![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কৃতজ্ঞতাবোধ থাকতে হবে এবং সেটা জানাতে হবে, শুধু তাই নয়; যত তাড়াতাড়ি সম্ভব কৃতজ্ঞতা জানাতে হবে এমন শিক্ষা পেয়েছি আব্বা আম্মার কাছ থেকে। সকল সময় যে সে সব মেনে চলি সেটা বলা ভুল হবে, তবে মনে থাকে।
সবচেয়ে বেশী এবং বিশাল অসীম কৃতজ্ঞতা আল্লাহর কাছে; তাঁর অপার অনুগ্রহে কত কি পেয়ে গেলাম!
জীবনের পথে চলতে চলতে কত কত জন তাঁদের ভালবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, আকুলতা নিয়ে এ জীবন ধন্য করেছে! কেউ প্রত্যক্ষভাবে আবার কেউ পরোক্ষ ভাবে!
ক'দিন ধরে ভাবছি সামহয়্যারইন ব্লগের ভূমিকা নিয়ে লিখবো, ধন্যবাদ জানাবো এই প্লাটফর্মকে --সংক্ষেপে সাইনকে। ভেবেছি অনেকবার, তারপর ঐ ভাঙ্গা রেকর্ডের বয়ান "ব্যস্ততা " ! আসল কথায় আসি !
লেখালেখির হাত ভালো ছিল দূর্জনেরা বলেছে এবং এক সময় এখানে এসে পড়তে শুরু করে হাত নিশপিশ করছিল , তাই লিখেই ফেললাম যা জানা ছিল অথবা মনে ছিল অথবা কল্পনায়। এক সময় নিজের প্রয়োজনে পিসির সামনে দীর্ঘ সময় থাকতে হোত; কাজের চাপে মাথা যখনই ভোঁতা মনে হত অসাড় বোধ হোত সাইনে ঘোরাঘুরি করে হালকা লাগতো।
যুগের বেশী সময় ধরে এই এখানে আছি কত জনের মাঝে একজন হয়ে; অনেককে পেয়েছি অচেনা অদেখা অথচ কতই না আপন! রোগ,শোক, ব্যথা, বেদনা ভুলতে এখানে এসে নিজেকে সাবলীল করতে পেরেছি কতবার ! ফিরে পেয়েছি নিজেকে ! এ এক ছন্দে ফেরার ঘোর ! এখানে ফুলের আসর।
ফুলের মেলা যেখানে সেখানে কিছু কাঁটা থাকবে, কিছু কীট পতঙ্গ! সেটা এই জগৎ সংসারের নিয়মে, তাই ওসবে কিছু যায় আসে না। আমার অভ্যাস কেবল ভালো কে মনে রাখা, আলোকে ধরে রাখা।
কতজন না চেনা অথচ মায়াময়, তাঁদের আমি অনুভব করতে পারি; অনেকদিন হোল দেখিনা ব্লগে তবুও মনে হয় পাশেই আছে খুব কাছে।
নিজের ব্যস্ততায় সা.ইন থেকে দূরে থাকতে হয়, চাইলেও পারি না সময় বের করতে। তবে স্বার্থপর আমি ঠিক সময়ে হাজির।
নিকট অতীতের কথা বলি। পরিবারে কিছু অসুস্থতা নিয়ে সময় পার করতে গিয়ে নিজের ডেঙ্গু এবং করোনা আক্রান্ত হয়ে জুন জুলাই এ কঠিন পরিস্থিতি! কেবল এসব নয়, post COVID syndrome ও বাদ যায়নি; যারা ভালবাসে তাঁরা দুঃখ পেলো। আমি পেলাম অবসর, অখণ্ড অবসর ! বরাবরের মত আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা অন্যদের উদ্বিগ্ন করলেও আমার অলস সময় পার করা বিরক্তিকর লাগছিল; অসুস্থতার কথা যথাসম্ভব গোপন করে নীরবতা পালন করা ব্রত হলো আমার।
ঠিক সেই সময়ে স্মার্ট ফোন হাতে নিয়ে সা.ইনে বিচরন। দূর্বলতার জন্য এক একবার হাত ছাড়া করেছি, আবার শুরু। জুলাই মাসে দুটো পোষ্ট সা.ইনে প্রকাশ পেলো অথচ তখন আমাকে হাসপাতালে ভর্তি হবার জন্য জোর তাগিদ দেয়া হচ্ছিল ! যাইনি হাসপাতালে, বাসাটাকে হাসপাতাল বানিয়ে ফেললাম ! এক সময় অনেকটা সুস্থ হয়ে গেলাম আল্লাহর অশেষ কৃপায়।
ঔষধ দৃশ্যমান যা ছিল নিয়ম মেনে খেয়েছি, পেয়েছি। অদৃশ্য ঔষধ ছিল মানুষের ভালবাসা এবং সা. ইনে অগাধ বিচরণ; আগের মত জমজমাট পরিবেশ এখন এখানে হয়তো নেই, নেই অনেকেই আগের মত। তারপরেও অসুস্থ সময়ে আমার অফুরন্ত অবসরে পাশে ছিল সামহয়্যারইন ব্লগ। এই প্লাটফর্ম দাঁড় করাতে এবং এটিকে চালিয়ে নিয়ে যেতে যাঁরা কাজ করেছে এবং করছে তাঁদের কৃতজ্ঞতা জানাই।
এই প্লাটফর্ম মুখরিত যে সব ব্লগারদের জন্য, যাঁরা ছিল এবং আছে বলেই এটি সচল এবং সার্থক তাঁদের অনেক ধন্যবাদ।
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই"!
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৯
মেহবুবা বলেছেন: আমি সৌভাগ্যবান বটে! কৃতজ্ঞতাবোধ না থাকা অস্বাভাবিক।
২| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
সবার উপর মানুষ সত্য হলে, আল্লাহের কি হবে?
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৩
মেহবুবা বলেছেন: আল্লাহ সব কিছুর মালিক। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সেরা জীব।
৩| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৯
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা প্রিয় বোন।
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৬
মেহবুবা বলেছেন: দোয়া করবেন। ভালো থাকবেন।
৪| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪৩
*কালজয়ী* বলেছেন: আমেরিকান সঙ্গীতশিল্পী, গীতিকার ও লেখিকা মিস লোরিন নোয়েল্লে হিল একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, “আমাদের কর্মকাণ্ড আমাদের কৃতজ্ঞতার ফলাফলের ভিত্তিতে হওয়া উচিৎ যা মহান সৃষ্টিকর্তা (ঈশ্বর/আল্লাহ্) আমাদের উপর অনুগ্রহ করেছেন।
সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন। শুভকামনা। ভালো থাকবেন।
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫১
মেহবুবা বলেছেন: মিস লোরিন অনেকটা ঠিক বলেছেন। আল্লাহ তা'য়ালা কৃতজ্ঞতা জানানো পছন্দ করে।
৫| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৪
শায়মা বলেছেন: তুমি সব সময় এই ব্লগের এক দ্যুতিময় মানবী আপুনি!!!!!!
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৭
মেহবুবা বলেছেন: তোমার দেখার গুনে এমনটি মনে হয় আমাকে।৷
তখন কী ভীষন অসুস্থতায় ছিলাম, কঠিন সময় গেছে।
৬| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৪
সোহানী বলেছেন: আশা করি এখস সুস্থ আছো।
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৩
মেহবুবা বলেছেন: Dengue, COVID-19, post COVID syndrome -- এত সব পার করে ভালো হয়ে গিয়েছিলাম। গত রাত থেকে running nose, low grade fever আমাকে নিয়ে তামাশা করছে। দোয়া করো।
৭| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০১
শায়মা বলেছেন: আমার কি মনে হয় জানো????
হাজারি কঠিন সময়েও তুমি ঠিকই শান্ত নদীর মত থাকতে পারো।
১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৪
মেহবুবা বলেছেন: হাসি পাচ্ছে আমার!
৩/৪ দিন আগে অফিসে আমি এবং এক আপা মিলে আমাদের সিনিয়র কে বলছিলাম ওনার মেধা এবং ধৈয্যের কথা; প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ অনেক কাজ ওই ভাই একসাথে করেন হাসিমুখে তাই। ঠিক তখুনি মিটিং এ বসা আরেক আপা আমাকে বললেন, "তুমিও তো কেমন কুল, কম না তুমি"!
নিজের কাছে কিছু ধরা পড়ে না, তবে যে কোন পরিস্থিতিতে শান্ত থাকতে পারলে ভাল।
৮| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: গ্রেট পোষ্ট।
১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৬
মেহবুবা বলেছেন: এখানে অনেক গ্রেট এর মধ্যে আছি বলে এমনটি মনে হচ্ছে তোমার।
৯| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০৯
নেওয়াজ আলি বলেছেন: আপনার জন্য শুভ কামনা
১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩
মেহবুবা বলেছেন: শুভ কামনা আপনার জন্য।
১০| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৯
শেরজা তপন বলেছেন: বরাবরই আপনার লেখা আমাকে মুগ্ধ করে- তবে ওই সময়ের অভাবে সব লেখা পড়া সম্ভব হয় না।
আপনার মত নিষ্ঠাবান ব্লগারর ব্লগে সার্বক্ষনিক( দিনে -রাতে একবার অন্তত) উপস্থিতি একান্ত কাম্য।
ভাল থাকুন -সুস্থ্য থাকুন
১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৪
মেহবুবা বলেছেন: উৎসাহিত হই,অনুপ্রেরণা পাই। তারপরও জীবনের ঘূর্ণি পথে চলতে গিয়ে তাল সামলাতে গিয়ে অনেক যোগ বিয়োগ।
এখানে নানা উপাচারে কত্ত বৈচিত্র! আসি নিজ প্রয়োজনে হাল্কা হতে,আসতেই হয়।
ভাল থাকবেন।
১১| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০০
নতুন নকিব বলেছেন:
শুভকামনা আপনার জন্য।
১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৫
মেহবুবা বলেছেন: আপনার জন্য শুভকামনা।
১২| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০১
জুন বলেছেন: আমিও প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সামুকে সব সময় ধন্যবাদ জানাই। জানাই আমাদের মনের একটা জানালা বানিয়ে দেয়ার জন্য।
আপনার লেখাটি ভালো লাগলো অনেক।
+
১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৮
মেহবুবা বলেছেন: আপনি ঠিক ই ধরেছেন এবং বলেছেন। সাইন কে ধন্যবাদ দিতেই হয়।
আপনাকে দেখলেই আমার পাখিদের কথা মনে পড়ে।
১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪
মেহবুবা বলেছেন: নিচে দেখে নেবেন একজনকে ছবি দিয়েছি।
তার মত করে ঘাড় কাত করে দেখতে হবে!
১৩| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: আমি এবার বলি সামু থেকে আমি যত কিছু শিখেছি তার তালিকা দিলে একটা পোস্ট হয়ে যাবে বড় সড়।
১ম ছিলো বাহ! লিখতে পারা! প্রকাশ করতে পারা আর তারপর ভালো ভালো রাইটারদের লেখা দেখে ভাবতে বসা কাজেই ভাবতে শেখার জন্য সামু প্রথম শিক্ষক।
২য় নিজে টপিক বের করতে শেখা। অং বং যাই হোক। শুরু তো অমনই হবে তাইনা? তাই নিজেই শিখলাম কি টপিকে লেখা যেতে পারে।
৩য় ছন্দ ছড়া। ছোটকালে কবিদেরকে ভাবতাম বাপরে কেমনে মিলায় কথার পিঠে কথা! এইখানে এসে প্রতিফলন, রফিকভাইয়া জেসন ভাইয়াদের সাথে প্রাকটিস করে করে আমি এক্কেবাড়ে ছন্দের পন্ডিৎ হয়ে গেছি।
৪ নং আর্টিকেল লিখতে শেখা
৫ নং গল্প কবিতা ছড়া বড়া যা খুশি তাই লিখতে লিখতে লেখক লেখক ভাবা নিজেকে।
৬নং কথার পিঠে কথা বলি তো কতই কিন্তু লেখার পিঠে লেখা মানে চটাপট টাইপিং আমার সাথে স্পিডে ক জনে পারবেন আমার সন্দেহ আছে।
৭ নং মিনমিনা পিনপিনা কান্নাকাটি স্বভাব যদিও এখনও আছে তবে ঠান্ডা মাথায় ডান্ডা মারতে শেখা আমি এখানেই শিখেছি।
উফ আরও কত বলবো???????
১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:২০
মেহবুবা বলেছেন: আপাততঃ ৭ টাই থাক।
অনেক শিক্ষিত হয়েছো বুঝতে পারছি!
তবে তোমাকে পেয়ে সা.ইন ধন্য। কতদিন ধরে কত কিছু দিয়ে চলেছো....
তোমার মত গুনী একজন আলো ঝলমল করে রেখেছো এ আঙিনা!
সুখী হও।
১৪| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট হিট হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৬
মেহবুবা বলেছেন: হিট কি করে হল? আমার কাছে হিট হবার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।
১৫| ১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২
মেহবুবা বলেছেন: ৷
এটা জুনের জন্য।
আমার বারান্দায় কদিন আগে অতিথি।
১৬| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: মেহবুবা,
কৃতজ্ঞতা সবাই জানাতে পারেনা! জানাতে হলে একটা মনের মতো মন চাই। আকাশের মতো বিশাল। আপনার সেটা আছে বলেই অসুস্থ্যতার মাঝেও আপনি সামুকে মনে রেখেছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্যে ব্যস্ততার মাঝেও এমন একটি লেখা লিখতে সময় দিয়েছেন!
ভালো থাকুন, সুস্থ্য থাকুন ...........
১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৮
মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অসুস্থতার মাঝে শুধু মনে রাখিনি লেখার কাজটিও করেছি।
ভাল থাকবেন।
১৭| ১৭ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৫৭
চাঙ্কু বলেছেন: আশা করছি এখন পুরোপুরি সুস্থ আছো, আপু! ব্লগের সেই উথাল-পাতাল দিনগুলো থেকে তোমাকে চিনি। একযুগ কত দ্রুত কেটে গেল। তোমার লেখাতো ভালো লাগেই, তবে তোমাকে মানুষ হিসাবে আরও বেশী ভালো লাগে!
তোমার আর শায়মার মত আমিও ব্লগ থেকে যা শিখেছি তা নিয়ে কয়েকটা পোষ্ট দিলেও শেষ হবে না।
ব্লগে সময় না দিতে পারলেও, সব সময় দোয়া করি পরিবার নিয়ে সুস্থ থাক, খুব ভালো থেকো।
ব্লগে এত থাকার জন্য তোমার প্রতিও একরাশ কৃতজ্ঞতা।
১৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
মেহবুবা বলেছেন: আল্লাহর অশেষ কৃপায় সেই সব অসুস্থতা দূরীভূত।
মানুষ হিসেবে কেমন সেটা কি এত সহজে বোঝা যায়? পৃথিবী নামক স্টেশনে আছি এখন, কতটুকু সময় পাবো জানিনা তাই যতটা পারা যায় অনন্ত জীবনে ভাল থাকবার জন্য যোগাড় করে নিতে চাই প্রয়োজনীয় উপকরন।
জানো আমার বেশী অসুস্থতার সময় মোবাইল বন্ধ করে রাখা এবং সবার৷ সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তখন সা.ইনে আসতাম, দুটো পোষ্ট দিয়েও ফেলি; ঘুরে ফিরে এখানেই আসতাম।
আগেও দেখেছি মন খারাপের সময় সা. ইন মন ভাল করে দিয়েছে।৷
ব্লগের অনেককে আমার মনে থাকে, তুমি তাদের মধ্যে একজন, হাসিখুশি, কারো মনে আঘাত দিয়ে কিছু লেখ না।
ব্লগ থেকে কিকি শিখেছো লিখে ফেল, রান্না যে শিখেছো মনে আছে তো? গুরু ছিলাম আমি, ছানাপোনা সহ মনে আছে তো?
ভাল থেকো সব দি।
১৮| ২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
Abida-আবিদা বলেছেন: জ্ঞানী মানুষেরা কৃতজ্ঞতা জানাতে ভালবাসে। ভালো লিখেছ, আপু।
১৯| ২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১১
মেহবুবা বলেছেন: কৃতজ্ঞতা সবাই জানাতে পারে; মনটা তৈরী থাকলেই হল।
২০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
রোবোট বলেছেন: ভালো আছেন আশা করি।
০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
মেহবুবা বলেছেন: শুকরিয়া, আল্লাহ অনেক ভাল রেখেছে।৷
ভাল থাকবেন।
২১| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: আশাকরি ভালো আছো মেহবুবা। অনেকদিন পর ব্লগবাড়িতে আসলাম। তোমাকে মনে পড়ে।
ভালোবাসা নিও।
০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৬
মেহবুবা বলেছেন: আল্লাহর কাছে অশেষ শুকরিয়া ভাল আছি; এই ভাল থাকা পূর্নতা পায় যদি অপরকেও ভাল থাকতে দেখি।
তোমাকে পেয়ে খুশী হলাম, আশা করছি এই খুশী ধরে রাখতে পারবো।
২২| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: গভীর অনুভূতি থেকে উঠে আসা একটি সুলিখিত পোস্ট। পোস্টের প্রতিটি লাইনে রয়েছে হৃদয়ের ছোঁয়া। খুব ভালো লাগল আপনার এ পোস্টটি পড়ে।
"এখানে ফুলের আসর। ফুলের মেলা যেখানে, সেখানে কিছু কাঁটা থাকবে, কিছু কীট পতঙ্গ! সেটা এই জগৎ সংসারের নিয়মে, তাই ওসবে কিছু যায় আসে না।" - এত কথার ফাঁকে এই তিনটে লাইনে আপনি অত্যন্ত মূল্যবান একটি দর্শন দিয়েছেন, ব্লগের বিদ্যমান পরিস্থিতিতে এ কথাগুলো মনে অনেকটা স্বস্তি এনে দিল।
"অদৃশ্য ঔষধ ছিল মানুষের ভালোবাসা" - কভিডের মত অতিমারির আক্রমনেও যিনি এমনভাবে ভাবতে পারেন, বা পেরেছিলেন, তার সকৃতজ্ঞ হৃদয়ের প্রতি আমার অভিবাদন রইলো।
পোস্টে নবম প্লাস। + +
০৫ ই মে, ২০২২ বিকাল ৫:৩২
মেহবুবা বলেছেন: ব্লগে অনিয়মিত হবার কারনে দেরীতে জবাব দিচ্ছি, আশা করছি ক্ষমাসুন্দর চোখে দেখবেন।
পরিচিত জগতে কেউ আমাকে স্বার্থপর ভাবেনা, তবে আমি জানি আমি কতটা স্বার্থপর; যখন আমার প্রয়োজন হয় ঠিক চলে আসি, নিজের মত করে হারিয়ে যাই!
কত কত জনের কথা কি গভীর মমতায় মনে পড়ে!
আগের এবং বর্তমানের সকলে খুব ভাল থাকুক তাই চাই।
২৩| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩
শ।মসীর বলেছেন: শুভকামনা সবসময় । ।
২৪| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৫
মেহবুবা বলেছেন: অনেকদিন পর। তোমার কি সেই আগের মত ভ্রমণের নেশা আছে?
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১২
জ্যাকেল বলেছেন: আমার এটা দেখতে খুব ভাল লাগে যদি মানুষ কৃতজ্ঞতা অনুভব করতে পারে। যারা অভিযোগ করতে অভ্যস্ত, স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে অক্ষম তারা কখনো কৃতজ্ঞতা অনুভব করতে পারে না। আপনি সৌভাগ্যবান বলতেই হয়।