নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃশ্য আগুনে তীব্র দহনে জ্বলে যাই.....!!!

মঈনউদ্দিন

“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”

মঈনউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সারা দেশে ইন্টার নেট গতি ৮ এমবিপিএস চাই

০৭ ই মে, ২০১০ বিকাল ৫:০১









এক দেশে থাইকা আমরা পাইনা ১৫ কেবি ও ওরা পাইব ৮ এমবি এইটা কি মেনে নেওয়া যায়?



সরকারের কাছে দাবী জানাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত সারা দেশে একেই স্পিট দেওয়ার জন্য



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট স্পীড এখন ৮ এমবিপিএস





৮ এমবিপিএস লাইন আরো মাসখানিক আগেই এসেছে, উদ্ভোধন হল পরশু



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেটের গতি চার গুণ বাড়ানো হয়েছে। এই ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীনিবাসও তারহীন ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপাচার্য মো. সালেহ উদ্দিন ওয়াই-ফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন। এ সময় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ ইয়াসমীন হকসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর ফলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট এর গতি ৮ এমবিপিএস হল যা আগে ছিল ২ এমবিপিএস। সূত্র মতে, আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ই প্রথমে ফাইবার অপটিক কেবেলর সঙ্গে যুক্ত হয়। এর পর থেকে ক্যাম্পাসের সর্বত্র ওয়াই-ফাই নেটওয়ার্কিংয়ের প্রক্রিয়া শুরু হয়। আর এসব সুবিধার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির দিক থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার জন্য কবে যে এ রকম উন্মুক্ত হবে?



এই স্পীড সবার জন্য উন্মুক্ত করার দাবী জানাই ডিজিঢাল সরকারের কাছে

মন্তব্য ৮৩ টি রেটিং +১৮/-২

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:০৬

'লেনিন' বলেছেন: এতো স্পিট দিয়া কী করবেন?

০৭ ই মে, ২০১০ বিকাল ৫:১৭

মঈনউদ্দিন বলেছেন:
বেশি করে মুভি ডাউনলোড করবো

৮ এমবি না দিলে ৩-৫ এমবিতো দিতো?

ধন্যবাদ

২| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:০৭

আমরা তোমাদের ভুলব না বলেছেন: স হ ম ত

০৭ ই মে, ২০১০ বিকাল ৫:১৮

মঈনউদ্দিন বলেছেন: ধন্যবাদ

সারা দেশে ইন্টারনেট স্পিট ৮মেগা চাই

৩| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:২১

আমি ভাল আছি বলেছেন: 'লেনিন' বলেছেন: এতো স্পিট দিয়া কী করবেন?

০৭ ই মে, ২০১০ রাত ১০:১৯

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

৪| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:২৩

আমি ভাল আছি বলেছেন: This is Speed. not স্পিট

০৭ ই মে, ২০১০ রাত ১০:২০

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

৫| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:২৭

মোঃ তৈমুর রেজা বলেছেন: কচ্ছপ গতির নেটস্পীড থেকে মুক্তি চ।ই

০৭ ই মে, ২০১০ রাত ৯:২৯

মঈনউদ্দিন বলেছেন: হুম
কচ্ছপ গতির নেটস্পীড থেকে মুক্তি চাই

৬| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:৩২

মিতভাষী বলেছেন: সারাদেশের জন্য ৮ এমবিপিএস(মানে ডাউনলোড স্পিড 1MB) গতি বোধহয় এখনো একটা অলীক স্বপ্ন। যেখানে দেশের কিছু বিভাগীয় শহর ছাড়া কোথাও ব্রডব্যান্ড ইন্টারনেট কেবল কানেকশন নেই, ওয়াইম্যাক্স কাভারেজের কাজ চলছে শম্ভুক গতিতে( ২ বছরে ঢাকা শহর কাভার হয়নি), দীর্ঘদিন ধরে থ্রি জি লাইসেন্স নিয়ে চলছে সিদ্ধন্তহীনতা, এবং শেষে একটিমাত্র থ্রি জি লাইসেন্স দেওয়ার কথা শোনা যাচ্ছে এক রক্তচোষক মোবাইল ফোন অপারেটরকে, যে দেশে অনেক ইন্টানেট ব্যবহারকারীকে নির্ভর করতে হচ্ছে একযুগ আগের মোবাইল নেটওয়ার্ক জিপিআরএস বা এজ, সব কিছু মিলিয়ে যে দেশে এখনো ইন্টানেট অবকাঠামো এখনো এমন হ য ব র ল অবস্থায়, সে দেশে ৮ এমবিপিএস গতি আশা করাটা কি অরণ্যে রোদন নয়কি?

০৭ ই মে, ২০১০ রাত ৯:৩৩

মঈনউদ্দিন বলেছেন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওড়া পারলে আমরা পারবো নাকেন?

আমারাকি ভাইসা আইছি নাকি?

৭| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:৩৯

মিতভাষী বলেছেন: সাধারণ কম্পিউটার ব্যবহারকারীর জন্য ২ এমবিপিএস গতির ইন্টারনেট কানেকশনই যথেষ্ট, আমরা যদি সেটাও পেতাম, তবুও তো হতো। কিন্তু শহরের সীমিত কিছু ব্রডব্যন্ড কানেকশন ছাড়া, দেশের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই তো পেয়ে থাকেন গড়ে ১০০ থেকে ২৫০ কিলো বিট।

০৭ ই মে, ২০১০ রাত ৯:৩৫

মঈনউদ্দিন বলেছেন:
হুম সহমত

ওরা পাইবো ৮মেগা আমরা পাইনা ১০ কেবি

এক দেশে দুই নিয়ম এটা হয় না

৮| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:৪০

আই.কিউ. বলেছেন: ভার্সিটির পুলাপান এখন ভাত খাওয়ার আগে মুভি ডাইনলোড দিয়া যায়, ভাত খায়া আইসা সেইটা দেখা শুরু করে। X(

০৭ ই মে, ২০১০ রাত ৯:৩৮

মঈনউদ্দিন বলেছেন: #:-S :#) :((

৯| ০৭ ই মে, ২০১০ বিকাল ৫:৪৫

েরজাউল ফারুক বলেছেন: Without higher speed of internet, it is dream to build a 'Digital Bangladesh', so as to deliver freelancing works. I am astonished to read that some of the reader are aginst higher net speed and the writer only requires internet to download movie! If this is the scenario, higher net speed in really not needed!

০৭ ই মে, ২০১০ রাত ১০:২১

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

১০| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৪

সেলিম৬২৫১ বলেছেন: মোঃ তৈমুর রেজা বলেছেন: কচ্ছপ গতির নেটস্পীড থেকে মুক্তি চ।ই

০৭ ই মে, ২০১০ রাত ৯:৪০

মঈনউদ্দিন বলেছেন: কচ্ছপ গতির নেটস্পীড থেকে মুক্তি চাই

১১| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৫

এন১২৩ বলেছেন: আমি



ইন্টার নেট গতি ১ জিবিপিএস চাই

০৭ ই মে, ২০১০ রাত ৯:৪০

মঈনউদ্দিন বলেছেন: =p~ /:) :-B

০৭ ই মে, ২০১০ রাত ১০:২১

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

১২| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:০৮

হাসান খা বলেছেন: ভাই একটু বুঝিয়ে বলবেন ....দাবীটা যৌক্তিক কিনা। আর কিভাবে খুব তাড়াতাড়ি এই স্পিড এর আওতায় সবাইকে আনা যায়।

০৭ ই মে, ২০১০ রাত ৯:৪৪

মঈনউদ্দিন বলেছেন:
ওরা কি বাবে পাইলো? http://www.sust.edu

১৩| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:১৪

'লেনিন' বলেছেন: "নেট স্পিট পাইলে আমি কী করিব" এইটা নিয়া একটা গরু রচনা লেখেন। আপনি মুভি ডাউনলোট করিলে জাতির কি উফকার হইবে সেইটাও লিখিয়েন পিলিচ।

০৭ ই মে, ২০১০ রাত ৯:৪৭

মঈনউদ্দিন বলেছেন:
ভাই আপনি কিছু না করিলেও জাতি অনেক কিছু করিবে

দেখেন এই দেশ গুলো কি করে এত স্পীড পাইয়া

১৪| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:১৪

মো: সালাহ্উদ্দিন বলেছেন: নেটস্পীড বাড়ানো হোক ।

০৭ ই মে, ২০১০ রাত ৯:৪৯

মঈনউদ্দিন বলেছেন:
১০০% সহমত

১৫| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:১৯

অস্থির পোলাপাইন বলেছেন: 8mb??
hahahaha...
just give me 1mb....I will be your slave :P :P :P
8mb is far away from our dream...

০৭ ই মে, ২০১০ রাত ৯:৫১

মঈনউদ্দিন বলেছেন:
এক দিন সত্য হবে

Click This Link

১৬| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮

খন্দ.লিমন বলেছেন: ভাই ঢাকা শহরে থেকে আমরা পাই না ১ এমবি পিএস।আর অরা ঢাকার বাহিরে থাইকা পায় ৮ এমবি পিএস।সারা দেশে এই সুবিধা দিলে অসুবিধা কই।আমরা কি ভাইসা আইসি নাকি?????????আমাদের এই দাবি নিয়া মাঠে নামতে হবে..............

০৭ ই মে, ২০১০ রাত ৯:৫৩

মঈনউদ্দিন বলেছেন:
আমাদের এই দাবি নিয়ে মাঠ গরম করতে হবে

সরকার নাকি ৮০%ব্যান্ডউইথ নষ্ট করতাছে ব্যাবহার করতাছে না

১৭| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩০

ছায়া-পথ বলেছেন: লেনিন' বলেছেন: এতো স্পিট দিয়া কী করবেন?

০৭ ই মে, ২০১০ রাত ৯:৫৬

মঈনউদ্দিন বলেছেন:
ভাই উনার প্রয়োজন নাই কিন্তু আমার স্পীডের প্রয়োজন আছে কচ্ছপের মত চলতে আর ভাল লাগে না

১৮| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

খন্দ.লিমন বলেছেন: ভাই ঢাকা শহরে থেকে আমরা পাই না ১ এমবি পিএস।আর অরা ঢাকার বাহিরে থাইকা পায় ৮ এমবি পিএস।সারা দেশে এই সুবিধা দিলে অসুবিধা হয়।আমরা কি ভাইসা আইছি নাকি?????????আমাদের এই দাবি নিয়া মাঠে নামতে হবে..............

০৭ ই মে, ২০১০ রাত ১০:২২

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

১৯| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

খন্দ.লিমন বলেছেন: স্পিড দিয়া আর কি করব????যে স্পিড চালাই তাতে অনেক খন বসে থাকতে হয় ।কোনো কিছু ডাউনলোড দিলে অনেক সময় নেয়।এত সময় কই?????????ডিজিটাল যুগে কি এটা মানায়???????????????

০৭ ই মে, ২০১০ রাত ৯:৫৮

মঈনউদ্দিন বলেছেন:
ডিজিঢাল হইতে হইলে ওদের মত স্পীড হইতে হবে Click This Link

২০| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৯

সেতু আমিন বলেছেন: পুরা ভার্সিটির জন্য 8mb/s. সবাই আলাদা আলাদাভাবে পায় বলে মনে হয় না। আমরা হারামী ফোন (মাফ করবেন গ্রামীন ফোন) যারা ব্যবহার করছি...তারা মনে হয় ৫০ বছর পর এই speed পাবো। ভালো লাইন শুধু মুভি ডাউনলোড করার জন্য নয়। এটা শুধু একটি দিক। আরো অনেক কিছু আছে যা করতে ভালো লাইন লাগে। ইমেইল পড়া আর পাঠানোর দিন শেষ।

০৭ ই মে, ২০১০ রাত ৯:৫৯

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ

আর হাজারও দিক আছে

২১| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

অদেখা সময় বলেছেন: আমগো ১০ এমবিপিএস!!!!!!!!!!!!!

০৭ ই মে, ২০১০ রাত ১০:০১

মঈনউদ্দিন বলেছেন: =p~ :(( |-)

২২| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৯

বিপ্লব কান্তি বলেছেন: খবরটি পড়ে আপনি কি বুঝলেন ? আট -৮ এমবিপিএস ইন্টারনেট স্পিড দিয়ে আপনি কি করবেন ?

পুরো SUST এ আগে মোট ব্যান্ডউইথের পরিমান ছিলো দুই এমবি , এখন সেটা বাড়িয়ে আট-৮ এমবিপিএস করা হয়েছে , যা প্রয়োজনের তুলনায় অতি নগন্য । AIUB এর মতো প্রাইভেটরা অনেক বেশি ব্যান্ডউইথ ও উন্নত ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে।

গড় তুলনা করলে আপনি SUST এর চেয়ে ভালো আছেন, বলে মনে হয় ।



০৭ ই মে, ২০১০ রাত ১০:০৩

মঈনউদ্দিন বলেছেন:
ধন্যবাদ

কিন্তু ভাই ২০-৩০ মিনিটের মধ্যে একটা মুভি ডাউনলোড করে

যা আমার করতে ৫-৬ দিন সময় লাগবে

২৩| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

অদেখা সময় বলেছেন: তয় ইউজে পাই ৫ কেবিপিএস।

০৭ ই মে, ২০১০ রাত ১০:০৫

মঈনউদ্দিন বলেছেন:
মুক্তি চাই ইন্টারনেট স্পীড চাই

২৪| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৪

বিপ্লব কান্তি বলেছেন: দেশে কমিউনিকেশন অনেক দ্রুত উন্নতি হচ্ছে যদি অন্য বিভাগগুলোর সাথে তুলনা করেন । অন্য বিষয় ও বিভাগগুলো মুখ থুবড়ে পড়ে হামাগুড়ি খাচ্ছে , অথবা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক তখনই কমিউনিকেশনের অভাবনীয় উন্নতি হচ্ছে ।

সাথে ঘরে ঘরে কমিউকেশন ইন্ঞ্জিনিয়ার !!! আগে ঘরে ঘরে ডাক্তার ও মাষ্টারের সংখ্যা ছিল অনেক, এখন সবাই কমিউনিকেশন ইন্ঞ্জিনিয়ার !!!

২০০৪ সালে আপনার শহর হবিগন্ঞ্জে ইন্টারনেট লিংক করেছিলাম, প্যানেসিয়া ক্লিনিকের পাশে । তখন ৩২KB=256kbps স্পিডের দাম ছিল, এক লক্ষ টাকার আশেপাশে । এক একটা লিংক করতে ৫-৬ লক্ষ টাকার মত খরচ পড়ে যেত । এখন সেই প্যানেসিয়া ক্লিনিকের পাশে বসে আপনি কিভাবে ইন্টারনেট পাবেন হিসেব করেন ? বাস্তবে প্রযুক্তি কত পরিবর্তন হয়েছে ? কতটা অগ্রসর ।

অন্যান্য বিষয়গুলো কিন্তু হচ্ছে না। ইন্টারনেট ৩৫-৪০ ভাগ সময় ভালো কাজে বাকি সময়গুলোতে খারাপ কাজে ।



০৭ ই মে, ২০১০ রাত ১০:০৮

মঈনউদ্দিন বলেছেন:
আবারও আপনাকে ধন্যবাদ

২০/২৫ বৎসরের মধ্যে কি South Korea এর মতন স্পীড হবে?

২৫| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১২

গাংচিল ২ বলেছেন: লেনিন সাহেব মনে হয় জানেন না internet speed দিয়ে কি হয়।

০৭ ই মে, ২০১০ রাত ১০:২৩

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

২৬| ০৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

'লেনিন' বলেছেন: @গাংচিল ২: আসলেই জানিনা। তাইতো পোস্ট লেখকের ব্যবহারবিধি শুনে/জেনে বুঝতে চাচ্ছি সবাই নেট স্পিট দিয়ে করবে। ;)

০৭ ই মে, ২০১০ রাত ১০:০৯

মঈনউদ্দিন বলেছেন:
আপনি কি স্পীড চান না?

২৭| ০৭ ই মে, ২০১০ রাত ৮:২৪

সায়েম মুন বলেছেন:
ইন্টারনেট স্পিট -----এর বোল্ড অংশটুকু সংশোধন করেন। না হলে জনগন আপনারে যে হারে স্পিটানো শুরু করেছে------------------ :-B

আমার নেট স্পীড ৫ কেবিপিএস থেকে ১০ কেবিপিএস এর মধ্যে উঠা-নামা করে। ৫০ কেবিপিএস পাইলে স্বর্গ পাওয়া হবে!!:)

০৭ ই মে, ২০১০ রাত ১০:১০

মঈনউদ্দিন বলেছেন: =p~ =p~ =p~

২৮| ০৭ ই মে, ২০১০ রাত ৮:৩৭

অরণ্যচারী বলেছেন: বিটিআরসিতে কতিপয় সারমেয় বইসা আছে। এইগুলানরে লাত্থায়া বিদায় না করলে এই স্পীড নিয়াই পইড়া থাকতে হবে।

০৭ ই মে, ২০১০ রাত ১০:১১

মঈনউদ্দিন বলেছেন:
হুম

২৯| ০৭ ই মে, ২০১০ রাত ৮:৪৭

জামাল ঊদ্দিন বলেছেন: কম স্পীট ই ভালা :-* এই ৫-১০ কেবি স্পীট নিয়াই সার্চ দিতে দিতে গুগল.কম.বিডি সাইটের অবস্থা বারোটা বাজিয়া দিসে :( বেশী স্পীট পাইলে না জানি কী করব !! /:) /:)

০৭ ই মে, ২০১০ রাত ১০:১১

মঈনউদ্দিন বলেছেন: =p~ =p~ :-B :#) B-) ;) :D :P

৩০| ০৭ ই মে, ২০১০ রাত ৮:৫৬

ডেরেক জিটার বলেছেন: ছায়া-পথ বলেছেন: লেনিন' বলেছেন: এতো স্পিট দিয়া কী করবেন?

০৭ ই মে, ২০১০ রাত ১০:২৩

মঈনউদ্দিন বলেছেন: দ্রুত গতির ইন্টারনেট স্পীড চাই

৩১| ০৭ ই মে, ২০১০ রাত ৯:৩১

েরজা , বলেছেন: আমি ১ এমবিপিএস পেলেই খুশি !!!!!









০৭ ই মে, ২০১০ রাত ১০:১৫

মঈনউদ্দিন বলেছেন:
এখন আমি ৫০০কে/বি পাইলেও খুশি

তয় এই স্পীড দেশের সকল মানুষের মধ্যে সামান ভাবে জেন দেওয়া হয়

৩২| ০৭ ই মে, ২০১০ রাত ৯:৩৪

মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X( জোরালে ভাবে সহমত। বরিশালে স্পিড ৩-৪ কেবিপিএস। X(

০৭ ই মে, ২০১০ রাত ১০:১৬

মঈনউদ্দিন বলেছেন:
দেশ বাসি কচ্ছপ যোগ থেকে মুক্তি চায়

ইন্টারনেট স্পীড চাই

৩৩| ০৭ ই মে, ২০১০ রাত ৯:৫৫

ঢাকাইয়া টোকাই বলেছেন: হুমম. ৮ গুন বেশি স্পিড আসলে দেশে ৮ গুন বেশি পর্ন ডাউনলোড হবে..। ভালো ভালো।


০৭ ই মে, ২০১০ রাত ১০:১৭

মঈনউদ্দিন বলেছেন: =p~ =p~ =p~ X( :( ;) X(( X(( /:) /:)

৩৪| ০৭ ই মে, ২০১০ রাত ১০:৪৬

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: কয় হাজার শিক্ষাত্রীর জন্য ৮ এমবিপিএস?

৩৫| ০৭ ই মে, ২০১০ রাত ১১:১৭

'লেনিন' বলেছেন: ১. যারা স্পিট আর স্পিড এর পার্থক‍্য জানেনা তাদের বেশি স্পিড/ব‍্যান্ডউইডথ দিয়ে কী হবে?

২. পর্ণো মুভি বা দুনিয়ার মুভি ডাউনলোডই যাদের ইন্টারনেটে প্রধান কাজ তারা দেশের জন‍্য কী করবে?

যে কাজের কাজী সে সীমাবদ্ধতার মধে‍্যও কাজ করতে জানে। যাইহোক, উপরে আমার মন্তব‍্যগুলো ফান হিসেবেই দেয়া। ফানের মধে‍্য একটু করে খোঁচা দেয়া আছে, যারা বোঝার ঠিকই বুঝেছেন।

৩৬| ০৮ ই মে, ২০১০ রাত ১২:০৩

আমি ভাল আছি বলেছেন: 'লেনিন' বলেছেন:যাইহোক, উপরে আমার মন্তব‍্যগুলো ফান হিসেবেই দেয়া। ফানের মধে‍্য একটু করে খোঁচা দেয়া আছে, যারা বোঝার ঠিকই বুঝেছেন।

পার্থক‍্য
স্পিড/ব‍্যান্ডউইডথ
মন্তব‍্যগুলো
জন‍্য
মধে‍্যও

যারা উপরের বানানগুলো ভাল করে লিখতে পারেন না তারা ব্লগিং এ কেন আসেন:P:P:P:P??

৩৭| ০৮ ই মে, ২০১০ রাত ১২:২৬

রাজিব খান০০৭ বলেছেন: এইসব কেলিন বেলুন কয়থে যে আবালগুলা আয়।
যাউকগা আপনার পোস্টে সহমত

৩৮| ০৮ ই মে, ২০১০ রাত ১২:৩২

আমরা সোচ্চার বলেছেন: দেশে কম্পিউটারে দক্ষ অনেক লোক আছে যাদের দ্বারা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থান তথা বিশাল অংকের বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। কিন্তু ফিল্যান্সিং এর সবচেয়ে বড় অন্তরায় হল ইন্টারনেটের শম্ভুক গতি।

তাই দ্রুত গতির ইন্টারনেট চাই।

৩৯| ০৮ ই মে, ২০১০ রাত ১:০৫

'লেনিন' বলেছেন: @আমি ভাল আছি এর প্রিয় পোস্টের লিস্টে আমার পোস্ট দেখে আসলাম। খারাপ হলে ফেলে দিয়ে কথা বলুন।

৪০| ০৮ ই মে, ২০১০ রাত ১:৪৪

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: এক্কেবারে সহমত। চলেন পিসি বন্ধন করি।

৪১| ০৮ ই মে, ২০১০ রাত ২:০৪

শয়তান বলেছেন: আপনার পোস্ট শিরোনামে মারাত্মক ভুল আছে ।

৪২| ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৯

লালসালু বলেছেন: আমার লাগবে না

৪৩| ১২ ই মে, ২০১০ দুপুর ১:২১

শূণ্য উপত্যকা বলেছেন: ১২নং + লন

৪৪| ১৩ ই মে, ২০১০ সকাল ১০:৫৭

সহজ পৃথিবী বলেছেন: আচ্ছা টেকনিকেললী শাবি কিভাবে করলো ?

খবরটার মানে কি এরকম যে শাবি এখন তার ক্যাম্পাসের জন্য ৮এমবি/সেঃ ব্যান্ডউইথ সাবস্ক্রাইব করেছে ? অর্থাৎ ৮০ হাজার টাকার ইন্টারনেট প্রতি মাসে ?

শাবি রেডিও লিংকের মাধ্যমে ৮ এমবি ব্যান্ডউইথ নিয়ে তা তাদের ওয়াইফাই ও ক্যাম্পাসের কিছু অপটিক নেটওয়ার্কে কানেক্ট করেছে ?

সিলেট শহরের আখালিয়া পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থার অপটিক কানেকশন কি চলে গেছে ?

মাত্র ৮এমবি এর কথা বলছেন ? এদেশে প্রতি সেকেন্ডে ৩৫,০০০ পয়ত্রিশ হাজার এমবি/সেঃ ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে অব্যবহৃত থাকছে। আমার তো মনে হয় সরকার শাবি কে ৮০ হাজার টাকায় ৮ এমবি না দিয়ে ৩২ এমবি ব্যান্ডউইথ দেয়া উচিত ঐ অব্যবহৃত ৩৫,০০০ এমবি থেকে।




৪৫| ১৩ ই মে, ২০১০ দুপুর ১২:১৬

মনিহার বলেছেন: ভাই, যে দিন চালু হলো, সেদিন রাতেই আমি শাবির wifi ব্যবহার করেছি। ডাউনলোড করেছি সর্বোচ্ছ ১৩৬ KBPS ()kbps na)

৪৬| ১৩ ই মে, ২০১০ বিকাল ৩:৫১

রংধনূ বলেছেন: ৮ এমবিপিএস লাইন ব্যবহার করলে বাংলাদেশের যুব সমাজ রসাতলে চলে যাবে।

৪৭| ১৩ ই মে, ২০১০ রাত ১১:১০

পিচ্চি হুজুর বলেছেন: রংধনূ বলেছেন: ৮ এমবিপিএস লাইন ব্যবহার করলে বাংলাদেশের যুব সমাজ রসাতলে চলে যাবে।

আপনাদের মত কিছু মাথা মোটা লোক আছে যারা নেট রে খালি পর্ণ নামানোর মাধ্যম ছাড়া আর কিছুই বুঝেনা ; তাদের জন্য আমাদের এই অবস্থা।

অনেক অনেক ভাল ভাল (অবশ্যই পাইরেটেড) সফটওয়ার আছে যেইগুলা বাংলাদেশ এর কোন দোকানে পাওয়া যায়না ওইগুলা নামানোর জন্যও একটা ভাল কানেকশন দরকার। Multiphysics; Simulia Abaqas; PTC Pro-Eng; Autodesk Algor Simulation এইরকম হাজারো আছে

৪৮| ১৪ ই মে, ২০১০ ভোর ৫:১৩

রংধনূ বলেছেন: @ পিচ্চি হুজুর - "৮ এমবিপিএস লাইন ব্যবহার করলে বাংলাদেশের যুব সমাজ রসাতলে চলে যাবে।" - এটা আমার কথা না। সরকারের কথা। আর সরকার তো একার না। সরকার সবার ।

৪৯| ০১ লা জুন, ২০১০ রাত ১২:৪০

মোসারাফ বলেছেন: এত স্পীড দিলে বাংলাদেশের তথ্য চুরি হয়ে যেতে পারে। :P :P :P =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.