হচ্ছে।
সাগ্রহে মতামত গ্রহন করা হইবে।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। আমরা কাজ করছি খুব গরীব মহিলা কৃষকদের নিয়ে। যাদের বাড়ীর আঙ্গীনায় অল্প কিছু যায়গা আছে এবং সেই জায়গায় যে সমস্ত শাক-সবজী ফলানো সম্ভব সেই সব বপনের জন্য উৎসাহ প্রদান এবং প্রয়োজনীয় বীজ সরবরাহ করা।
ঊৎপাদীত শাক-সবজী যেন পরিবারের সবাই মিলে সারা বছর ধরে খেতে পারে সেই ব্যবস্থা করাই মুল উদ্দেশ্য। এবং সেইসঙ্গে যাতে কিছু শাক সবজী বিক্রী করে কিছু আয় করতে পারে সেই বিষয়টিও দেখা হচ্ছে।
২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
বাংলার হাসান বলেছেন: ভাল পোষ্ট।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
রাতুল_শাহ বলেছেন: বড় পাতার সজিনা গাছ লাগালে, কিছুটা উপকৃত হতে পারে। সজিনার সময় সজিনা বিক্রি করল আবার শাক খাওয়া ইচ্ছে হলে শাকও খেতে পারলো। কেজি দরে শাক বিক্রি করতে পারবে। সজিনার ডাল কেটে লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে। খুব একটা দেখা শুনা করা লাগে না।ঘরের চালে শিমের চাষ করতে পারে।
আমার ধারণা থেকে বললাম, আপনারা ভাল বলতে পারবেন কেমন হবে।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
প্রায় ৩৪ রকমের শাক সবজীর উল্লেখ আছে তাদের মধ্যে থেকে খুব গরীব জনসাধারন প্রায় ৩৫০০০ কৃষক পরিবারের মধ্যে বীজ বিতরন ও অল্প যায়গার মধ্যে এমনভাবে সবজী চাষের জন্য বেড করা হয় যাতে ৫ রকম সবজী সারা বছর ধরে থাকবে কিন্তু বীজ দেওয়া হবে ৭ রকমের যাতে এক ধরনের সবজী উঠানোর সাথে সাথে যেন আর এক ধরনের বীজ ছিটিয়ে দেওয়া যায়।
উদ্দেশ্য কোনো কোনো বেড যেন খালি না থাকে। । এই হচ্ছে মুল পরিকল্পনা।
সবজী চাড়া লাগানো থেকে হারভেষ্ট পর্যন্ত প্রায় ২০ দিন থেকে ১ মাস লাগে খাওয়া উপযোগী হতে। সজনা গাছ অনেক যায়গা লাগে গাছের জন্য না লাগলেও যখন বড় হয় তখন ডাল পালা ও পাতার কারনে নীচে ছায়া পড়ে তাতে অন্য সবজী হয় না। খোলা মেলা অল্প যায়গার মধ্যে সবজী লাগানোই আপাতত উদ্দেশ্য।
সজনার উপকারীতা অপরীসীম নিসন্দেহে।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০২
আমিনুর রহমান বলেছেন:
মানুষের খাদ্যের পুষ্টির তালিকায় শাক সবজী গুরুত্ব।
এটা হবে সম্ভবত
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯
আমিনুর রহমান বলেছেন:
>> মানুষের খাদ্যের পুষ্টির তালিকায় শাক-সবজী'র গুরুত্ব।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
লুবনা ইয়াসমিন বলেছেন:
ভালই মনে হচ্চে টাইটেলটি। আপনাদের কাছে সুন্দর বার্তা আশা করছি।
বেশী করে শাক সবজী খেলে অনুপুষ্টি ( micronutrient) রক্ষা হয়, তাতে বাচ্চারা বুদ্ধিমান হয়।
অনুপুষ্টি যা চোখে দেখা যায় না কিন্তু যার অভাবে বড় বড় শারিরীক ক্ষতি হয়ে যায়। যেমন ভিটামিন এর অভাবে রাত কানা হয়। আয়োডিনের অভাবে হাবা গোবা হয় ইত্যাদি।
কিনবা একজন গর্ভবতী মহিলা গর্ভকালীন সময়ে যদি পর্যাপ্ত শাক সবজী খায় তবে সুস্থ্য বাচ্চা প্রসবে সহায়তা হয় । একটি সুস্থ্য বাচ্চা একটি পরিবারের সম্পদ।
এই ধরনের বার্তা আরো সহজ ভাবে আশা করছি।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ শাক-সবজীর গুরুত্ব।
এটাই সঠিক
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
লুবনা ইয়াসমিন বলেছেন: “মানুষের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ শাক-সবজীর গুরুত্ব”। এই
শাক-সবজীর গুরুত্ব সম্পর্কে কৃষককে কিভাবে সহজ ভাষায় বোঝানো যায় সেই ধরনের সহজ বার্তার খোঁজে আমি।
আপনার কাছে থেকে আমি আশা করছি সুন্দর বার্তা । আপনি এত সুন্দর করে কঠিন বাংলা এত সহজ করে লিখেন যে আমি অনেক আশাবাদী ।
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪
ধীবর বলেছেন: সবই মানলাম। কিন্ত শাক কাটাকুটি, ধোয়া পালা, রান্না বান্না এইগুলি করবে কে? শহুরে বড়লোকদের কথা তো বাদই, মধ্যবিত্তের নারীদের মধ্যেই রান্না নিয়ে ব্যাপক অনাগ্রহের কারণে শহরের পরিবারগুলির মধ্যে পুস্টির অভাব পরিলক্ষিত হচ্ছে।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
নিন্মের লিংকের লেখাটি আমার প্রথম দিকের লেখা । পড়ে দেখতে পারেন। তথ্যগুলো শহরের লোকদের জন্য অনেক উপকারী হবে আশা করি।
"পুষ্টি নষ্ট না করে রন্ধন প্রক্রিয়া"
Click This Link
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত্ ।পুষ্টিকর খাবার মাস্ট।খাবার ভেজালমুক্ত হঙয়া আরও জরুরী।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। সহমত।
৯| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
আমিনুর রহমান বলেছেন:
বেশির ভাগ ক্ষেত্রে আমরা সবজির গুণগত মান না জেনেই জন্য খেয়ে থাকি। অথচ কোনো কোনো সবজি স্বাস্থ্যের ওপর ভালো-খারাপ দুটিরই প্রভাব রয়েছে। যদি জানা থাকে কোন কোন সবজি কী কাজে লাগে তাহলে খুবই ভালো হয়। আপনাদের এই উদ্যোগের সাথে আমাকে কখন মাঠে-ঘাটে প্রয়োজন পড়লে বলবেন।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯
লুবনা ইয়াসমিন বলেছেন: অবশ্যই বলব। আপনার ইচ্ছাটুকু প্রকাশ করেছেন এইজন্য অসংখ্য ধন্যবাদ। আমার জানা থাকল। প্রয়োজন পড়লেই যোগাযোগের কমতি থাকবে না। আামরা আপাতত বরিশাল, পটুয়াখালি, ফরিদপুর ও যশোরে কাজ করছি।
১০| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
শায়মা বলেছেন: সব রকম শাক আমার প্রিয়।
পাটশাক
কচুশাক
কলমী
পুই
পালং
ঢেকীশাক
সরিষা শাক
বোথা শাক
লাউশাক
কত কত শাক!!!
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
লুবনা ইয়াসমিন বলেছেন: গরম গরম ভাত আর শাক আর কাঁচা মরিচ আমার খুব প্রিয় খাবার। এটুকু থাকলে অন্য কিছু লাগে না।
১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫
সায়েদা সোহেলী বলেছেন: আমার ৫ বছরের মেয়ের সবচাইতে প্রিয় খাবার কচুর লতি
এমনিতে সে খাওয়া নিয়ে খুব ঝামেলা করে ।কিন্তু চিংড়ি লতি হলে কোন অবজেকশান নাই ।অথচ আমি বহুবছর গলা চুল্কাবে সেই ভেবে হাত দিয়েও ছুতাম না জদিও
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
লুবনা ইয়াসমিন বলেছেন: কঁচু বা কচুর লতি কাটার সময় হাত চুলকায় এবং অনেকের গলাও চুলকায়। বাচ্চাদের শিখিয়েছি যারা ঝগড়াটে বা ঝগড়া করতে পছন্দ করে তাদের এসব হয় । তাই আমার মেয়েদেরও কচুর লতি আর চিংড়ী অনেক পছন্দের একটি খাবার । কিন্তু গলা চুলকালেও তা বলে না।আমাদের মাও আমাদের সাথে একি ট্রিস্ক করেছিল।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
রাতুল_শাহ বলেছেন: কচুপাতা, সজিনা পাতা, পাটের শাক (আমার প্রিয়) এইগুলোও যোগ করে দিয়েন।
নিম পাতার ভাজি (অপ্রিয়) ইচ্ছা হলে দিয়েন।