নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

এসো হে বৈশাখ শুভ নববর্ষ

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৫

সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার বন্ধু কে বাংলা নববর্ষের শুভেচ্ছা









জীবন ভূমে হিল্লোল বয়ে যাক

নব তরঙ্গে দুলে দুলে আজি এসো হে বৈশাখ ।

শ্যওলা দামে রুদ্ধ স্রোতের বাঁধন ছিন্ন হোক,

হিংসা দ্বেষ ভুলিয়া লোকে বুকেতে মিলাক বুক,

জীবনের এক কঠিন বাঁক-------



নতুনের টানে করো একাকার হে নতুন বৈশাখ ।

ধুয়ে নাও আজি নিরাশ মলিন ছাপ,

কালবৈশাখীর ছোবলে নাও চৈত্রের খরতাপ ।

আকাশে উড়ায়ে শান্তি কপোতের ঝাঁক---

নতুন খামের বার্তা নিয়ে এসো এসো বৈশাখ ।



পাখ-পাখালি মুখরিত হয়ে আগমনী গান গায়,

মরা নদে দেখো উর্মি মালা কুলে কুলে উছলায় ।



দুর হোক সব অসুন্দর , দুর হোক সব পাঁক

হাজার নতুন তরঙ্গে চির নতুন বৈশাখ

এসো এসো বৈশাখ--------------- ।











বাংলা নতুন বছরে সবার জীবন আরো সমৃদ্ধ হোক....

সবার জন্য অনেক অনেক শুভকামনা।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৮

বাবুনি সুপ্তি বলেছেন: শুভ নববর্ষ :)

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০

মঈনউদ্দিন বলেছেন:
শুভ হোক নববর্ষ

২| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০২

গুরুজী বলেছেন: শুভ নববর্ষের শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০

মঈনউদ্দিন বলেছেন: শুভ হোক নববর্ষ

৩| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:১৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা..

১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২১

মঈনউদ্দিন বলেছেন:
শুভ হোক আপনার ‍'নববর্ষ'

৪| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩২

তারেক আহমেদ বলেছেন: শুভ হোক নববর্ষ । ভালো লাগলো আপনার কবিতা । আপানার বাংলাদেশ প্রীতি দেখে আমি মুগ্দ ।

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:৫৯

মঈনউদ্দিন বলেছেন:

৫| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৩

রাজসোহান বলেছেন: শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০২

মঈনউদ্দিন বলেছেন:

৬| ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৬

লিজা আক্তার সুমি বলেছেন: শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:০২

মঈনউদ্দিন বলেছেন:

৭| ১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৬

মাসুদ চৌধুরী বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৪৯

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ

৮| ১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৬

মোহাম্মদ লোমান বলেছেন:

১৪ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪২

মঈনউদ্দিন বলেছেন: শুভ নববর্ষ

৯| ১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৭

লালসালু বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৩

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ
ভাল থাকবেন

শুভ নববর্ষ

১০| ১৪ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৯

মোহাম্মদ লোমান বলেছেন:
শ্যওলা দামে রুদ্ধ স্রোতের বাঁধন ছিন্ন হোক,
হিংসা দ্বেষ ভুলিয়া লোকে বুকেতে মিলাক বুক,


খুব ভাল লাগল।

১৪ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৪

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন

শুভ নববর্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.