![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি কালো দিন হিসেবে চিহ্নিত।যদিও একথা ঠিক আমাদের দেশে সেই অর্থে গণতন্ত্র শক্ত ভিত্তির দাড়াতে পারেনি। তার জন্য সব শীর্ষ রাজনৈতিক নেতৃত্বই অনেকাংশে দায়ী।তবে ৫জানুয়ারি ২০১৪ সালে যে ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে তা সামগ্রিকভাবে আমাদের গণতন্ত্রকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে এ থেকে স্বাভাবিকভাবে উত্তরণের কোনো সঠিক পথ আমাদের জানা নেই।তাই আমাদের সবাইকে একটি বিষয় পরিস্কারভাবে স্মরণ রাখতে হবে, বাংলাদেশের গণতন্ত্র যে গভীর খাদে নিমজ্জিত হয়েছে সেখান থেকে উদ্ধার করতে হলে দীর্ঘ এক অনিশ্চিত যাত্রা অতিক্রম করতে হবে। সুতরাং বিএনপি'র নেতা কর্মীদের একটা বিষয় মনে রাখতে হবে ''৫ জানুয়ারি একটা তারিখ মাত্র'', এটাকে অধিক গুরুত্বারোপ করা বরং চলমান গণতন্ত্র পূনঃরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করবে।
সেক্ষেত্রে ৫ জানুয়ারিকে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের 'যাত্রাবিন্দু' হিসেবে বিবেচনা করলে আন্দোলনের অভীষ্ট লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা রাখতে পারে।তাই আসুন '৫ জানুয়ারিকে গণতন্ত্র পূনঃরুদ্ধারে'র 'শেষ তারিখ' হিসেবে না দেখে এটাকে আন্দোলনের অন্যতম একটিমাত্র 'তারিখ সংখ্যা' হিসেবে দেখি।কারণ আমাদের সবাইকে মনে রাখতে হবে গণতান্ত্রিক আন্দোলন কোনো তারিখ সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হয় না , এটা সম্পুর্ণ রুপে একটি চলমান প্রক্রিয়া।
তবে ইতিহাস বলে, কোনো স্বৈরাচার জনগণের ইচ্ছাকে বা মতামতকে অগ্রাহ্য করে কেবলমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি।'বাংলাদেশে তো তা আরো বেশি সম্ভব নয়'।তাই শুধুমাত্র ''৫ জানুয়ারি'' নয় যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদের সবাইকে সেই শক্ত ও কঠিন মানষিকতা গড়ে তুলতে হবে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৮
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: যে গণতন্ত্র আছে তা হচ্ছে 'এক্সক্লুসিভ গণতন্ত্র' যেখানে দেশের বেশিরভাগ ভোটারের মত প্রকাশের কোনো সুযোগ ছিলো না। আমরা সেই গণতন্ত্র চাই যেখানে অন্তত আমাদের ভোট দেয়ার অধিকার থাকবে।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩
আমার পথ চলা ১ বলেছেন: বর্তমানে স্বৈরতান্ত্রিক গণতন্ত্র চলছে। যা প্রকৃত গণতন্ত্রের জন্য খারাপ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনি ঠিক বলেছেন, এটা বাস্তবিক অর্থে আমাদের নিভু নিভু গণতন্ত্রকেও পুরোপুরি নিভিয়ে দিয়েছে। তাই এখান থেকে উত্তরণ জরুরী।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩
জহির উদদীন বলেছেন: আজ স্বৈরাচার যখন সমাবেশ করে তখন তা হয় গণতন্ত্র, আর এই স্বৈরাচারের কাছে থেকে গণতন্ত্র ছিনেয়ে (১৯৯১) এনে প্রথম গণতান্ত্রীক দল আজ সমাবেশ করতে চাইলে তাকে বলা হয় সন্ত্রসী দল......দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর এর পরিনতি কি হবে আল্লাহ পাকই ভাল জানেন.....
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: বাংলাদেশ আজ সত্যি গণতন্ত্র বিপন্ন হতে চলেছে আর মিথ্যার গনতন্তের দিবস চালু হতে যাচ্ছে !!!
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
যোগী বলেছেন:
খালেদা জিয়া কি পারবে?
তারেক থাকলে পারতো, কুলাঙ্গারটা দেশে আসেনা কেন?
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আমি আপনার সাথে একমত।তারেক জিয়ার দেশে এসে তার রাজনৈতিক যোগ্যতা প্রমাণ করা উচিৎ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
শেখ মফিজ বলেছেন: আমাদের গণতন্ত্র মানেই ক্ষমতা আমার ।
এটা সবার নীতি ।
আমরা জনগণ ভালোভাবে থাকতে চাই ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
মোঃ মাকসুদুর রহমান বলেছেন: আপনি ঠিক বলেছেন-'আ'মরা জনগণ ভালোভাবে থাকতে চাই'' আর জনগণ সামগ্রিকভাবে বর্তমান এবং এই দুই সময়ে ভালো থাকতে হলে পৃথিবী চল মান যতগুলো সরকার পদ্ধতি আছে তার মধ্যে প্রমানিত সত্য হচ্ছে গণতন্ত্রই হচ্ছে সর্বোৎকৃষ্ট।তাই আমাদের ভালো থাকতে হলে গণতন্ত্র দরকার।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯
নিলু বলেছেন: গণতন্ত্র তো চলমানই আছে ভাই , দেখা যাক কি ধরনের গনতন্ত্র আসে ?