![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দুঃসাহস,কি স্পর্ধা
হাজার মাইল ওপাশ থেকে এসে
আমার ঘরের ভাত রুটি খেয়ে
আমায় বলে , বলবি উর্দূ ।
বেটা আমায় হরফের নেকী দেখায়,
আমার কোমল হৃদয় দেখে বোঝায়
ধর্মভাই, তারটা ঠিক।
কি দুঃসাহস,কি স্পর্ধা
আমার ভাষা বদলে দেবে নেকীর লোভ দেখিয়ে।
মূর্খের মত আমারে বোঝায়,
ঈশ্বর এক ভাষী।
শোন হত্চছাড়া,
মোরা বাঙ্গালী,মোরা বাংলায় কথা বলি,বলবো
তোমার ঈশ্বর/আল্লাহ্
আমার বাংলা ও বোঝে।
©somewhere in net ltd.