নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ মাকসুদুর রহমান

মোঃ মাকসুদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল -২০১৪ গ্রুপ অব এফ বা Group of favoured (বিশেষ সুবিধাপ্রাপ্ত গ্রুপ)

২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩২



ফুটবলবোদ্ধারা মনে করেন এবারকার সবচেয়ে গ্রুপ-এফ। যে গ্রুপে আছে ২৮ বছর আগের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা , প্রথম বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাইকৃত যুদ্ধ বিধবস্ত বসনিয়া,নাইজেরিয়া ও একমাত্র ১৯৬২ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয়ী অর্থনৈতিকভাবে বিধবস্ত ইরান। আসলেই এই গ্রুপের দলগুলোর অতীত রেক র্ড দেখলে কিন্তু এটাকে Group of favoured (বিশেষ সুবিধাপ্রাপ্ত গ্রুপ) না বলে উপায় নেই।

গ্রুপের একমাত্র( আর্জেন্টিনা ছাড়া )দল নাইজেরিয়া এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপে অংশ নিলেও তাদের সর্বোচ্চ ফলাফল ৯৪ ও ৯৮ তে সুপার ১৬ জায়গা করা।

বসনিয়া ৭৭ তম দেশ হিসেবে প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে।

ইরান এবার নিয়ে চারবার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। যাদের বিশ্বকাপের সর্বোচ্চ সফলতা ৫২ বছর আগে একবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয়।

সেই ইরানের সাথে কালকের খেলায় বিজয়ের পরে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ভাবসাব দেখে মনে হচ্ছিল এটা বুঝি ফাইনাল খেলা।তাদের ভাষায় সব দোষ যেনো ইরানী খেলোয়ারদের তারা কেন রক্ষন দুর্গ সফল ভাবে পাহাড়া দিল।আসলেই তাদের দোষ দিয়ে লাভ কি ? আর্জেন্টিনার কাগুজে বাঘখ্যাত বিশ্বসেরা ফরওয়ার্ড লাইনের (নামেই তাল পুকুর ঘটি ডোবে না) যদি ইরানের জালে বল ঢুকাতেই ৯০ মিনিটে ব্যর্থ হয় , তাহলে সেই দোষ নিশ্চিতভাবে অবশ্যই ইরানের শক্তিশালী ডিফেন্সের ?

আরে ভাই তোমরা অন্তত বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের কথা তো চিন্তা করবে , তোমরা গোল পোষ্ট না ছাড়লে মেসি , আগুয়েরারা গোল দিবে কিভাবে ?

তবে কালকের খেলা দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপ জিততে হলে- '

'শুধুমাত্র পা দিয়ে খেললে হবে না ৮৬ সালের মতো হাত দিয়েও খেলতে হবে'' ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫১

তাপদহন বলেছেন: ঠিকই বলেছেন, গ্রুপ এ হল এডভান্সড গ্রুপ, যেখানে ব্রাজিল মেক্সিকোর মত এডভান্সড টিম আছে

গ্রুপ বি হল ব্যাড গ্রুপ, যেখানে সাবেক চ্যাম্পিয়নরা গো-হারা হারে।

গ্রুপ ডি হল ডেথ গ্রুপ - যেখানে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে

২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনি অনেক ভালো বলেছেন।

২| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

কেএসরথি বলেছেন: খাইসে ম্যারাডোনার এক গোল - তাও কিনা ইংল্যান্ডের বিপক্ষে - সেটা নিয়ে ব্রাজিলের সমর্থকদের এত মাথা ব্যাথা কেন?

আর বিশেষ সুবিধা পাওয়া দেশ তো ব্রাজিল - সবসময় মাঠে ১২ জন নিয়ে নামে।

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৫৭

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: ফিফা যদি ব্রাজিলের কথা ওঠে বসে তাহলে কি বলার আছে? তবে ব্রাজিল যেহেতু ফুটবলের পরাশক্তি তাই প্রভাব অন্য যেকারো চেয়ে বেশি থাকবে সেটাতো খুব স্বাভাবিক। যা আমরা প্রতিনিয়ত রাজনৈতিক ক্ষেত্রে আমেরিকা আর ক্রিকেটের ক্ষেত্রে ভারতের একচ্ছত্র প্রভাবের মাধ্যমে হাড়ে হারে টের পাচ্ছি।তাই আপনার কথা আমি গর্বভরে মেনে নিচ্ছি।

৩| ২২ শে জুন, ২০১৪ রাত ৯:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ! আমাদের কেউ একজন রেফারী দাও, তারপর বাকিটা তো ইতিহাস!! ;) ;)

মাশাল্লাহ আপনি খুব সুন্দর বিশ্লেষন করেছেন। মুগ্ধ।

২৩ শে জুন, ২০১৪ রাত ১২:৫১

মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনার প্রশংসায় আমি ধন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.