নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনবেলায়েত

মামুনবেলায়েত

আমি প্রাকৃতিকতা ভালবাসি

মামুনবেলায়েত › বিস্তারিত পোস্টঃ

কাল যখন আমার মৃত্যু হবে

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৫:০০



কাল যখন আমার মৃত্যু হবে

অঘোষিত এক নিয়মে আমাদের দামী সব বিচানা থেকে

নামিয়ে দেবে সবাই ।

বারিন্দার পিপাসু মাটির উপর

নোংরা এক মাদুরে

পড়ে রবে আমার শব ।

আমার প্রান হীন দেহ ভীতু মানুষগুলো

দুর থেকে কাদঁতে কাদঁতে

ভেজাবে বারিন্দার মাটি ।

সলিমের মা , সগিরের বধু তারাও কাদঁবে

আমার মা-বোনের কান্না দেখে মুখে আচল ডিবে ।



তারপর,

কতোনা অপরিকল্পিত আয়োজনের পর

আমার শব বয়ে নিয়ে যাবে

অন্ধকার কবরের দিকে ।

দোয়া আর দরূদ পড়তে পড়তে

আপনজনেরা নতুন সাজে সাজাবে আমাকে .

অন্ধকার এক অপরিচিত ঘরে

আমাকে রেখে একে একে

চলে আসবে সবাই .

আমার প্রানহীন দেহ

আপন করে নেবে কবরের মাটি .

আর তোমাদের পৃথীবীতে

কদিন পর ভূলে যাবে সবাই .

আমি মরহুম হব

হব প্রয়াত ,হব কত বিশেষনে.

ধীরে ধীরে মিশে যাবো মাটির সাথে.

হয়ত আঁশ হবো দোঁয়াশ মাটি.

আমার মাংশ পঁচা আঁশে

তোমরা ফলাবে শস্য ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভেচ্ছা। চালিয়ে যান।

২| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১০:০৯

মামুনবেলায়েত বলেছেন: ধন্যবাদ তনিমা......আপু....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.