নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

[হাতির ঝিল হাতির ঝিলই থাক্

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪

:((



সমসাময়িক কালে রাজধানী ঢাকা শহরের আরাম এবং আকর্ষণ হাতিরঝিল । অনেকটা সুবিধা করে দিয়েছে শহরবাসীর চলাচলের জন্য । রাত্রে এর দৃষ্টিনন্দন রূপ দেখে মুগ্ধ হতে হয় ।

গতরাতে এটার ওপর দিয়ে যাবার সময় আমার ছেলে মেয়ে দেখেছে মাঝে মাঝে সুপেয় পানির ব্যবস্থা ; ওরা অবশ্য চিন্তিত ছিল প্রথমে যে কে বা কারা এসব ভরে রাখে । নিজেরাই কি একটা সমাধান বের করে রেখেছে ।

যে সমস্যা এখন ছোট এবং এড়িয়ে যাচ্ছে আমাদের চোখ তা হল পলিথিন এবং চিপস্ প‌্যাকেট । গত রাতে হাতিরঝিলে জট ছিল বেশী , সেই জটের মধ্যে আস্তে গাড়ী চলার জন্য প্রকট ভাবে চোখে পড়ল পলিথিন এবং চিপস্ প্যাকেট যা নোংরা করছিল পরিবেশ এবং পানিতে ফেলা হলে তার পরিনতি আমাদের সবার বোধগম্য । কিছু রাবিশ বিন , সহজ করে কিছু ঝুড়ি যদি মাঝে মাঝে রাখা যেত আটকে এসব ফেলবার জন্য ভাল হোত মনে হল । ইদানিং মানুষ সচেতন হচ্ছে এবং হয়তো খেয়াল করে ব্যবহার করবে ওগুলো । এত সুন্দর একটা প্রক্ল্প , সবার আগ্রহে সবার যত্নে অনেকদিন কার্যকরী থাক ।

হাতিরঝিল যেন পলিথিন বা থিনঝিল হয়ে যায় না; হৃষ্টপুষ্ট হাতির পরিবর্তে দুর্দশাগ্রস্থ থিনঝিল কিছুতে মেনে নেয়া যায় না ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৪

ঢাকাবাসী বলেছেন: অলরেডি পানি ময়লা কাদা হয়ে গেছে, পৃথিবীর সবচাইতে অসভ্য জাতি ওখানে পানির বোতল রাজ্যের খালি প‌্যাকেট ফেলে ওটাকে একটা ভাগাড় বানিয়ে ফেলেছে। কিসসু হবেনা এদেশের!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

মেহবুবা বলেছেন: কেন এত হতাশ হচ্ছেন ? এদেশের কিচ্ছু হবে না কে বলেছে ? একদিন হবে
কোন একদিন এই দেশটায় হাজার আলো
অনেক দূর ভাসিয়ে নেবে
অবাক পৃথিবী এগিয়ে যাবে
এই দেশটার সাথে সাথে
হয়তো থাকবো অনেক দূর
হয়তো অনেক পরে ঘটে যাবে
অঘটন, প্রত্যাশার পার হতে চেয়ে আছি
থাকবো , সেই শেষ কথা ।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

আমিনুর রহমান বলেছেন:



আমার মনে আছে প্রজাপতি গুহা নিয়ে আমি পোষ্ট দেই তখন অনেকেই বলেছিল বড় জোর ২ মাস ভালো থাকবে এরপর যেই কে সেই হয়ে যাবে। কিন্তু আজকে প্রায় ২ বছর হতে চললে প্রজাপতি গুহার সৌন্দর্য আরো বেড়েছে। তার কারন একটা বেসরকারী প্রতিষ্ঠান এটা তদারকি করছে। আমার মনে হয় হাতির ঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটা বেসরকারী প্রতিষ্ঠানকে দিয়ে দেয়া। তাতে ভালো থাকবে।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০১

মেহবুবা বলেছেন: ভাল বলেছেন । আমরা সরকারী জিনিস বা বিষয়কে নিজের মনে করে নষ্ট করি , ধ্বংস করি । নিজের জিনিসের মত করে যত্ন করি না ।
এটা বেসরকারী ব্যবস্থাপনায় দিয়েও যদি ভাল রাখা যায় তাই করা হোক ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: জায়গাটায় যাওয়া হলো না এখনও।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬

মেহবুবা বলেছেন: আমাদের যেতে হয়েছে প্রয়োজনে , রাস্তার বিড়ম্বনা কম ভোগ করবার জন্য ; তবে সে অভিজ্ঞতা খারাপ না ।
আপনিও যাবেন, তবে বেড়াতে গেলে রাত ভাল , আলোকসজ্জা দেখবার মত ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

রিমঝিম বর্ষা বলেছেন:

আমি একবার রাতে জাস্ট একটা চক্কর দিয়েছিলাম। ভালোভাবে ঘোরা হয়নি এখনও। প্রজাপতি গুহার কথাতো ভুলেই গিয়েছিলাম। আপুর এখানে এসে আমিনুর রহমান সাহেবের কথায় মনে পড়লো। যেতে হবে.....

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

মেহবুবা বলেছেন: প্রজাপতি গুহা আর রিমঝিম বর্ষা ?
যতদিন না যাবে ততদিন প্রজাপতিদের সুখ !

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

আমাবর্ষার চাঁদ বলেছেন: পুরানা অভ্যাস বদলাতে সময় লাগবে............. তবে পরিবর্তন অবশ্যই হবে.....

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

মেহবুবা বলেছেন: সে আশাতে থাকি ।
আমরা পরিবর্তিত হব এবং সেটা 'আমি' থেকে শুরু হোক ।

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এখন তো খুবই বাজে অবস্থা।
গন্ধে হাটাই যায় না।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

মেহবুবা বলেছেন: রাজউক, সিটি কর্পোরেশন এরা উদ্যোগ নিলে আর সমস্যা থাকবে না, হাটা যাবে বসেও থাকা যাবে ।

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

অচিন্ত্য বলেছেন: ইয়েস। এটা দরকার। আর হ্যাঁ, এই ছবিতে যে দৃশ্যটি আপনি ধরেছেন তা আমার প্রিয় একটি গেম 'প্রজেক্ট আইজিএই ২' এর একটি দৃশ্যের মত। সেখানে এই পানিতে সাঁতারও কাটা যায়।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮

মেহবুবা বলেছেন: এখানেও সাতার কাটে কিছু মাছ
কিছু পোকা
কটু গন্ধ
সৌন্দর্য্য এবং ধোকা ।
আশা লতা ধরে ভেসে বেড়ায়
এই পানি ঘোলা করে
হেসে খেলে চলে যায় ;

এটাকে গেম ভাবলে ভাবতে পারেন , আমরা তো এক একটা চরিত্র "ঢাকা গেম" এর ।

৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

সায়েম মুন বলেছেন: আলাদা সময় করে ঘুরা হয়নি। তবে এর পাশ দিয়ে প্রায় দিন যেতে হয়। ঝিলের কাছাকাছি এলে চোখ বন্ধ করে বলে দেয়া যেতে পারে কোথায় এসেছেন। পানির তীব্র উৎকট গন্ধে এর ধারে কাছে যাওয়া কষ্টকর। প্রথম প্রথম কিছুদিন পরিস্কার থাকলেও এখন যে লাউ সেই কদু।
পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপার আপনার কথার সাথে সহমত।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০

মেহবুবা বলেছেন: আমরা অতি সহনশীল জাতি । যে জাতা কলে ফেলা হোক ঠিক টিকে যাই । গন্ধের আর কি ক্ষমতা আমাদের সচেতনতায় আঘাত হানবে ।
তবু আশাবাদী ।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

জুন বলেছেন: আমাকে প্রায় ওটার উপর দিয়ে যাতায়াত করতে হয় মেহবুবা। শুরু থেকেই এখন পর্যন্ত পরিবর্তন লক্ষ্যনীয়। লেখা আছে ঘাসের উপর বসবেন না। কিন্ত লোকজন ঘাসের উপর বসা। ঝালমুড়ি আর চিপ্সের কাগজে সয়লাব চারিদিক।
মনে আছে চীনের তিয়েন আন মেন স্কয়ারে ঘাসের উপর বসেছিলাম সন্ধ্যায়। সাথে সাথে পানি ছেড়ে দিল আমরা উঠে দৌড়।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৪

মেহবুবা বলেছেন: আমাদের অনেক অভাব আছে , সেটা নিয়ে অভিযোগের অন্ত নেই ।
মাঝে মাঝে মনে হয় সবচেয়ে বেশী যেটার অভাব তা হোল "কমন সেন্স" , সাধারন জ্ঞান ।

আর তুমি কি করে ভাবলে চীনের মত পানি ছেড়ে দিলে এখানে দৌড়ে পালানো হবে ? উল্টোটাও তো ঘটতে পারে ।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

বশর সিদ্দিকী বলেছেন: কন্ট্রোলটা আর্মির উপর ছেরে দিলে ঠিক হয়ে যাবে।প্রথম কিছুদিন আর্মির কাছে ছিল একটা উল্টাপাল্টা জিনিষ চোখে পরে নাই। যেই পুলিশ এর কাছে গেছে সেই থেকে শুরু হইছে আইন অমান্য করা। সে দিন আমার এক পরিচিত বলল সেখানে নাকি দেদারছে পুলিশ এর সার্বিক তত্তাবধানে মাদক বিক্রি হচ্ছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মেহবুবা বলেছেন: আর্মির নিয়ন্ত্রনে আর কত কি ? নিজেদের সংশোধনে চিরস্থায়ি বন্দোবস্ত হয় ।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

ঘাসফুল বলেছেন: আমাদের বাসা থেকে ১০০/১৫০ গজ দূরেই হাতিরঝিল /:) ...
হাতির ঝিল হাতির ঝিলই থাক :)

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মেহবুবা বলেছেন: ঘাসফুলের বেশ আনন্দ , হাতিরঝিল এত কাছে ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

ইখতামিন বলেছেন:
প্রথম দিকে ডাস্টবিন ছিলোনা। পরে একদিন গিয়ে দেখি ডাস্টবিন ঠিকই দেওয়া আছে। তবুও চিপসের প্যাকেট রাস্তায়। এখনকার অবস্থা জানিনা।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

সুরঞ্জনা বলেছেন: এটা এখনো দেখা হয়নি। হয়তো যখন দেখবো তখন এটা পলিথিন ঝিল হয়ে যাবে। সত্যি আমাদের কমনসেন্সের বড়ই অভাব।

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

মেহবুবা বলেছেন: কমনসেন্সের অভাব নয় শুধু ননসেন্সের বাহুল্য নিয়ে উচাটন মন ।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

তারার হাসি বলেছেন: হাতির ঝিলের উপর দিয়ে গন্তব্যে গিয়েছি, খুব ভাল লেগেছে। এই শহরে থাকি না বলেই সেভাবে দেখা হয় নাই।

হাতির ঝিলে বইতে থাকুক স্বস্তির হাওয়া। মিলন স্থলে পরিণিত হোক সবার।
-----------

অনেক অনেক শুভেচ্ছা। :)

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২

মেহবুবা বলেছেন: তোমাকে আর তোমাদের সবাইকে খুব করে মনে থাকে যদিও আসতে পারি না এখানে ।
কেমন আছো তুমি ?

১৫| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

অপ্‌সরা বলেছেন: কোথায় হারিয়ে গেলে আপু?

১৬| ২০ শে মে, ২০১৫ রাত ২:৫৭

চাঙ্কু বলেছেন: নক !! নক !!

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১১

শেরজা তপন বলেছেন: দুর্দান্ত প্রাকৃতিক নৈসর্গিক এই দেশটা আজ শ্রীহীনতায় কাতর মলিন। অল্প কিছু ভাল মানুষ তাদের মেধা মনন দিয়ে এই শ্রীহীন রূপে একটু রুজ-লিপিস্টিক লাগিয়ে একটু রূপ বর্ধন করতে চাইলে, আমরা সবাই একযোগে হামলে পড়ি-যেন আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাকে আবার রূপ-হীন করার।
কি দুর্ভাগা এই দেশটা!!!

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

গোর্কি বলেছেন:
সচেতনমূলক ভাল লেখা। ভাল থাকবেন।

১৯| ২৪ শে মে, ২০২০ রাত ১২:০০

শায়মা বলেছেন: তুমি কি আর কখনও লিখবেই না আপুনি???

২৪ শে মে, ২০২০ রাত ১২:০৩

মেহবুবা বলেছেন: লিখবো ভাবছি তবে সময় বের করতে পারছি না।

২০| ২৪ শে মে, ২০২০ রাত ১২:১২

শায়মা বলেছেন: এখনই সময়!

নইলে সময় কখনও আর আসে না....

তুমি কি ঢাকাতেই থাকো?

নিশ্চয় জব করো.....

এখন তো লকডাউন তায় ঈদের ছুটি......

এইবার তুমি ঈদসংখ্যা পোস্ট দাও.....

২১| ২৭ শে মে, ২০২০ রাত ১০:৩৬

মেহবুবা বলেছেন: সময় কেবল পালিয়ে যায় ।কত কি মনে হয় লিখব, হয় না।

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার শংকাটাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়েছে! হাতিরঝিল তার প্রথম দিনগুলোর সৌন্দর্য হারিয়ে ফেলেছে।

০৮ ই মে, ২০২২ রাত ৮:২৪

মেহবুবা বলেছেন: ব্যস্ততার অজুহাতে কত কি আড়ালে রয়ে যায়।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.