নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

মেম সাহেব লিখে যিনি অনেকের কাছে পরিচিত, চলে গেলেন সেই নিমাই ভট্টাচার্য ।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৭


Click This Link
(আমার প্রিয় এক পোষ্টে তাঁকে খুঁজে পাওয়া)

১৯৩১ সনের ১০ই এপ্রিল বর্তমান বাংলাদেশের মাগুরা জেলার শালিখায় জন্ম গ্রহন করেছিলেন নিমাই ভট্টাচার্য । মেম সাহেব , মৌ, পিয়াসী, রাঙা বৌদি এবং আরো অনেক জনপ্রিয় উপন্যাস এবং গল্পের জনক ছিলেন তিনি ।
আমার যেই পোষ্ট এখানে উল্লেখ করেছি সেটা ওনার সৃষ্টি "সদর ঘাট" থেকে নেয়া ।
১৯৪৭ সনে ভারতে চলে যান ; লেখালেখি ছাড়া সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন।
বিগত ২৫শে জুন ২০২০ বার্ধক্যজনিত কারনে পরলোকগমন করেছেন নিমাই ভট্টাচার্য ।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখেছি সংবাদটি আগেই

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

মেহবুবা বলেছেন: বেশ কদিন হয়ে গেল, নয় দিন।

২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০০

সোহানাজোহা বলেছেন: “মেম সাহেব” কালজয়ী উপন্যাস।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৬

মেহবুবা বলেছেন: ঠিকই বলেছেন।
আমার কাছে ওনার অন্য অনেক লেখা বেশী ভাল লাগে।
যেটির লিঙ্ক দিয়েছি সময় পেলে দেখবেন।

৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: বিনম্র শ্রদ্ধা। ‘‘মেম মাহে” বহুল পঠিত উপন্যাস।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৮

মেহবুবা বলেছেন: মেম সাহেব পড়েনি এমন মানুষ এক সময়ে খুঁজে পাওয়া যেত না !

৪| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেমসাহেব-এর উপর নির্মিত ছবিটা দেখেছি, উত্তম-অপর্ণা সেন। ভালো লেগেছে। উপন্যাসের মাঝামাঝি পর্যন্ত পড়েছি। তাঁর গল্প বা চিত্রনাট্য অবলম্বনে নির্মিত ছায়াছবি 'সাগরিকা'সহ আরো বেশ কয়েকটি কালজয়ী সিনেমা দেখেছি। তার কোনো উপন্যাস পড়া হয় নি। ভবিষ্যতে পড়বো সময় পেলে। তিনি জনপ্রিয় সাহিত্যিক ছিলেন। তার মৃত্যুতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫০

মেহবুবা বলেছেন: কত কত গল্প উপন্যাস পড়েছি আবার ভুলেও গেছি ! এখন কেবল সময়ের টানাটানি ।

৫| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: ২০১০র পরে সহেলীর আর কোনো খবর নেই। :(

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫২

মেহবুবা বলেছেন: যেভাবে বললেন মনে হোল পুরোন কেউ, পরে দেখছি নতুন !
১০ বছর লম্বা সময়, আর ফেরে কিনা !!

৬| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: পশ্চিম বঙ্গের বহু প্রতিভাশালী বাঙ্গালীর গোরা খুজতে গেলে দেখা যাচ্ছে সেটা বর্তমানের বাংলাদেশে। আমারা মনে হয় গুনির কদর করতে জানি না। রবীন্দ্রনাথের পূর্বপুরুষও কি বাংলাদেশের নাকি?

০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৫

মেহবুবা বলেছেন: ঠিকই ধরেছেন, অনেকের শেকড় পূর্ববঙ্গে !
রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের শেকড় এ দেশেই ; পিঠাভোগ গ্রাম রুপসা উপজেলা খুলনায় ।

৭| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:২২

শায়মা বলেছেন: শ্রদ্ধা উনার জন্য......

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২০

মেহবুবা বলেছেন: ভাল থেকো শায়মা ।

৮| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিমাই ভট্টাচার্য সম্ভবত কয়েক বছর আগে বাংলাদেশে এসেছিলেন।

রবীন্দ্রনাথের পূর্বপুরুষের তথ্যের ব্যাপারে আপনি কি নিশ্চিত হয়ে বলছেন? ওনার মায়ের দিক থেকে সম্ভবত।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১৯

মেহবুবা বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষেরা পীরালি বংশের ছিল (কুশারী)যেটা ঘটেছিল বর্তমান বাগেরহাট এবং পূর্ববর্তী খলিফাতাবাদ অঞ্চল এ।ওনার মায়ের পূর্ব পুরুষেরা ঠিক কোথাকার জানি না তবে তদানীন্তন বৃহত্তর যশোরে ছিল জানি।রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনার দক্ষিণ ডিহি তে ।

৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: মেম সাহেব পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখন অবশ্য চ্যাড়া বয়স। মাত্র কলেজে পড়ি।
এখন আরেকবার পড়বো। দেখি সেই আগের মতো মুগ্ধ হই কিনা।

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৩

মেহবুবা বলেছেন: পোষ্টে একটা লিঙ্ক আছে সেটা দেখলে ওনার লেখা "সদরঘাট" পড়া হয়ে যাবে ।

১০| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: সব পড়ছি । এইটা কেমনে বাদ গেল

০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫৯

মেহবুবা বলেছেন: কত কিছুই তো বাদ পড়ে যায় !

১১| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৩

পদ্মপুকুর বলেছেন: লেখা আনার জন্য গা গরমের ম্যাচ চলছে না কি নিউজটিউজ দিয়ে? :-P

১২| ০৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৩

মেহবুবা বলেছেন:
প্রিয় একজন লেখকের তিরোধান সংবাদ, সাথে কষ্ট করে লিঙ্ক দিলাম সে সবে অমর্যাদা???
@পদ্মপুকুর !

১৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:৫২

তোমার জন্য শুধু বলেছেন: বহু আগে "মেমসাহেব' পড়েছিলাম। .. বেশ মুগ্ধ হয়েই পড়েছিলাম সেসময়ে ..। অনেকদিন পর মনে করিয়ে দিলেন। ..

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৭

মেহবুবা বলেছেন: ধন্যবাদ এখানে আসবার জন্য ।
মেমসাহেব পড়েনি এক সময় এমন লোক কম ছিল, কোনভাবে এই বই অনেক পাঠকের বই হয়ে গিয়েছিল!
এর চেয়ে আরো ভাল লেখাও মনে হয় এত পাঠক পায়নি।
বয়স পরিবেশ অনেক কিছু এখানে বিষয় ।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৪

নীল-দর্পণ বলেছেন: মেম সাহেব পড়ে কী যে কষ্ট লেগেছিল শেষটায়। প্রচন্ড রকম অতৃপ্তি ছিল অনেকটা সময়। মনে হচ্ছিল কেন মেম সাহেবের সাথে এমন হল!

২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৩

মেহবুবা বলেছেন: এটা তো অনেকের অনুভব।
এমন অনেক উপন্যাস আছে কখন যেন সার্বজনীন হয়ে গেছে এবং মাথার ভেতর রয়ে গেছে।

১৫| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১২

শায়মা বলেছেন: আপু আমি ভালো আছি।

তুমিকেমন আছো???

২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

মেহবুবা বলেছেন: আমি ভাল আছি আলহামদুলিল্লাহ্ ।
ব্যস্ততা ভীষন।

ভাল থেকো আলো ঝলমল করা মেয়ে!

১৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২১

মোড়ল সাহেব বলেছেন: এই বইটি কয়েকবার হাতে নিয়েও পড়া হয়নি। অচিরেই শেষ করবো বলে আশাবাদী। লেখকের জন্য শ্রদ্ধাঞ্জলি রইলো

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭

মেহবুবা বলেছেন: বেশী পৃষ্টার বই নয় এটি, পড়ে ফেলবেন।
ধন্যবাদ আপনাকে।
সুস্থ, সুন্দর, সম্ভাবনাময় আগামীর প্রত্যাশা রইল আপনার জন্য ।

১৭| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: কিশোর বয়সে 'মেমসাহেব' পড়ে বিমোহিত হয়েছিলাম, বুকে চিনচিনে একটু ব্যথাও অনুভব করেছিলাম।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২৬

মেহবুবা বলেছেন: কেমন করে যেন এই উপন্যাস অনেকের মন কেড়েছে!ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.