নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিনে বছর হয়? ১৬ বছরে কতদিন? কত দ্রুত সময় যায়৷! কতকি বদলায়! কত জন, কত কিছু হারিয়ে যায়! কত চাওয়া ফুরিয়ে যায়, গুড়িয়ে দেয়া হয় কত স্থাপনা! নিভে যায় সলতে, ডুবে যায় কত তীর ; ভেঙ্গে যায় কত বাঁধ, পড়ে যায় পাঁচিল।
মন শুধু মন থাকে অবিকল আগের জায়গায়। বুড়ো হয় না, ক্ষয়ে যায় না; এমনকি রঙ একই থাকে!
তাইতো চারপাশে এত পরিবর্তন মেনে নিতে হোঁচট খায়, ব্যথা পায়।
বিচিত্র জগৎ সংসার, বিস্ময়কর সময়স্রোত!
*প্রিয় ছাতিম ফুলের গাছ, এতটাই প্রিয় যে ছবির দিকে তাকিয়ে মনে হচ্ছে ঘ্রাণ পাই।
২| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৩
শায়মা বলেছেন: আপুনি!!!
তুমি কি শান্তি নিকেতনে ছিলে???
ছাতিম এত প্রিয় কেনো???
আর ব্লগার লিস্টের ফার্স্টে আছো!!!
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৫
মেহবুবা বলেছেন: শান্তি রানী সেই কবে কোথায় চলে গেল পৃথিবী ছেড়ে, নিকেতনের খবর কে রাখে! চারপাশে কেবল অস্থির অবস্থা, দেশে বা দূরদেশে কি ভীষণ অশান্তি। ছোটবেলাই ছিল ভাল, চোখভরা রঙীন স্বপ্ন।
বোলপুরে শান্তি নিকেতন নামে ছাতিম ফুলের যে আশ্রয় আছে যাইনি কখনও। ছাতিম ফুলের গন্ধ একেবার অন্যধরনের, আর ফুল? যেন এই বাংলার সবুজ কিশোরী!
ফার্স্টে যে ছিলাম কম কথা নয়, কি বল
৩| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখেছেন। ১৬ বছর পূর্তি শুভেচ্ছা থাকলো।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৬
মেহবুবা বলেছেন: শুভকামনা অনেক।
৪| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৭
জুল ভার্ন বলেছেন: আমার বোনটির জন্য অনেক দোয়া ❤️
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৯
মেহবুবা বলেছেন: আপনার জন্য দোয়া করি, আল্লাহ্ কল্যাণ দিক্।
ব্লগে কত অচেনা অজানা জন কত আপন, সবাই ভাল থাকুক।
৫| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ১৬ বছরের অভিনন্দন আপনাকে।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২০
মেহবুবা বলেছেন: তোমার ফুলেল পোস্ট দেখলে রাজা মশাই এর কথা মনে পড়ে। আল্লাহ তাঁকে চিরশান্তি দান করুক।
৬| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: জায়গাটা ঢাকার কোথাও?
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২
মেহবুবা বলেছেন: না খুলনায়, ১৩ই অক্টোবর তুলেছি ছবি।
ঢাকা ক্যান্টনমেন্টে নির্ঝর এ অনেক ছাতিম গাছ আছে।
৭| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৩
পদ্মপুকুর বলেছেন: হুমায়ূন আহমেদ এর একটা সায়েন্স ফিকশন আছে, খুব সম্ভবত ফিহা সমীকরণ; যেখানে কিছু মানুষ অমর হয়ে যায়, কিন্তু এই অমরতা এক সময় তাদেরকে বিষণ্ন করে ফেলে। অনেকে আত্মহত্যাও করে ফেলে.... ব্লগেও আপনার মত অনেকেই এখন তালিকায় প্রথম হয়ে এই অবস্থায় পৌঁছে গেছে..... এখন আর সচারচর লেখে টেখে না, খালি দেখে।
যাই হোক, অভিনন্দন।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৩
মেহবুবা বলেছেন: উপমা ভালো দিয়েছো।
খালি দেখি? কিভাবে? চোখে ভাল দেখতে পাইনা, কোমর বাঁকা, দাঁত নড়বড়ে, হাত কাঁপে লিখতে গেলে ; বয়স তো আর কম হোল না
৮| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৩
নতুন বলেছেন: ১৬ বছর পূর্তির শুভেচ্ছা ।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭
মেহবুবা বলেছেন: কতদিনে ১ বছর? এই কদিন আগে ১৫ বছর পূর্তি পোস্ট দিলাম আর সাইন বলছে আমার নাকি ১৬ বছর ১ মাস হয়ে গিয়েছে
৯| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: 16 বছরের ছাতিমের ফুলের শুভেচ্ছা আপনাকে।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭
মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য অনেক।
১০| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৪
শেরজা তপন বলেছেন: সামুও শতবর্ষ টিকে থাকুক আপনিও তার সাথে পথ চলুন। শুভকামনা ও অভিনন্দন আপু।
২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৯
মেহবুবা বলেছেন: সামু শতবর্ষ থাকুক টিকে, আমার কি আর থাকা হবে!
শুভকামনা।
১১| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সময় বয়ে চলে আপন মহিমায়।
২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৬
মেহবুবা বলেছেন: কিছুতেই আটকে রাখা যায় না সময়।
১২| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৮
জটিল ভাই বলেছেন:
দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা.......
শুভেচ্ছা নিরন্তর ♥
২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮
মেহবুবা বলেছেন: পাওনা তো পাওয়া হোল না ঠিকমত, দেনার দায় কারো কাঁধে চাপিয়ে দেই।
১৩| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন আপু
২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮
মেহবুবা বলেছেন: অনেক শুভকামনা।
১৪| ২১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
আজব লিংকন বলেছেন: অসাধারণ এক অনুভূতি। দেহের বয়স বাড়ে শুধু মনের বয়স বাড়ে না। কদিন থেকে আমারও সাজেশনে শুধু ছাতিমের ছবি আর ছবি। সবার পোস্ট দেখে আমারও দেখার ইচ্ছে হচ্ছে কিন্তু ছাতিম গাছের নিকটে যাওয়ার সুযোগ হয়ে উঠছে না।
আপনাকে ছাতিম ফুলের শুভেচ্ছা রইলো।
১৫| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫০
মেহবুবা বলেছেন: আপনারও কি ছাতিম ফুল পছন্দ?
শুভকামনা আপনার জন্য।
১৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগে এসে পুরোনো অনেক কথা মনে পড়ে গেল। ভালো থাকবেন সবসময়।
২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪
মেহবুবা বলেছেন: আমারও এমন হয়; পুরোন অনেক কথা, অনেকের কথা মনে হয়! জানো আমার সেই ছোট দুই ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, ওদের নিয়ে পোস্ট তোমার পছন্দ ছিল।
ভাল থেকো সবাইকে নিয়ে।
১৭| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
নম্রতা বলেছেন: কেমন আছেন ? সেই পুরোনো দিন গুলো খুব মিস করি। ফেসবুকে কি আছেন ? আমি আছি এই নামেই, যোগাযোগ থাকলে ভালো লাগবে। আপনার লেখা পড়তে পারবো।
শুভ কামনা বান্ধবী।
১৮| ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
মেহবুবা বলেছেন: ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনি কেন, তুমিতেই বেশ। ব্লগের সেই দিনগুলো এখনো মনে হলে ভালো লাগে, কতজনকে মনে পড়ে! মনে মনে ভাবি সবাই ভাল আছে, খুব ভালো আছে। তারপরেও এক একজনের চলে যাওয়া, অসুস্থতা মনকে নাড়া দেয়।
তুমি ভালো থেকো।
ফেসবুকে তেমন Active না। আসলে এ জীবনে কোথাও Active তেমন করে হতে পেরেছি কি যেমনটা চেয়েছিলাম!
১৯| ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০২
এসো চিন্তা করি বলেছেন: অনেক সুন্দর লেখা আপু , আমি নতুন আমার লেখা পড়বেন আর ভুলক্রটি হলে ধরিয়ে দিবেন
ধন্যবাদ আপু
২০| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১
মনিরা সুলতানা বলেছেন: আহা ছাতিম ফুল! এক টানে আমার শৈশব ফিরিয়ে আনে। বর্ষপূর্তির শুভেচ্ছা আপু।
২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬
মেহবুবা বলেছেন: আমারো শৈশবের চেনা গন্ধ ফিরিয়ে আনে! শুভকামনা তোমার জন্য।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০২
মেহবুবা বলেছেন: .
রাত ১০টায়, প্রথম হয়েছি দেখলাম, কোথাও তো ১ম হলাম!