নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

MAANHAC

MAANHAC › বিস্তারিত পোস্টঃ

সবার জন্য ভালোবাসা

০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৬


সবার জন্য ভালোবাসা

এক মুঠো খাবার দিলে তারা ভাবে তুমি ঈশ্বর,
একটুখানি আদরে তারা হয় তোমার বিশ্বস্ত চিরবন্ধু।
তোমার এক মুঠো ভাতে তাদের হৃদয়ে যেন উৎসব হয়,
তোমার ছুঁয়ে দেওয়া স্নেহ তাদের হৃদয় করে জয়।

কুকুর বা বিড়াল, অথবা অন্য যেকোনো প্রাণী
তাদেরও আবেগ অনুভূতি আছে,
হৃদয় আছে ক্ষুধা আছে যন্ত্রণা আছে
সবচেয়ে বড় কথা তাদেরও আছে বেঁচে থাকার অধিকার

ভুলে যেওনা তারাও তোমার স্রষ্টারই সৃষ্টি
স্রষ্টার জন্যে হলেও দিও তাদের একটু আশ্রয়
আদর ভালোবাসা দাও , আঘাত, অবহেলা, কষ্ট নয়।

একটা আটকে পড়া পাখিকে মুক্ত করে দিলে,
তুমি শুধু তাকে একটি ডানাই ফিরিয়ে দাও না,
তুমি তাকে ফিরিয়ে দাও পুরো আকাশটা।

প্রতিটি জীবন—ছোট হোক, বড় হোক—
একটি অস্তিত্বের গান,
তোমার ভালবাসায় তারা পায় শান্তির নিশান।

এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়,
এই পৃথিবী সকল প্রাণের, সকল প্রাণীর,
বেঁচে থাক ভালো থাক সকল প্রাণ।

তাই হাত বাড়াও, তাদের পাশে দাঁড়াও,
ভালোবাসা হোক তোমার শ্রেষ্ঠ অভ্যাস।
কারণ মানুষ হওয়া ভাগ্য, আর মানবিক হওয়া—
তোমার একটি অনন্ত মহত্ত্বের প্রকাশ।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ১০:৩৬

লোকমানুষ বলেছেন: মানুষেরা হয়ে উঠুক আরও মানবিক। নামে নয় বরং তাদের কাজেই প্রকাশিত হোক তাদের মানুষ হওয়ার প্রমাণ।

৩| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.