![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়ের বন্দুর পথ ধরে
আমরা উঠছি ক্রমাগত উপরে, আর একটু উপরে...
আমার হাত তোমার হাতে.
তোমার হাত শক্ত করে ধরে আছে
আমার প্রতিজ্ঞাবদ্ধ হাত.
আমরা উপরে উঠছি ক্রমাগত উপরে
মাঝে মাঝে পা পিছলে পড়ে যাচ্ছিলে তুমি
শক্ত হাতের টানে আবার উঠে গেলে ।
নিচ দিয়ে প্রবাহমান নদী ,
নৌকার মাঝিরা সাহস যোগায় হৈয়াহৌ.হৈয়াহৌ
দাড়টানা শব্দে …।
আমরা ক্রমাগত উপরে উঠছি
এক সময় চূড়ায় উঠলাম
আমি তোমাকে জড়িয়ে ধরলাম
আমৃত্যু নাছাড়ার আশায়
তুমি আমাকে ধরলে…
আমরা উপরে উঠলাম,পাহাড়ের চূড়ায়
নিচে প্রবাহমান নদী.
আমরা হাত বাড়ালাম উপরে
আরো উপরে
একসাথে আকাশ ছুবো বলে ।
২| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৪
মামুনবেলায়েত বলেছেন: হ্যা রিয়াদ.......
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
রিয়াদ হোসেন আশিক বলেছেন: অসাধারন হইছে ভাই,এটা কি আপনার লেখা