নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ ক'বছর আগে কক্সবাজার বেড়ানোর পর ঢাকা ফিরবো বলে ঝাউতলা বাস স্টপেজে পৌছে গেলাম নির্ধারিত সময়ের খানিকটা আগে। মেয়ে এবং ছেলে কক্সবাজার এবং ইনানী বীচের আনন্দ রেশ নিয়ে বেশ খোশ মেজাজে ছিল। আমাদের গ্রীন লাইন বাসের টিকিট কাটা; অফিসের লোকেরা সাদা লাল একটা বাস দেখিয়ে দিল যেটাতে আমরা ঢাকা ফিরবো।
মেয়ে আর ছেলে বসছিল না সেই স্টপেজে গ্রীন লাইন অফিসে, হাঁটাহাটি করছে। হঠাৎ দেখি দুই জন বেশ উত্তেজিত হয়ে আমাদের কাছে এল! একসাথে বলল,ওরা দুজন ঢাকাগামী একটা সাদা সবুজ বাস দেখে এসেছে, কাউন্টারের কে একজন বলেছে বাংলাদেশে যখন মেসি এসেছিল তখন ঐ বাসে চড়েছিল! ক্ষোভ ঝাড়ল কেন ঐ বাসে ঢাকা যাচ্ছি না! দুই ভাই বোন বাইরে দাড়িয়ে থাকলো ঐ বাসের দিকে তাকিয়ে। মেসিধন্য বাস ছেড়ে দিল, ওনারা দুজন গম্ভীর হয়ে এসে বসলেন এবং অল্প সময়ের ব্যবধানে আমাদের বাসও ছাড়ল। দুজন সীট ছেড়ে উঠে দাড়িয়ে রাতের অন্ধকারে রাস্তায় সেই বাস খুঁজছে এবং মাঝে মাঝেই দেখতে পাচ্ছে ভেবে পুলকিত হচ্ছিল! আবার আফসোস!আমাদের বাস কুমিল্লায় চৌদ্দগ্রাম সম্ভবত: জায়গার নাম, সেখানে বিরতি দিল প্রায় মাঝরাতে খাবারের জন্য। দুই ভাই-বোন এত অন্ধকারে অনেক বাসের ভিড়ে ঠিকই পেয়ে গেল সেই বিশেষ বাস! খুশীতে আত্মহারা! ধরে বেঁধে এনে কিছু খাইয়ে নিয়ে বাসে উঠলাম।
একই অভিযোগ, কেন ঐ বাসের টিকিট কাটা হোল না!
আমাদের জানবার কথা না মেসিধন্য বাসের কথা এ কথা পুরোটা বলবার সুযোগ পাইনি একবারও তাদের গাম্ভীর্যের স্তর দেখে!
কক্সবাজার বাস কাউন্টারের যে ব্যক্তি মেসিধন্য বাসের তথ্য আমার ছেলে মেয়েকে দিয়ে এমন অশান্তির সৃষ্টি করলো তাকে যদি পেতাম!
নাহ্ কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই, কারন কুমিল্লা থেকে বাস চলা শুরু করতেই দুজন গভীর ঘুমে! আমরাও এ যাত্রা রক্ষা পেলাম!
বি: দ্র: এ লেখার অনেকটাই ২০২১ সনের ৫ই আগস্ট লেখা যখন করোনা আক্রান্ত ছিলাম, আজ শেষ করেছি।
প্রায় ১১ বছর আগের ঘটনা !!
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬
মেহবুবা বলেছেন: এখন তো বড় হয়ে বেশী শান্ত, এক একবার মনে হয় তখন যে ওরা চপলমতি ছিল সেই বেশ ছিল। তবে প্রকৃতির নিয়ম মেনে নিতে হয়।
২০২১ সনের ৫ আগস্ট রাত ৯.৫১ তে অনেকটা লেখা ছিল, আজ শেষ করে ছেপে দিলাম।
ঘটনা ২০১২ এর শেষ বা ২০১৩ এর শুরুর দিকের হবে যতটুকু মনে পড়ে, তাই ১১ বছর আগের ঘটনা ।
২| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০২
শেরজা তপন বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পেলাম আপু।
এত ছোট লেখা কেন?
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৭
মেহবুবা বলেছেন: কেন সেদিন তো দিয়েছি ১৬ বছর পূর্তি পোস্ট!
৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:০৪
জটিল ভাই বলেছেন:
তা এ ১১ বছরে মাশাল্লাহ্ ছেলে-মেয়েও অনেক বড় হয়েছে। তা এখন সেদিনের কথা মনে করে তাদের অভিব্যক্তি কি?
আচ্ছা, মেসি কি কখনো এই ব্লগ পড়েছে?
১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১২
মেহবুবা বলেছেন: তাই তো মেসিকে এটা পড়তে দিতে হবে আর গ্রীন লাইন বাসের সেই কর্মচারীকে শাস্তি দিতে হবে।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১০
মেহবুবা বলেছেন: মাশআল্লাহ্ ওরা অনেকটা বড় এখন। দুজনেই দূরে থাকে, নিজেদের দায়িত্ব নিতে শিখেছে। এ ঘটনা আলাপ হলে দুজনেই চুপ, আমরা হাসাহাসি করি।
৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:১২
শেরজা তপন বলেছেন: ও হ্যাঁ দিয়েছিলেন- এখন মনে পড়ছে। আমিতো মন্তব্যও করেছিলাম।
২০ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৮
মেহবুবা বলেছেন: স্মৃতি ভ্রম, ক্ষমা করা গেল।
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৩
জুল ভার্ন বলেছেন: আর্জেন্টিনা এবং নাইজেরিয়া বিশ্বকাপ ফুটবল টীম ৬ সেপ্টেম্বর ২০১১ সালে বাংলাদেশে এসেছিল একটা প্রীতি ম্যাচ খেলতে। মেসিকে দেখার জন্য সে কী উন্মাদনা! শুনেছি তখন ঐ দুটি দলকে ঢাকা আনতে ফুটবল ফেডারেশনের খরচ হয়েছিল ৬০ কোটি টাকা। আমরা কয়েক বন্ধু মাঠে গিয়েছিলাম.... কঠিন নিরাপত্তার মধ্যে খেলার নামে কৌতুক হয়েছিল। মাঠের ভেতর বাহির হাজার হাজার পুলিশ। মাঠের বেষ্টনী ছোট করে মধ্য মাঠে দুই দলকে নামিয়ে দেওয়া হয়েছে। দূরত্বের জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর পর্যন্ত বোঝার উপায় নাই। সবাই মেসি মেসি বলে চিতকার করছে.....যাকে দেখি তাকেই মেসি বলে চিতকার করছে! শেষ দশ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন মেসি। সাকুল্যে ঘন্টাখানিক দুইদল মাঠে ছিলো, যা সকল কর্মকর্তাদের সাথে ফটো সেশনই কেটে গিয়েছে ৪০ মিনিট!
ভাগ্নে ভাগ্নীদের জন্য শুভ কামনা।
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭
মেহবুবা বলেছেন: খেলার পেছনে আরো কত খেলা, ধূলো থাকে, ময়লাও থাকে! কেমন যে খেলা উপভোগ করেছেন বুঝতেই পারছি। তবু তো এক নজর দেখেছেন!
বাচ্চাদের অনেক মজার মজার ঘটনা মনে পড়ে! ওদেরকে আমি বর্তমান অভিভাবকদের মত বড় করিনি। একটা উদাহরন দেই; দুজনের বেলায় প্লেগ্রুপ/ নার্সারি থেকে শুরু করে আরো ওপরের ক্লাসে বমি টিচারদের সাথে, কর্তৃপক্ষের সাথে দেখা করে বলে এসেছি ওদের যেন লেখা পড়া নিশে চাপ না দেয়া হয়, ফেল করলে করবে; লেখা পড়া ভালবাসতে শিখুক, নিজেরাই ভাল করবে। জানেন এসবের ফল আমি পেয়েছি। আল্লাহর রহমতে অনেক কিছু পেয়েছি, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করগে পারিনা।
ভাগ্নে ভাগ্নীর জন্য দোয়া করবেন।
আপনি ভালো থাকবেন।
৮| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫
শায়মা বলেছেন: গ্রীন লাইন বাস কিন্তু আসলেই অনেক ভালো।
কিন্তু মেসি বাস যে কেমন কে জানে!
২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:২৯
মেহবুবা বলেছেন: আরাম আর পেলাম কই সেই ভাল বাসে? দুজন যা কান্ড করেছিল! মেসি বাসটা সাথে করে নিয়ে গেলে পারতো!
৯| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২
এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন আমার লেখা পড়বেন আর সাপোর্ট করবেন আপু ধন্যবাদ
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০১
মেহবুবা বলেছেন: ঠিক আছে, সময় পেলে লিখতে থাকুন।
১০| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬
এসো চিন্তা করি বলেছেন: জ্বি আচ্ছা আপু ধন্যবাদ
২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
মেহবুবা বলেছেন: আপনি আপনার মত লিখে যান, অন্যেরা সময় পেলে দেকে নেবে।
১১| ২৭ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
এসো চিন্তা করি বলেছেন: নতুন তো আপনারা সবাই সাপোর্ট দিলে অনেক দূরে এগিয়ে যাবো এটাই প্রত্যাশা আপু
ধন্যবাদ ☺️
২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:১১
মেহবুবা বলেছেন: সবাই প্রথমে নতুন থাকে। আস্তে আস্তে সবার লেখা পড়ে, মন্তব্য এবং জবাবগুলো দেখে অনেক কিছু শেখা যায়। এত চিন্তা করো না, নিজের জীবনের প্রয়োজনীয় সব কিছুর পাশাপাশি লিখতে থাকো ঠিক তোমারও মনমত হবে, অন্যেরাও আগ্রহী হবে।
১২| ২৭ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২৯
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ক্রেজি ফ্যানদের জন্য তো একটা মর্মান্তিক ঘটনা !
যাক ঘুম যে সবার জন্য শান্তি বয়ে আনে সেটুকু সত্যতা প্রমাণিত।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, অবশেষে ছেলেমেয়েরা শান্ত হলো
লেখাটা কি ২০২১, না ২০১১-তে লেখা? ১১ বছর আগের ঘটনা হলো কোন হিসাবে? ভুল হিসাবে নাকি?