নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

১৫ বছর খুব বেশী সময় নয় ! কত কিছু মনে আসে, কত পরিবর্তন !

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫১


আজ হঠাৎ চোখে পড়ল ১৫ বছর ২ ঘন্টা এখানে আমার আসা যাওয়া, পড়লো মনে অনেক কিছুই। অনেকের কথা। কত কিছু বদলে গিয়েছে, হারিয়ে গিয়েছে কতজন! সবাই ভাল থাকুক, সুস্থ সুন্দর জীবনে বেঁচে থাকুক।
আমার ব্যস্ত জীবন যাত্রায় ক্ষুদ্র ক্ষুদ্র অবসরে অন্য রকম মাত্রা যোগ করে সা. ইন।
কত কিছু শেখা হয়, জানা হয়, দেখা হয়।
অসুস্থ অবস্থায় যখন কিছু ভাল লাগছিল না, তখন মনোযোগ দিয়ে এই এখানে চোখ মেলে চেয়ে স্বাদ নিয়েছি, বেশ বাল সময় পার।
ধন্যবাদ সামহোয়্যারইন ব্লগ,ধন্যবাদ সবাইকে যারা এই পাটাতনকে নানা আঙ্গিকে সাজিয়ে তুলেছে।
অনেকের সাড়া শব্দ নেই, তাদের জন্য খারাপ লাগে আমার!
শুভকামনা সকলের জন্য।

অ:ট: উপরের ছবি সুন্দরবন বেড়াতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আমার ধারন করা, ডিসেম্বর ২০২২।


মন্তব্য ৬৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ১৫ বছর আবার কম সময়ও নয় :|

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৮

মেহবুবা বলেছেন: মনে হচ্ছে এই তো সেদিন ! সময় কত দ্রুত যায়

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: ১৫ বছরের সময়ে টাকে কম বলাও যাবে না। এত দীর্ঘ সময় ধরে এই ব্লগে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৫ বছর সাফল্যের সাথে পূর্তির জন্য আন্তরিক অভিনন্দন!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মেহবুবা বলেছেন: আসলেই লম্বা সময় ১৫ বছর, আরো বুঝতে পারি আমার লম্বা ছেলেকে দেখে ! ব্লগে ওকে নিয়ে যখন লিখেছি তখন ও কত ছোট্ট ছিল! ভাল থাকবেন সব সময়।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লম্বা সময় পার করেছেন। শুভেচ্ছা রইল আপু।

ইয়ে, আপনার সাথে একবার মোর্শেদ স্যারের ব্যাপারে আলাপ হয়েছিল অনেক আগে। আপনি নাকি তার কাছে প্রাইভেট পড়তেন, বা এমন একটা কিছু বলেছিলেন। ঢাকা কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ডে-তে মোর্শেদ স্যার আমাদের অংক ক্লাস করাতে এসেছিলেন, অবশ্য সাথে নিয়ে এসেছিলেন নতুন শিক্ষক হিসাবে যোগ দেয়া এক ম্যাডামকে। এসব আলোচনা তো আপনার সাথেই হয়েছিল, তাই না?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য।
সব মনে আছে আমার। আপনি যে আমাকে নানী সম্বোধন করেছিলেন সেটা তো ঐ মোর্শেদ স্যারের কারনে। আমি অল্প দিন পড়ে বিদায় নিয়েছি, তবে উনি যে ব্যাচের সবাইকে বলছিলেন আমার মেয়েকে বিয়ে করবেন, লজ্জা পেয়েছিলাম; মাত্র এস এস সি পাশ করা আমি !
আমি সব সময় দেখেছি শিক্ষক/ শিক্ষিকাদের কাছে আমার জন্য অফুরান স্নেহ ভালবাসা জমা।
মোর্শেদ স্যারেরও আগে ক্লাস এইটে এক বছর খুলনায় পড়েছি, তখন যিনি শ্রেণী শিক্ষিকা ছিলেন তিনি এখানে থাকেন এবং যোগাযোগ আছে।এই মাস খানেক আগে ফোন দিলেন কতদিন নাকি আমার খবর নেয়া হয় না ওনার!
সত্যি আল্লাহ আমাকে কত কি দিয়েছে!

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন। শুভ কামনা। হ্যাপি ব্লগিং।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৯

মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৭

শায়মা বলেছেন: ১৫ বছর!!!!

তুমি আর আমি কি একই সময় এসেছিলাম আপুনি!!!

তখন তুমি ছিলে, সোহেলী আপুনি ছিলো, নুশেরা আপুনি, সাজি আপু, আরও মনে পড়ে কত শত আপুদেরকে। সবাই আজ হারিয়ে গেছে। তুমি মাঝে মধ্যে ঢু দাও। বাকীদের মনেও পড়ে না। :(

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৫

মেহবুবা বলেছেন: তুমি তোমার মত করে উজ্জ্বল।
আমার অনেকের কথা মনে হয়, তারা কেমন আছে জানতে ইচ্ছে হয়।
দেইফ নামে একজন, তারার হাসি সবাইকে মনে হয়। একটু যদি উঁকি দিয়ে যেত সবাই কতই না ভাল লাগত।
একজন ছিল মহাবিশ্ব নিক, আরো কতজন।

সবদিন আসা হয় না, আজ এসেছি এবং দেখছি ১৫ বছর ২ ঘন্টা! অনেকটা সময় লেগেছে বুঝে উঠতে।৷

অনেক ভালো থেকো সবদিন সব কিছু নিয়ে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।

১৫ বছর আগে সামু ব্লগের অবস্হা কি রকম ছিলো?

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৭

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫ বছর আগের সামু ব্লগের কথা তো আমার জানবার কথা নয়।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনাকে তো নানি ডাকা শুরু করেছিলুম :) দীর্ঘ বিরতির পর যখন ফিরে এলেন, তখনো নানি ডেকেছিলুম :) তবে, আপনার কোনো রিপ্লাই বা রেসপন্স ছিল না বলে মনে পড়ে, তখন আমি চুপসে যাই এবং বিব্রত হই - হয়ত আমি ভুল করেছি, নানি হয়ত অন্য কাউকে ডাকতাম :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮

মেহবুবা বলেছেন: আমার এত কিছু মনে নেই।
শুনেছি স্যার প্রয়াত, আল্লাহ ওনাকে শান্তি দান করুক।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



ব্লগে নানী, নানী শ্বাশুড়ি, আপুনি, মাপুনী, ইত্যাদির কারণ কি? এটা কি ভাঁড়ামীর যায়গা?

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: মেহবুবা,




একযুগেরও বেশী সময় ধরে আছেন ব্লগের পথে। কখনও এই পথেই হয়তো দেখা মিলেছে , কখনও নয়।
সময় বয়ে যায়, পরিবর্তনের ছোঁয়া লাগে; এটাই জগতের নিয়ম। নতুন নতুন মাত্রা নিয়ে আবারও এই পথে হেটে বেড়াবেন, এই প্রত্যাশায়।

আপনার তোলা সুন্দর ছবিটিতে নদীর জল দেখে একটা লাইন বলতে ইচ্ছে করছে -
"..... এই শান্ত শীতল জলে
দু'টো যেন প্রানের কথা বলে!"
(অন্ধবধু/ কবিতা)

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ছবিটি আসলেই সুন্দর তবে তার চেয়ে অনেক সুন্দর চমৎকার ছিল সেই সুন্দরবন ভ্রমণ ! অন্যরকম।
অন্ধ বধু আবৃতি আমার অনেক পছন্দ।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনি বলছেন, "১৫ বছর আগের সামু ব্লগের কথা তো আমার জানবার কথা নয়। "

-ব্লগিং শুরু করেছেন ১৫ বছর আগে, কিন্তু সামু ব্লগের কথা আপনার জানার কথা নয়? আপনাকে আবারো টিউটরের কাছে যেতে হবে, মনে হচ্ছে!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও কিছু ছবি আছে, যা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। ০১ ফেব্রুয়ারি ২০১৫-তে তোলা।





১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

মেহবুবা বলেছেন: চমৎকার ! খেয়াল করলাম ১৫ সনে সূর্য একটু ছোট ছিল, ২২সনে মানে ৭ বছরে একটু বড় হয়েছে!

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৯

শায়মা বলেছেন: দেইফের আরেক নিক মনে হয় ত্রাতুল ছিলো। আর ত্রাতুল হলে সে তো ফেসবুকে আছে। আচ্ছা জিগাসা করবো সে ছিলো দেইফ নাকি তার কোনো বন্ধু ছিলো।

তারার হাসি কি সুন্দর নামটা। কোথায় যে হারালো সবাই!

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

মেহবুবা বলেছেন: দেখো তো দেইফ কিনা, কেমন আছে জানতে ইচ্ছে করে।
কেন জানিনা তারার হাসি নিকের মানুষকে আমার দেখতে ইচ্ছে করে, খবর পেলেও ভাল লাগতো।
আরেকটা নিক ছিল ফেরারী পাখী, কোথায় সবাই !

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩২

শায়মা বলেছেন: ৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৪০

সোনাগাজী বলেছেন:



ব্লগে নানী, নানী শ্বাশুড়ি, আপুনি, মাপুনী, ইত্যাদির কারণ কি? এটা কি ভাঁড়ামীর যায়গা?


হা হা ভাইয়ার আবার শুরু হয়েছে।

একা একা কেনো ভালো লাগে না! :P



১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৫

ডার্ক ম্যান বলেছেন: ১৫ বছরে কয়জন ব্লগার আপনার কথা মনে রেখেছে

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

মেহবুবা বলেছেন: সে ব্যাপারে আমার কোন আগ্রহ নেই। ব্লগে বা বাস্তব জীবনে আমাকে কে মনে রাখল আর কে রাখল না এসব নিয়ে সময় নষ্ট করবার সময় নেই ছোট্ট এই জীবনে, তাছাড়া নিজেকে গুরুত্ব দিতে চাই না। চারপাশে সবাই ভাল থাকবে, আমিও ভাল থাকবো সেই বেশ।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: কেমন আছেন? আপনার কন্যারত্ন ভালো আছে?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০২

মেহবুবা বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি। কন্যারত্ন ভাল আছে, এখন সে বড় হয়ে আমার মা হয়ে গিয়েছে।
সম্ভবত বইমেলা বা পহেলা বৈশাখ নিয়ে আমার কোন লেখায় আপনি মন্তব্য করেছিলেন এই কন্যারত্নকে নিয়ে, ঠিক মনেও রেখেছেন। দোয়া করবেন আমাদের সবার সন্তানেরা যেন সুখে থাকে, সুস্থ থাকে।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

জুন বলেছেন: অভিনন্দন আপনাকে মেহেবুবা। আমিও আছি আপনার পেছনে মানে ১৩ বছর কয় মাস জানি। আপনার অনেক মন্তব্য আমার পোস্টকে উজ্জ্বল করে রেখেছে। আমার খুব সুরঞ্জনার কথা মনে হয়। ভালো থাকুন সব সময়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৬

মেহবুবা বলেছেন: সময়ে পেছনে আছেন বটে তবে নানান গুনে অনেকটাই এগিয়ে। আপনাকে এখানে দেখতে পেলেই আমার বাসায় আসা পাখিদের কথা মনে হয়।
সুরন্জনা আমার অনেক পছন্দের একজন ব্লগার, আবার হিংসাও করি Laura Ingalls কে তার আগ্রহ জেনে! আপনিও ভালো থাকুন।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: পনেরো বছরের মাইলফলক স্পর্শ করার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য। আপনার জন্য শ্রদ্ধা।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

বাউন্ডেলে বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৯

মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ১৫ বছরে ব্লগে আপনার অবদান কি কি?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১০

মেহবুবা বলেছেন: আমি তো অবদান রাখবার জন্য ব্লগে আসিনি, তাই বলতে পারছি না।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

জেরী বলেছেন: কেমন আছেন? অনেক অনেক অভিন্দন আপু !:#P

আমার ও ব্লগ বয়স দেখলাম ১৫ বছর ২ মাস হয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৪

মেহবুবা বলেছেন:

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

মেহবুবা বলেছেন: তোমাকে এখানে দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো লেখারুদ্ধ অবস্থায় দেখতে পেলে

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৩

শাওন আহমাদ বলেছেন: দীর্ঘ সময়!

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৫

মেহবুবা বলেছেন: মনে হচ্ছে এই তো সেদিন !

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

নতুন বলেছেন: আসলেই সময় খুবই দ্রুত চলে যায়।

অভিনন্দন

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

মেহবুবা বলেছেন: সময় দ্রুত চলে যাচ্ছে, কত গোছানো বাকি থেকে যায়!
ভাল থাকবেন।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

শেরজা তপন বলেছেন: ব্লগের সেই প্রথম থেকেই ভার্চুয়ালি পরিচয় আপনার সাথে।
সুস্থ থাকুন ভাল থাকুন। ব্লগের সাথে থাকুন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১

মেহবুবা বলেছেন: তাই তো সেই কবে থেকে।
রবীন্দ্রনাথ ঠাকুর এর কথা শুনে রাশিয়ান একজন বৃদ্ধার আবেগ আপ্লুত হবার বিষয় আপনার একটা লেখায় ছিল, বেশ মনে আছে।
আপনি এর মাঝে অনুরোধ করেছিলেন লেখার জন্য, সময়ের অভাব তাই পারিনা।
ভাল থাকবেন।

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

মেহবুবা বলেছেন:
বেশ কিছুদিন ধরে আমার প্রোফাইলের এ অবস্থা, এমনকি প্রিয় পোস্ট ও দেখতে পাই না। কি করে যে ঠিক হবে!

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২১

শায়মা বলেছেন: লেখক বলেছেন: দেখো তো দেইফ কিনা, কেমন আছে জানতে ইচ্ছে করে।
কেন জানিনা তারার হাসি নিকের মানুষকে আমার দেখতে ইচ্ছে করে, খবর পেলেও ভাল লাগতো।
আরেকটা নিক ছিল ফেরারী পাখী, কোথায় সবাই !


সবাই আছে আপুনি। তবে ব্লগে নেই। ফেরারী পাখি আপু তার পাসওয়ার্ড মনে করতে পারে না। কাভাভাইয়াকেই হেল্প করতে হবে এখন।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২১

মেহবুবা বলেছেন:
https://www.somewhereinblog.net/blog/saimahq
এই ছবি তোমার কথা মনে করিয়ে দিল। ম্যানেজার আর কেমন-ই বা হবে! তুমি বিনে পয়সার ম্যানেজার বটে সাইনের! কত জনের কত খোঁজ তোমার কাছে !!

২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৪

মেহবুবা বলেছেন: শায়মা, উপরের ২৬ নম্বর মন্তব্য তোমাকে।

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ১৫ বছর !! আপনি তো তবে ব্লগের সেই শৈশব থেকেই আছেন । আহা , আপনার তবে অনেক স্মৃতি ও অভিজ্ঞতা । আচ্ছা সেসব নিয়ে লিখলে কেমন হয় ? ব্লগে প্রায় সবাই স্মৃতিকাতর । আপনার স্মৃতিগদ্যের ভেতর দিয়ে আবার সবাই কিছুক্ষণের জন্য হলেও সেই সময়ে ফিরে যাবে, মন্দ কী ?


অভিনন্দন । সামুর সাথে পথচলা অবিরত থাকুক আপা এই কামনা করি ! ও বলে রাখি আমি নবীন ব্লগার এই গত চারদিন আগে সাবালক ব্লগার হলাম হাহাহাহাহা !!

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মেহবুবা বলেছেন: লেখার জন্য সময় বের করা কঠিন হয়ে গিয়েছে।
তবে কত জনকে এখানে পেয়েছি অদেখা অথচ আপনজনের মত, কত কিছু শিখেছি।
কোনদিন যদি সুযোগ মেলে তো লিখবো।
ভাল থাকবেন।

২৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৫৬

জেরী বলেছেন: আমাকে কি জবাব দেখা যায় না কেন :(

৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫

সোনাগাজী বলেছেন:




আগ্বের ব্লগারদের ঝরে যাবার কারণ হলো, উনারা ব্লগিংকে রপ্ত করতে পারেননি।

৩১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

মেহবুবা বলেছেন:
জেরী দেখো কেন জবাব দেখতে পাওনি।
https://www.somewhereinblog.net/blog/Jerry008

৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আগ্বের ব্লগারদের ঝরে যাবার কারণ হলো, উনারা ব্লগিংকে রপ্ত করতে পারেননি।

@সোনাগাজী , তাও ভালো আপনার মত অন্তত অপব্লগার হয়নি !!

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মিরোরডডল বলেছেন:




অভিনন্দন আপু।
যারা হারিয়ে গেছে, যেখানেই থাকুক ভালো থাকুক।
যারা আছে তাদের সবার জন্য শুভকামনা।
আশা করি আপু নিয়মিত হবে।


২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

মেহবুবা বলেছেন: যারা অনেকদিন হোল আসে না এই প্লাটফর্মে তারা এবং যারা নিয়মিত এখানে তারা সবাই ভাল থাকুক সেই দোয়া করি আল্লাহর কাছে। শুভকামনা সকলের জন্য।
ভাল থেকো।

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: হা হা এই ছবি আমার!!!!!!!!

হা হা তাহা বটে । কত জনের কত খবর না অনেকদিন আছি তো তাই সবাই ভাবে এইটারেই বলি আমাদের খবরাখবর! :)

তাই একটু জানি আর কি.....


শত্রুমিত্র তো কম হয়নি তবুও কোনো কোনো সময় সকলি মিলায়ে যায় .....

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৫

মেহবুবা বলেছেন: সকলি মিলায়ে যায়...... এটাই মনে রাখতে চাই।

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

করুণাধারা বলেছেন: ১৫ বছর খুব বেশি সময় নয়!!

যাক! বাঁচা গেল! আমি মোটে সাত বছর পার করেছি! তাহলে আশাকরি ১৫ বছরও পার করতে পারবো!

দীর্ঘদিন ধরে ব্লগে আছেন, অভিনন্দন এবং শুভকামনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১১

মেহবুবা বলেছেন: করুনাধারার জন্য কোন সময় বাঁধা নয়, অবিরাম বয়ে চলে!

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: ১৫ বছর তো লম্বা সময় । অভিনন্দন আপনাকে । আরো ১১৫ বছর ব্লগে থাকুন এই কামনা করি ।

৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১২

মেহবুবা বলেছেন: আরো ১১৫ বছর ব্লগে থাকবো? মানাবে কি ঐ রূপ?

৩৮| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৯

সোহানী বলেছেন: বুড্ডা ক্লাবে স্বাগতম............ হাহাহা

বিশাল ব্যাপার ১৫টি বছর একটি প্লাটফর্মে থাকা। অভিনন্দন আপনাকে।

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪১

মেহবুবা বলেছেন: যে style থাকা এ প্লাটফর্ম এ, নিজের কাছে হাস্যকর লাগে, তবে ভালবাসি এটিকে।
ভাল থেকো।

৩৯| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১১

রোবোট বলেছেন: Kemon achen?

১৯ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪২

মেহবুবা বলেছেন: ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনিও ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.