নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

''টেষ্টটিউব বেবিকে বড় হতে হলে অনেক আস্বভাবিক সমস্যার সম্মুখীণ ''হতে হয়,''বাংলাদেশ ক্রিকেট দল'' সে সমস্যাই অতিক্রম করছে!!

১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৯

সাকিব ব্যক্তিগত ভাবে আমার খুব পছন্দের ক্রিকেটার না। তবে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা ও বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান নিয়ে প্রথম আলো পত্রিকায় যে খোলামেলা সাহসী আলোচনা সে করেছেন তা আমি খুবই পজিটিভ বলে মনে করি।আসলেই আমরা আমাদের বর্তমান ক্রিকেট দলের কাছে অনেক বেশি প্রত্যাশা করছি। আমরা ভুলে যাই, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমরা মাত্র ১২-১৩ বছর ধরে খেলছি তাও আবার কুলিন দলগুলো বিশেষ করে ভারত ও অস্ট্রেলিয়া, আমাদের সাথে কোন টেষ্ট সিরিজ খেলতে খুব একটা আগ্রহী নয়। আমরা ভুলে যাই নিউজিল্যান্ড দল খেলা শুরুর ২৬ বছর পর টেষ্ট জয় পায়। সাকিব ঠিকই বলেছেন শ্রীলংকা দলের অবস্থা ৯৬’ বিশ্বকাপের পুর্বে কালুভিতারানা ও জয়সুরিয়ার ‘পিঞ্চ হিটিং’ সংস্করন আবিস্কারের আগে কি ছিলো ? তারপর ৯৬ বিশ্বকাপ বিজয়ের পরে তাদের খেলার ধরনে আমুল পরিবর্তন আসে।আর একটি বিষয় আমাদের খেলোয়াড়দের শারিরীক সক্ষমতার বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না।অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের শারিরীক দক্ষতা ও আমাদের খেলোয়াড়দের শারিরীক সক্ষমতা কোন ক্রমেই এক নয়। এরপরে আস্‌ আমাদের দেশে খেলোয়াড়দের বিভিন্ন ইন জুরি সংক্রান্ত চিকিৎসা দেয়ার মতো প্রখ্যাত কোনো চিকিৎসক বা সে ধরনের মানসম্পন্ন হাসপাতালও নেই । এখানে অপ্রসাংগিক ভাবে একটি ঘটনা উল্লেখ করলে বিষয়টি আরো পরিস্কার হবে , ‘ধরুন আজকের বিশ্বের সেরা ফুটবলার মেসি যদি স্পেনের মতো উন্নত দেশে ছোট সময়ে বার্সিলোনা দলের মাধ্যেমে চিকিৎসা নিতে না পারতো তাহলে বর্তমান মেসিকে কি আমরা খুজে পেতাম?’ তারপর আর একটি বড় সমস্যা হলো আমাদের একজন খেলোয়ার ইনজুরীতে পরলে তাকে কোন দেশে চিকিৎসা বা অপারেশন করা হবে সে সিদ্ধান্ত নেবার জন্যেও বিসিবি সভাপতির দিকে হা করে তীর্থের কাকের মতো হা করে তাকিয়ে থাকতে হয়।তাই বাস্তবতার নিরিখে এ সমস্যা যেমন এখনি আমরা সমাধান করতে পারব না ,সুতরাং প্রত্যাশার গন্ডি নির্ধারণের পুর্বে বিশ্বক্রিকেটের অন্য দল গুলোর বর্তমান অবস্থায় আসার পিছনের প্রেক্ষাপটাও আমাদের একটু গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে।আর একটা কঠিন সত্য কথা হল, আমরা টেষ্ট স্ট্যাটাসটা আসলে খেলোয়াড়ি মানদন্ডে যতটা না পেয়েছি তার চেয়ে অনেক বেশি ভুমিকা রেখেছিলো সাবের চৌধুরী ও আশরাফুল হকের ক্রিকেট কুটনীতির সফলতা ,যাতে তৎকালীন ভারতের বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়ার অবদান ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।সুতরাং একটি টেষ্টটিউব বেবিকে বড় হতে হলে অনেক আস্বভাবিক সমস্যার সম্মুখীণ হতে হয় ,তা মেনে নিয়েই মা-বাবাকে সন্তান বড় করতে হবে। আবেগে গা ভাসালে চলবে না। বাংলাদেশের ক্রিকেট দলের ক্ষেত্রেও এ কথাটি আরো অনেক বেশি প্রযোজ্য।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২

এন ইউ এমিল বলেছেন: চরম সত্য

২| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:১৭

ঢাকাবাসী বলেছেন: অক্ষমতা আর অযোগ্যতাকে ঢাকবার একটা ব্যার্থ চেষ্টা!

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেকটা একমত, কিন্তু বাংলাদেশের নীতিহীন রাজনীতিও এর পেছনে একটা বড় ফ্যাক্টর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.