নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

"পিঁপড়া বিদ্যা "- মুভি প্রিভিউ :

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭

আজ সন্ধ্যার শোতে অফিসের কলিগরা মিলে দেখতে গিয়েছিলাম "পিঁপড়া বিদ্যা "। মোস্তফা সারোয়ার ফারুকির সিনেমা মানেই কিছু না কিছু বিদ্যা অর্জন করা । তার চলচ্চিত্র মানেই অন্যরকম কিছু । নিপুন হাতের ছোয়ায় একটি সাধারণ গল্পকেও অসাধারনভাবে উপস্থাপন করতে পারেন । যেখানে থাকে আধুনিকতা এবং মূল শেকড়ের সহাবস্থান। যেমন ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন দেখে দর্শকদের ভালই বিদ্যা শিখিয়েছিলেন । তেমনি কিছু নূতন বিদ্যা শেখার নেশায় গিয়েছিলাম রুপকথা সিনেমা হলে । বলে রাখি, এটা কোনো সিনেপ্লেক্স না , এটা নিতান্তই এক আবহমান মফঃস্বল শহরের চিরাচরিত হল। শোতে তেমন কোন ভিড় ছিলো না; স্ক্রিনের অবস্থাও ভালো ছিলোনা । হলে কোন এসি ছিলো না। তাছাড়া সাউন্ড সিস্টেমও খুব একটা ভালো ছিলো না। এত কিছুর পরও আমরা দেখা শুরু করলাম পিঁপড়া বিদ্যা ।
সিনেমার শুরু খুব একটা খারাপ হয়নি। মিঠু একজন বেকার যুবক, চাকরীর আশায় ঘুরে বেড়ানো যুবকের নানা সমীকরণ । তার আশা আকাঙ্খা এবং পাওয়া না পাওয়ার চরম লোভ। যে কিনা অবশেষে এক এম এল এম কোম্পানী যার নাম "লাকী সেভেন" এ মাল্টি লেভেল বিজনেস শুরু করে দিলো। একদিন সে এক মোবাইল কেনার জন্য দোকানে গেলো আর তখনি পেছন থেকে এক ছিনতাইকারী সদ্য ছিনতাই করা মোবাইল্টা ্তার কাছে অল্প দামে বিক্রি করার জন্য বল্লো। আর মিঠু তা কম টাকায় পেয়ে আনন্দের সহিত কিনে নিলো।
আসলে এই সিনেমার বাকী পুরো গল্প জুড়েই এই হারানো মোবাইল ঘিরে। আর এই হারানো মোবাইলটি দেশের এক নাম করা নায়িকার যার নাম রিমা। এই নায়িকা চরিত্রে শিনা চৌহান ভালই অভিনয় করেছেন। তার পুরো চরিত্র জুড়ে কদাচিৎ ভাল্গারিজমের ছোঁয়া পরিলক্ষিত । রিমা তার হারানো মোবাইলটী খুজে পেতে খুব উদ্গ্রিপ। কেননা সেই মোবাইলে রয়েছে রিমার বয়ফ্রেন্ড এর দ্বারা ধারনকৃত ভিডিও ক্লিপ্স। যা কিনা আমাদের বর্তমান সমাজের বখে যাওয়া যুবক -যুবতীর নিত্য ঘটনার এক চুম্বক অংশ । রিমা তার মোবাইল ট্র্যাক করে মিঠুকে খুজে পায় এবং সে তার বাসায় গিয়ে মোবাইলটি ফেরত দিয়ে আসে। এবং এই সুযোগে মিঠু রিমাকে তার এম এল এম এর এক গ্রাহক বানিয়ে ফেলে। আস্তে আস্তে তার ক্যারেক্টারের ট্রান্সফরমেশনগুলো এত আকস্মিক, এত দ্রুত হয়েছে, যে খাপছাড়া হয়ে যায় কিছু ক্ষেত্রে। অথচ তার সাথে দুর্দান্ত সুন্দরী এক মেয়ের সম্পর্ক ছিলো তিন বছর ধরে। সেই মিঠু আর এই মিঠু, মেলানো যায়না। আবার নায়িকা রিমার সাথে একটা চমৎকার সম্পর্ক তৈরি হবার পরেও, তার কাছ থেকে অনেক সাহায্য পাবার পরেও মিঠু তাকে ব্ল্যাকমেইল করে সিডিউস করার চেষ্টা করতে থাকে এবং একদিন সে রিমার বাসায় গিয়েও এই রকম তার মনের খায়েশটুকূও প্রকাশ করে। কিন্তু রিমাও নিরুপায় হয়ে কিছুটা এগিয়ে আসে। এবং মিঠুকে ভয় ভীতি দেখিয়ে দূরে স্রিয়ে রাখার চেস্টা করে। কিন্তু মিঠূ দিন দিন একটা সাইকো মানিয়াক প্যাসেন্ট হয়ে ঊঠে । আর রিমাও ভাবতে শুরু করে এভাবে ব্লাক মেইলিং সহ্য করা যায় না। এভাবে গল্প এগিয়ে যায় । কিন্তু গল্পের আসলে মোড় কিংবা গন্তব্বে না গিয়ে হঠাত কোথায় যেন খেই হারিয়ে ফেললো । টুক টাক কিছু ডায়লগ ছাড়া আর তেমন কিছু কারিশমা নেই এই ছবিতে। ছবির লেংথ তেমন বড় না মাত্র ৯৭ মিনিট। কিন্তু শেষের ফিনিসিংটা আসলেই কনভিন্সিং না । ছবিতে তেমন সুন্দর গান নেই যেমনটা ছিলো ফারুকির আগের গুলোতে ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

ভরকেন্দ্র বলেছেন: +++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ । :)

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯

জামান শেখ বলেছেন: +++ X(

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

তাসজিদ বলেছেন: ফারুকি তার প্রতিটি ছবিতেই সেক্সকে প্রমোট করে থাকে। অযথাই

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

হাসান মুহিব বলেছেন: একদম ঠিক কথা। ফারুকির মুভির ডেপ্ত খুজে পাওয়া মুস্কিল

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

মামুন রশিদ বলেছেন: রিভিউ ভালো হইছে ।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই.।আপ্নার অনুপ্রেরণাই আমার পথ চলার পাথেয়

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: যে যাই বলুক, ছবিটি কিন্তু সবাই দেখবে। অামিও।

ফারুকির কাছ থেকে অামি কিছু অাশা করি না, ঢং অার অাধুনিকতা ছাড়া !

রিভিউ ভাল হয়েছে।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

রনীল বলেছেন: চাঁছাছোলা ধরণের রিভিউ, তবে কথাগুলা মিথ্যা বলেননাই। ফারুকির স্টাইলটা ঠিকই এনালাইসিস করছেন। তাও ভালো যে কেউ একজন নিজস্ব একটা স্টাইল দাড় করে ফেলছে… মন্দ কি?

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

হাসান মুহিব বলেছেন: হম, তা ঠিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.