নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

সাময়িক পোস্ট

০৪ ঠা জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


এমনটা আসছে এই এখন।
আমি ঐ ব্লগ দেখতে http://www.somewhereinblog.net/blog/friend01 লিখে সার্চ দিলে প্রথম পাতা চলে আসে। চাইলে কেউ চেষ্টা করে দেখেন বুঝতে পারবেন।
মাঝে মাঝে কিছু ব্লগারের পোস্ট খুঁজে খুঁজে পড়ি, ভাল লাগে পড়তে। কিছুদিন আগে হঠাৎ দেখছি অপ্সরার ( ochinpakhi) ঘরে গেলে একটা মাত্র পোস্ট এবং সহেলী ( friend01) এর ঘরে পোস্ট দেখার সুযোগ নাই; কেবল প্রথম পাতা চলে আসে।
আজ দেখছি অপ্সরার পোস্ট দেখা যাচ্ছে সব তবে সহেলীর গুলো দেখতে পাই না।
যারা এ সমস্যার সমাধান দিতে পারেন, করে দিন।
কে যেন একবার বলেছিল আগাম ধনিয়া পাতা, তাই দিলাম।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: এটা কোনো বড় সমস্যা নয়।
সমাধান অতি সহজ।

০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৩২

মেহবুবা বলেছেন: কিভাবে ?
জানা থাকলে জানিয়ে দেন।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০২

শায়মা বলেছেন: জানিনা কেনো এমন হয়েছে। আমার ধারণা তোমার ইনটারনেটের কারণেই হয়েছে এমন।

যাইহোক আপুনি আমি অনেক অনে সিক ছিলাম। এখনও আছি তবে অনেকটা ভালো।

ডক্টর বলেছে লাইফস্টাইল চেইঞ্জ করতে হবে। এত সব কিছুতেই লাফানো ঝাপানো যাবে না :(

তাই মনের দুস্কে ভেবেছিলাম সব কিছু বন করে বসে থাকবো!!! কিন্তু আল্লাহর রহমতে এখন আবার একটু একটু ভালো হয়ে উঠছি!!! :)

০৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪১

মেহবুবা বলেছেন: ইন্টারনেটের জন্য নয়, অন্য কিছু। বার বার ভেবেছিলাম ঠিক হয়ে যাবে হচ্ছে না।
সেসব হবে ঠিক।
তোমাকে দেখছিলাম না তো ভেবেছিলাম দেশে নেই এবং ব্যস্ত। এখন অসুস্থতার কথা শুনে খারাপ লাগছে। কেন যেন মনে হচ্ছে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠ সেই দোয়া করি।
বেশী বেশী আল্লাহকে বলো ভাল করে দিতে। আর life style modification যখন প্রয়োজন তো করতেই হবে। তুমি অনেক বুদ্ধিমতি, আশা করি নিজের যত্ন ঠিকভাবে নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.