নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

"বিশ্বের কিছু নাম করা স্কলারশিপ এর নাম এবং দরখাস্ত করার সময়"

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

"বিশ্বের কিছু নাম করা স্কলারশিপ এর নাম এবং দরখাস্ত করার সময় আপনাদের সুবিধার্থে নিচে তুলে দিলামঃ


জাপান – মনবুকাগাকুশো
ইউনিভার্সিটি রেকোমেন্ডাশন দরখাস্তের সময়-প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারী। মনবুকাগাকুশো-এম্বাসী রেকোমেন্ডেসন দরখাস্তের সময়-প্রতি বছর মার্চ -মে।

দক্ষিণ কোরিয়া- কোরিয়ান গভঃ স্কলারশিপ
দরখাস্তের সময়ঃ প্রতি বছর সেপ্টেম্বর

চীন – চাইনিজ গভঃ স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর

The World Academy of Sciences
দরখাস্তের সময়- প্রতি বছর আগস্ট

ইঊ কে – কমনওয়েলথ স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

জার্মানি- DAAD স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর।

বেলজিয়াম-VLIR-OUS স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী

নেদারল্যান্ডস- NFP স্কলারশিপ, Nuffic স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

ইউরোপিয়ান কান্ট্রি- ERASMUS MUNDUS স্কলারশিপ
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

সুইডেন- Swidish Institute Study Scholarship
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী।

নরওয়ে- Qouta scholarship
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ।

অস্ট্রেলিয়া-IPRS
দরখাস্তের সময়- প্রতি বছর দুইবার – জুন-জুলাই এবং অগাস্ট-সেপ্টেম্বর ।

Endevour
দরখাস্তের সময়- প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ।

কানাডা
প্রতি টি বিশ্ববিদ্যালয় এর নিজস্ব কিছু স্কলারশিপ আছে। বিশ্ববিদ্যালয় এর ওয়েব সাইটে গিয়ে দরখাস্ত এর নিয়ম জেনে দরখাস্ত করতে হবে। সময় ও দেওয়া আছে।

USA- Fulbright scholarship
দরখাস্তের সময়- প্রতি বছর মে-অক্টোবর।"
from

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগ্রহীদের জন্য ভাল তথ্য। সাথে কিছু লিংক দিলে পূর্নতা পেত মনে হয়।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ । পরের পর্বে দেয়া হবে

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: লিংক ছাড়া্‌ এসব পোস্টের কোন দাম নেই।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

হাসান মুহিব বলেছেন: গুগল এর দুনিয়ায় এত লিংক এর দরকার কি ।।। শুধু গুগল করেন , উত্তর পেয়ে যাবেন । ধন্যবাদ

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

সফদার মামা বলেছেন: ইহার মধ্যে মনবুশো আর কমনওয়েলথের পুটু মেরে ছেড়ে দিয়েছে পলিটিকালি যোগ্য একাডেমিকালি অযোগ্য টিচাররা।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬

খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: ধন্যবাদ!

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

৫| ২০ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪০

durer pahar বলেছেন: গুগল এর দুনিয়ায় এত লিংক এর দরকার কি ।।। শুধু গুগল করেন , উত্তর পেয়ে যাবেন ।.......

৬| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.