নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মন

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

আমার মন

অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু পারিনা। কিন্তু এখানে সব বলবো বলেই এসেছি.... www.facebook.com/ amarmonami

আমার মন › বিস্তারিত পোস্টঃ

মধুটিলার পাহাড় ও বন-জংগলে হারিয়ে যাওয়া ও উপজাতি অতিথেয়তা।

২১ শে জুলাই, ২০১২ রাত ১১:০৫

সীমান্ত ঘেষা জেলা শেরপুর। ভারতের মেঘালয় রাজ্যের সাথে এই দিকে সীমানা প্রাচীর বাংলাদেশের। নালীতাবাড়ি, ঝিনাইগাতি উপজেলা মিশেছে সীমন্তের প্রান্তে।

পাহাড় ও সবুজ ঘন বনের সারি চারদিকে। বন্য প্রানীর অভয়ারণ্য ও উপজাতিদের আবাসস্থল এই দিকে। এখানে রয়েছে-গারো, ঢাল, কুচ, বাড়াল সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠির বাস।



পাহাড়ের উপর স্থাপিত টাওয়ার থেকে দেখা যায় ভারতীয় বিএসএফ এর নজরদারী। ভাগ্য খারাপ থাকলে পড়তে পারেন বন্য হাতির খপ্পরে ! তবে বর্ষাকারে সম্ভাবনা কম। তারা নাকি ধান উঠানোর সময় আসে বেশি দল বেধে।



ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা মিলে নালিতাবাড়ির মধুটিলা ইকো পার্ক সহ পাহাড়ি জংগলে।

চলুন আমার সাথে আপনাদের ঘুরিয়ে আনি সেখান থেকে-





বন্য প্রাণীদের নিরাপদ আবাস নিশ্চিত করুন। বানরের হাতে।





দেখা মিলবে জংগলে হরিণের।





একসময় নাকি এই জংগলে বাঘ ছিল ! এখন তো নেই কিন্তু দেখলাম বাঘে বাঘ খাচ্ছে !





এমন সব রাস্তা সরু হয়ে ঢুকে গিয়েছে গভীর জংগলে। পথ হারানোর সম্ভাবনা অনেক। আমরাও হারিয়েছিলাম। হাতে লাঠি দিয়ে সাপ তাড়াতে তাড়াতে রাস্তা খুজতে হল।





প্রায় ৩৫০ ফুট উপরে উঠার পর দেখলাম অন্য দিকে জংগলের ভিতরে নামতে হবে আরো বেশি !





দুইজন সহচর পেয়েছিলাম সেখানে। না থাকলে অনেক বিপদ হত।





পধ হারিয়ে ঘুরছিলাম। খালের অন্য প্রান্তে উনি বসে ছিলেন। অনেক ডাকাডাকি করলাম। কিন্তু কোন পাত্তায় দিলেন না আমাদের। পরে শুনলাম উনি কানে শুনেন না ! :(





দুরের মেঘালয় পাহাড়, টাওয়ার থেকে দুরবিনে তোলা ছবি।





অনেক উপর থেকে।





কোন গ্রুপের যেন একজন বন্ধু আসেনি। তারা তা সুন্দর করে লেখে গিয়েছে। এটাই বন্ধুর ভালবাসা।





জায়গার নাম মধুটিলা, খুজে পেলাম বিশাল এক মধুর চাক।





দুপুরের খাবার খেয়েছি সেখানের এক বাড়িতে। হয়ে গিয়েছিলাম তাদের অতিথী বিভিন্ন কথা বলতে বলতে। ডিম, ডাল আর ভাত।





প্রথমে বলছিলো তাদের এত থালা নেই। আমরা বললাম, যে প্রয়োজনে কলা পাতায় খাবো। কিন্তু অন্য বাড়ি থেকে ঠিকি থালা নিয়ে আসলো এই পাহাড়ি বাচ্চাটি।





দেখতে দেখতে খেয়ে দেয়ে যাত্রা শেষ করে চলে আসি শেরপুর শহরে মাথায় অনেক স্মৃতি জমা করে ও আনন্দের কিছু মুর্হুত কাটিয়ে।

সত্যিই ভুলার মত নয় ওদের অতিথীয়তা ও গহীন বনের হাতছানি।



বি:দ্র: যারা যেতে যান তাদের জন্য কিছু কথা-

ঢাকা থেকে শেরপুরে অবশ্যই গেইটলক বাসে করে যাবেন। সেখান থেকে সিএনজি ভাড়া ২৫০ টাকার মত নিবে নালিতাবাড়ির মধুটিলায়। মোটর সাইকেল ভাড়া নিতে পারবেন এই ভাড়াতেই। সাথে কোন পরিচিত এলাকার বন্ধু থাকলে ভাল হয়। চিনিয়ে নিতে পারবে। এবং ভিতরে সাবধানে ঘুরিয়ে দেখাতে পারবে।



বনের বেশি গহীনে না যাওয়া ভাল। সাপের পরিমান বেশি। আরো প্রানী চোখে পরেছে। কাঁটা গাছে ভরা জংগল। জোঁক ও মশার পরিমাণ বেশি।



মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১২ রাত ১১:২৩

আবু সালেহ বলেছেন: ভ্রমন পোস্ট দেখলেই ....যাওয়ার স্বাদ জাগে মনে............. :( :(

২১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৩

আমার মন বলেছেন: সময় সুযোগ পেলে মিস করতে চাই না কখনো। বের হয়ে যায়। তবে আমার মত ছাত্রদের প্রধান সমস্যা হল টাকা ও সময় ক্লাস পরীক্ষার মাঝে। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি সুন্দর দেশটা ঘুরে দেখার।
সুযোগ পেলে বের হয়ে পড়ুন একবার শুধু। পরের টা পরে। :)

২| ২১ শে জুলাই, ২০১২ রাত ১১:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: :-B ভালো লাগলো ছবি এবং ভ্রমন কাহিনী , +++++্

২১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৬

আমার মন বলেছেন: ধন্যবাদ পড়ার ও দেখার জন্য ভাই। :)

৩| ২১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩০

অনির্বাণ রায়। বলেছেন: :| :| :| সাপ :(

২১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৯

আমার মন বলেছেন: সাপ তো আজকাল দেখায় যায় না।
বনে জংগলে গেলে চোখে পড়ে। সেখানে পানিতে দেখেছিলাম সাপ।

৪| ২১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩২

শাহরিয়ার মামুন১ বলেছেন: পড়তে ভালো লাগছিলো,
(সুন্দর পোস্ট.)

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:০৪

আমার মন বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ২১ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৩

ইয়ার শরীফ বলেছেন: বাঘের বাঘ খাওয়া
চরম

হইছে

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:২৪

আমার মন বলেছেন: হু, সেখানে নাকি কোন এককালে বাঘ ছিল। লোকেরা বলছিলো। আমরা তো আর বাঘ পাই নি. পেয়েচি পাথরের বাঘ। আর কি আজব সে দেখি বাঘ খাচ্ছে !

৬| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:১১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্ট ভাগ্নে !

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:২৯

আমার মন বলেছেন: ধন্যবাদ খালামনি। ভাল থেকো।

৭| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:১২

আর.হক বলেছেন: একবার গিয়েছিলাম মাত্র ১৫ মিনিটে ঘুরে চলে আসছিলাম

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৩

আমার মন বলেছেন: যত ভিতরে যাবেন বনের তত নতুন কিছু আবিস্কার করতে পারবেন। সুন্দর্য্যের ভুমি। সীমান্তের ছায়া চারদিকে।

৮| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:১৫

এস এইচ খান বলেছেন: +

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৪

আমার মন বলেছেন: ধন্যবাদ খান ভাই।

৯| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:২৮

দেশের_কথা বলেছেন: অনেক সুন্দর পোস্ট +++

সাপের কথা শুনে :| :| :| :|

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৮

আমার মন বলেছেন: সাপ তো এখন প্রায় বিলুপ্ত। বনে জংগলে দেখা মেলে। সেখানে ঘন জংগলে দেখেছি, পানিতে ভাসতেও দেখেছি। :(
আমি নিজেও ভয় পাই। /:)

১০| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৪

সাজিদ ঢাকা বলেছেন: ভাই ঢাকা থেকে কি দিনে গিয়ে ঘুরে আসা যাবে , , ,

২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৬

আমার মন বলেছেন: ঢাকা থেকে শেরপুর নালিতাবাড়ি যেতে প্রায় ৭ ঘন্টা লাগবে। কারণ এই্ রোডে ভাল গাড়ি নেই। দিনে ঘুরে আসাটা কঠিন হয়ে যাবে।

১১| ২২ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৫

সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে +++++++++++

২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০১

আমার মন বলেছেন: ধন্যবাদ জনাব।

১২| ২২ শে জুলাই, ২০১২ রাত ১:২৪

তামীম বলছি বলেছেন: ঝিনাইগাতিতে গিয়েছিলাম অনেক আগে। ৯৩ অথবা ৯৪ হবে হয়ত সালটা। একটা সীমানা প্রাচীর ছিল - একদিকে বাংলাদেশ, আর অপরদিকে ইন্ডিয়া। পাশেই ছোট্ট একটা নদী / খাল ছিল। পাহাড়ি টিলাগুলি ছিল ছোট - বড় গাছে ভরা। আর মনে পরছে - একটা সুরঙ্গের মত পথ ছিল - তবে সেটা দুই পাহারের মাঝে উপরে গাছের ঝোপের কারণে নাকি আসলেই পাহাড়ের মাঝদিয়ে গিয়েছে - এতদিন পরে আর সেটা মনে পরছে না।

পোষ্টে +।

২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৩

আমার মন বলেছেন: নদীর নাম বুগাই। ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তার উপর রাবার ড্যাম্প আছে এখন।
আগে এই দিকের জংগল অনেক ঘন ছিল। কিন্তু এখন বসতি হয়ে গিয়েছে অনেক বেশি। তার পরেও অনেক কিছু আবিস্কার করার মত পরিবেশ আছে।
ধন্যবাদ।

১৩| ২২ শে জুলাই, ২০১২ রাত ১:২৮

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ লাগলো ভ্রমণ কাহিনি।

পোস্টে শত শত ভাল লাগা

+++++


প্রিয়তে নিলাম সরাসরি

২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৪

আমার মন বলেছেন: শুভেচ্ছা ভাই। পাশে থাকার জন্য।

১৪| ২২ শে জুলাই, ২০১২ রাত ১:৫৩

রেজওয়ান তানিম বলেছেন: বেশ লাগল ছবি ও লেখা

২২ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৫

আমার মন বলেছেন: ধন্যবাদ তানিম ভাই।

১৫| ২২ শে জুলাই, ২০১২ রাত ১:৫৬

শামীম আরা সনি বলেছেন: ভালো লাগলো

২২ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৪

আমার মন বলেছেন: ধন্যবাদ।

১৬| ২২ শে জুলাই, ২০১২ সকাল ৯:৪৩

জোবায়ের বলেছেন: কিছু কিছু ভ্রমন বিষয়ক লেখা পড়লে লেখার জায়গাটায় না যেতে যাবার জন্য আফসোস হয়, এটা তেমনই এক লেখা।

২২ শে জুলাই, ২০১২ দুপুর ২:৪৬

আমার মন বলেছেন: নিজের দেশটা দেখার খুব ইচ্ছে। তাই সময় সুযোগ পেলে মিস করি না সাধারনত।

১৭| ২২ শে জুলাই, ২০১২ দুপুর ২:০২

ভুং ভাং বলেছেন: খেলুম না ।রোযার মধ্য ভ্রমন বিষয়ক লেখা X(( X(( ঈদের পর একটা ট্যারাই মারবো ।তবে পোস্টটা দারুণ ;) ভাল থাকবেন ।

২২ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৩

আমার মন বলেছেন: আমি রোজার আগে শেষ করে ফেলেছি ভ্রমন। :-B :-B
ধন্যবাদ

১৮| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩০

রোকন রাইয়ান বলেছেন: দারুন টুর হইছে দেখা যায়, আত্মীয় কেমনে হলু জানতে চায়...

২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৬

আমার মন বলেছেন: আত্বীয় হয়ে গেল কথা বলতে বলতে। তারা দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করে+ চায়ের দোকান। বসে বসে চা খাচ্ছিলাম আর জমিয়ে তুললাম। একসময় বলে ফেল্রাম যে, আপনাদের সাথে দুপুরে খেতে চাই। তারাও রাজি হয়ে গেল !

১৯| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৩:৫০

ফরাজী নয়ন বলেছেন: অনেক সুন্দর পোষ্ট, ধন্যবাদ

০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৫:০৯

আমার মন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। :)

২০| ২৪ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

বাংলার পিথক বলেছেন: আপনার পোস্টটি পড়ে আবার যেতে মন চাইছে যদিও এর আগে দুইবার গিয়েছিলাম।
ইকো পার্ক ট্রেইলে এই পোস্টে প্রথমবারের কিছুটা বর্ণনা পাবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩২

আমার মন বলেছেন: এই সব জায়গাতে বার বার যেতে ইচ্ছে করে। কয়েকদিন আগে ঘুরে এলাম দুর্গাপুর থেকে তার বিস্তারিত জানাবো খুব তাড়াতাড়ি।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.