নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার”
যুদ্ধটা ছিলো ন্যায়ের, নীরব স্বরে ছিলো ক্রন্দন,
আবু সাঈদ হলো সে নাম, সংগ্রামের প্রখর বন্ধন।
তার রক্তে লেখা ইতিহাস, রাজপথে বয়ে চলা নদী,
স্বপ্নগুলো যে নিভে গেলো, তবু আন্দোলন রইলো সদা।
বাতাসে ভাসছে তার নামে, শহীদের রক্তিম বারতা,
কোটা সংস্কারের দাবিতে, ছিলো তার অন্তরের আরাধনা।
নির্যাতনে বিদ্ধ হলো সে, নীরব হলো জীবনগান,
তবু জ্বলছে প্রতিবাদের প্রদীপ, সাঈদের নামে উজ্জ্বল পান।
আলো আসবে, আসবেই একদিন, ইতিহাসে লিখিত নাম,
সাঈদ তুমি শহীদ হলে, তবু আমরা হারবো না।
তোমার স্বপ্নে গড়বো নতুন ভোর, সত্যি হবে তোমার আশা,
কোটা সংস্কার, অধিকার ফিরে পাবে, সোনার বাংলার ভাষা।
আজও তোমার কণ্ঠস্বর, প্রতিবাদে গর্জে ওঠে,
তোমার ত্যাগে আলো পায়, প্রতিটি নিপীড়িত হৃদয়ে।
আবু সাঈদ, তোমার রক্তে, প্রতিবাদের অগ্নিশিখা,
জ্বলবে চিরকাল, বাংলার মাটিতে, থাকবে তোমার মহিমা।
৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৪৭
মঈনউদ্দিন বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
২| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: করুনাধারা সঠিক বলেছেন।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১৬
মঈনউদ্দিন বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
৩| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪১
আরোগ্য বলেছেন: আবু সাইদের রক্ত আজ সারা দেশে অন্যায়কে রুখে দিতে দাবানলের মত ছড়িয়ে গেছে। এই আন্দোলনের প্রথম শহীদ চিরস্মরণীয় হয়ে থাকবে।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১৬
মঈনউদ্দিন বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য
৪| ৩১ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: এভাবে সীনা টান করে বীরের মতো শহীদ হওয়ার ঘটনা গোটা পৃথিবীতে বিরল। তিনি প্রমান করে দিলেন কতটা নির্মম রাষ্ট্রে আমাদের বসবাস ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
করুণাধারা বলেছেন: প্রতিবাদের প্রতিচ্ছবি হিসেবে আবু সাঈদ শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর দেশে দেশে পরিচিত হয়ে উঠেছে এবং আগামীতেও এভাবেই তাকে সবাই চিনবে।
প্রতিবাদের কবিতা ভালো হয়েছে।