![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami
প্রতিটি রাষ্ট্রের জাতীয় ভাবে নিধার্রিত গান বা সুর সে দেশের জাতীয় সঙ্গীত। বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা এর সঙ্গীত বাজানো হয়।
জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্খা ও গৌরবের প্রতিফলন ঘটে। জাতীয় সঙ্গীত গাওয়ার একটি নির্দিষ্ট রীতি থাকে যা সব সময় একি থাকে এবং যেটির অপমান করা দন্ডনীয় অপারাধ।
ইতিহাস-
১৫৫৮ সাল থেকে ১৫৭২ সালের মধ্যে রচিত ডাচ জাতীয় সঙ্গীত 'ভিলহেলমাসকে' সবচেয়ে পুরাতন জাতীয় সঙ্গীত ধরা হয়ে থাকে।
যদিও ১৯৩২ সালে সরকারী ভাবে স্বীকৃতি পায় এই জাতীয় সঙ্গীত।
জাপানের জাতীয় সঙ্গীত 'কিমি গা ইয়ো' রচিত হয়েছিল ৭৯৪ সাল থেকে ১১৮৫ সালের মধ্যে। কবিতা ভিত্তিক এই রচনা ১৮৮০ সালের পরে জাপানের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনার ক্ষেত্রে দুর্লভ সম্মানের অধিকারী। তিনি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা।
সার্ক ভুক্ত দেশ সমূহের জাতীয় সঙ্গীত, লেখক ও সুরকার-
১. বাংলাদেশ- আমার সোনার বাংলা- রবীন্দ্রনাথ ঠাকুর- রবীন্দ্রনাথ ঠাকুর
২. ভুটান- বাজ ড্রাগন রাজ্য- দাশু ইয়াদুন থিনলী- আকু তংমি।
৩. আফগানীস্থান- মিললী সুরোদ- আব্দুল বারী জাহানী- বাবরাক ওয়াছছা
৪. ভারত- "জানাগানামান-অধিনায়ক জয় হে"- রবীন্দ্রনাথ ঠাকুর- রবীন্দ্রনাথ ঠাকুর।
৫. মালদ্বীপ- গাউমি সালাম-মুহাম্মাদ জামেল দিদি- পন্ডিত ওনাকুওত্তায়াদুগ।
৬. নেপাল- "সায়াউন থুঙ্গা ফোওল কা"- বাইকুল মাইয়া- আম্বর গুরুং।
৭. পাকিস্থান- কোয়ামী তাইরানা- হাফিজ জুলান্দিরি- আহমেদ গুলামআলি চাগলা।
৮. শ্রীলঙ্কা- শ্রীলঙ্কা মাতা-আনান্দ সামারাকুন- আনান্দ সামারাকুন।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত-
আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। যার ২৫ টি লাইন রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ ও শাহজাদপুরে জমীদার থাকার সময় (১৮৮৯-১৯০১) এই কবিতাটি লেখেন। এবং ১৯০৫ সালে বঙ্গর্দমন পত্রিকায় প্রথম প্রকাশ পায়।
কুষ্টিয়ার বাউল শিল্পি গগণ হরকরার একটি গানের সুরের অনুকরনে রবীন্দ্রনাথ নিজে এটির সুরারুপ করেন।
১৯০৭ সালে সর্বপ্রথম এটি গাওয়া হয় বঙ্গভঙ্গ বিরোদ্ধী মিছিলে।
১৯৭১ খ্রিস্টাব্দের ১ মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। পরে ৩ মার্চ তারিখে পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। ১৯৭১ খ্রিস্টাব্দের এপ্রিল ১৭ এপ্রিল মুজিব নগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গানটি গাওয়া হয়।
১৯৭০ সালে চলচিত্রকার জহীর রায়হান'জীবন থেকে নেয়া' চলচিত্রে এটি ব্যভজার করেন।
১৯৭২ সালে এর প্রথম ১০ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য নির্ধারন করা হয়। এবং প্রথম ৪ লাইন যন্ত্র সঙ্গীতে ব্যবহার করা হয়।
অর্জন-
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের ২০৫ টি দেশের তুলনামূলক বিচারে আমাদের জাতীয় সঙ্গীত ২য় স্থান অর্জন করে।
----তথ্য- সংগ্রহীত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪
আমার মন বলেছেন: ধন্যবাদ। পড়ার জন্য।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৩১
নাফিজ মুনতাসির বলেছেন: অনেক সুন্দর পোষ্ট........আমাদের জাতীয় সংগিতকেই কেন জানি সবচেয়ে বেশী সুন্দর মনে হয়..............
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫
আমার মন বলেছেন: হুম,আমাদেরটা তুলনা হীন।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৯
মাহবু১৫৪ বলেছেন: ৪ নং ভাল লাগা
+++++++
খুব ভাল লাগলো পোস্টটা।
আমাদের জাতীয় সঙ্গীতটাই আমার কাছে সেরা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৬
আমার মন বলেছেন: হুম আমাদেরটা সেরা আমাদের কাছে
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:১১
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: সংশোধনীঃ
ভারত- "জানাগানামানা-অধিনায়াক জায়া হে"- রবীন্দ্রনাথ ঠাকুর (হিন্দিতে অনুবাদিত, অনুবাদকের নাম জানা নেই)- রবীন্দ্রনাথ ঠাকুর
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৭
আমার মন বলেছেন: ধন্যবাদ ধরিয়ে দেয়ার জন্য।ঠিক করে দিচ্ছি।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:২৮
ধূসরধ্রুব বলেছেন: অচাম পুস্ট মামা
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮
আমার মন বলেছেন:
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩৪
পিচ্চি পোলা বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৮
আমার মন বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার বাড়িতে আসার জন্য
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৪৮
zaki642 বলেছেন: এতদিন শুধু বাংলাদেশ আর ভারতের টা জানতাম। আজকে আরও ৬ টা দেশের টা জানলাম। অনেক ধইন্যা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২৯
আমার মন বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:২৯
হু-কেয়ারস বলেছেন: বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি পৃথিবীর সবচাইতে দীর্ঘ জাতীয় সঙ্গীত আর উগান্ডা'র জাতীয় সঙ্গীত সবচেয়ে ছোট। এইটা আমার এক ইউরোপীয়ান ক্লাসমেট থেকে শোনা। সত্য মিথ্যা ঠিক জানি না। আর আমাদের ক্লাসে এই দুই দেশেরই ছাএ থাকায় বাকি সবাই ব্যাপারটা এনজয় করেছিল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩০
আমার মন বলেছেন: আমারো সঠিক জানা নেই। এটা জানার চেষ্টা করছি। পারলে শেয়ার দিবো। ধন্যবাদ পোস্টে আসার জন্য
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:১১
নিশাচর ভবঘুরে বলেছেন: দারুন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১
আমার মন বলেছেন: ধন্যবাদ
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪০
একজন নিশাচর বলেছেন: দারুন পোস্ট
+++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩১
আমার মন বলেছেন: +++ এর জন্য ধইন্যা
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬
েখারেশদ আলম বলেছেন: আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি............এর চেয়ে সুন্দর আর কি হতে পারে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩২
আমার মন বলেছেন: না আর কিছু নেই এর থেকে সুন্দর।
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৭
রেজোওয়ানা বলেছেন: আচ্ছা শ্রীলংকরা জাতীয় সংগীতেও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কন্ট্রিবিউশন আছে! ইমন জুবায়ের ভাই একবার এমন একটা পোস্ট দিয়েছিলেন!
আপনার লেখা ভাল লেগেছে.....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৫৪
আমার মন বলেছেন: হুম আছে।
আনান্দ সামারাকুন তখন শান্তি নিকেতনের ছাত্র ছিলেন। এবং রবী ঠাকুরকে একটি গান লেখে দেয়ার জন্য বলেন ।
পরবর্তীতে ১৯৫১ সালে যখন এটি জাতীয় সঙ্গীত হিসেবে নেয়া হয় তার পিছনে আনান্দ সামারাকুন বেশি ভুমিকা রাখেন।
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩
নিরুদ্দেশ বলেছেন: জনগণমন-অধিনায়ক জয় হে- গানটি সংস্কৃত (তৎসম) ভাষায় রচিত ।স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লিখেছিলেন মূলত ব্রহ্মসঙ্গীত হিসেবে। পরে ১৯৫০ সালে ভারতীয় সংবিধানে গানটি জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে এবং বলা বাহুল্য অবিকৃতরূপে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৪০
আমার মন বলেছেন: অনেক ধন্যবাদ তথ্য দেয়ার জন্য।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৫১
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: @নিরুদ্দেশঃ এই চেটের বাল মার্কা তত্ত্ব কি আপনার পশ্চাতদেশ থিকা এইমাত্র বাইর করলেন?
২০ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
আমার মন বলেছেন:
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৬
নিরুদ্দেশ বলেছেন: @ভাঙ্গাচুরা যন্ত্রপাতি ঃ এই সামান্য জ্ঞানের জন্য পশ্চাতদেশ ব্যবহার করতে হয়না। মাথাটাকে আবর্জনামুক্ত রাখতে হয়। যুক্তি খণ্ডন করতে হলে শোভন ভাষায় করুন। অবশ্য আপনার কাছ থেকে এটা আশা করাও বাতুলতা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৪
আমার মন বলেছেন: কি শুরু করলেন আপনারা
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৪
ইমাম উশ শহীদ বলেছেন: সুন্দরতম..
সুন্দরতম..