![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে বিদ্যুতের উৎপাদন বাস্তবিক অর্থে সত্যিই বেড়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সাপ্লাই পাইপ লাইনের মেরামত না করার ফলে গত ১ নভেম্বর সারা দেশে একসাথে পাওয়ার সঞ্চালন বন্ধ হয়ে যায়।তাই শুধু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমেই যে দেশকে আলোকিত রাখা যায় না ,তা দেশবাসী প্রায় ১৬ ঘন্টা নিকষ কালো অন্ধকারে থেকে অভিজ্ঞতা দিয়ে অনুভব করেছে।ঠিক ''গণতন্ত্র'' একটি দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার 'সেন্ট্রাল প্রসেসিং ইউনিট' বা হার্ডডিস্ক হিসেবে বিবেচিত ।সেখানে যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তবে দেশ যতই উন্নয়নের সাগরে ভাসুক না কেন তা একদিন গত ১ নভেম্বরের সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের মত পুরো দেশের সিষ্টেম বিকল হয়ে অদূর ভবিষ্যতে সম্পুর্ণরুপে অচল হয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে।যে বিপর্যয়ের হাত থেকে দেশের সাধারণ নাগরিকরাও নিরাপদ থাকতে পারবে না ।তাই শুধু রাজনীতিবিদদে্রকে দেশের সমস্ত সব সমস্যা সমাধানের দায়িত্ব না দিয়ে নাগরিক সমাজের সবাইকে দেশের ভবিষ্যত সিস্টেম ফেইলরের হাত থেকে থেকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে।অন্যথায় দেশ একদিন ''গণতান্ত্রিক স্বৈরাচার রবার্ট মুগাবের দেশ জিম্বাবুয়ে''র পরিণতি বরণ করতে হবে
©somewhere in net ltd.