নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুনবেলায়েত

মামুনবেলায়েত

আমি প্রাকৃতিকতা ভালবাসি

মামুনবেলায়েত › বিস্তারিত পোস্টঃ

আমাদের সংস্কৃতি ,পাখি ড্রেস ও আমাদের পাখিরা.....।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫২

গত কয়েকদিন আগে শ্রদ্ধেয় গোলাম মাওলা রনি মাননীয় তথ্য মন্ত্রী বরাবর একটি খোলাচিঠি লিখলেন ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমাদের রক্ষা করার জন্য ।ওখানে তিনি ভারতীয় চ্যানেলের বিভিন্ন সিরিজের সমাজ বিদ্বংসী ভূমিকার কথা উল্লেখ করেছেন । যার পর পরই আমরা লক্ষ্য করলাম এভারের ঈদে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় সিরিজের নায়িকাদের ভাবীদের নামকরা পোশাক নিয়ে ভয়াবহ সামাজিক বিপর্যয়ের । শুধুমাত্র পাখি ড্রেসের কারনে দীর্ঘ দিনের সংসার ভেঙ্গেছে অনেক ..আত্মহত্যা করেছে বহুজন ।অন্যান্য সিরিজের ভাবীদের পরনের শাড়ী কিনার বায়নাতে অনেক পরিবারের সংঘাত চরমে ।ভারতীয় সিরিজ দেখতে দেখতে এরা এতটাই বেপরোয়া যে উল্লেখিত চাহিদার জন্যে এরা পর পুরুষের হাত দরতেও দ্বিধা নেই । পরকীয়া আর বেয়াহাপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ।এক সময় গ্রামের যুবক ছেলেরা সাইকেল চালিয়ে কলেজে যেতে যেতে বিভিন্ন বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাড়ির ভিতরের তরুনীদের কোরআানের সুমধুর আওয়াজ শুনতো আর এখন হেড ফোন কানে দেওয়া তরুনীর বুকে আমার আগুন জ্বলে গান শুনে যুবক ছেলেদের আগুন নেভানোর তৎপরতা বেড়ে যায় ।

আজ গাজায় নিরীহ শিশু আার নারীদের রক্ত মাখা লাশ দেখে এদেশের নারীদের মন কাঁদেনা যতটা না কাঁদে ভারতীয় সিরিজ দেখে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০১

হেডস্যার বলেছেন:
হক কথা।

পাখি ড্রেসের কারনে যেগুলা আত্মহত্যা করছে তাদের আরো আগেই মরে যাওয়া উচিৎ ছিল তাহলে দুনিয়ার আলো, বাতাস, খাদ্য, বাসস্থানের অপচয় কিছুটা হলে ও কম হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.