নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে গেলে- তবু কিছু থাকবে আমার : আমি রেখে যাবোআমার একলা ছায়া, হারানো চিবুক, চোখ, আমার নিয়তি

মনিরা সুলতানা

সামু র বয় বৃদ্ধার ব্লগ

মনিরা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘশ্বাসের দ্রাঘিমা

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

জাহিদ অনিক এর " অনন্যোপায় " কবিতার অনুভবে, কবিতায় উত্তর।





গুনতি'তে বেশ হাত পাকিয়েছ আজকাল !
স্তব্ধ দুপুরের নিঃশ্বাস ছুঁয়ে বলে দিতে পারো, রাতের অভিসারের শিহরন।
হাতের রেখায়, চোখের কারুকার্যে যে হৃদয় পড়তে জানতে না ;
দীর্ঘশ্বাসের দ্রাঘিমা আঁক তার ঠিকঠাক।


খুব জানো, মরাল গ্রীবা বাঁকিয়ে যতই চলুক ডুবেছে সে হাঁটুজলে
আনত দৃষ্টি খুঁজে বেড়ায় পথে জমে থাকা শামুক।
দিনশেষে খুঁটে খুঁটে জমা করে ক্যাবোল তোমার ফেলে যাওয়া ধূলিকণা
শব্দ তৃষা বুকে নিয়ে পাড়ি সে দেয় কত আকাল।


জলবিম্ব দর্পনে সুখের ছবি’তে মুগ্ধতা তোমার কবি
সে দেখা' ই আচঁলের বলে ভ্রম হয় ।
অযুত বিম্বতা' ই মোবারক তোমাকে ;
- কাছে আসার
- নি:শ্বাসে দগ্ধ হবার
- পোড়া সুখ নাই বা নিলে ।
কোন এক অস্ফুট উচ্চারনের দিগন্তরেখা
ধ্রুবতারা করে রেখো হাতে; যতনে আদরে শিশিরে সোহাগে।
অসহ্য অশ্রাব্য সুখের ফিসফিসানী এ জন্মে নয়।


মধ্যরাতের গাঢ় নিদ্রার প্রগাঢ়তা করে যে রেখছিলো তোমায়।
সে ভুল ছিল !
যে প্রগাঢ়তা, নতদৃষ্টির আর্দ্রতায় সমস্ত টা জুড়ে তীক্ষ্ণ ঝিঁঝিঁ 'র ঝুমঝুম !
সেই সুখে নেই আজ অধিকার।


জেনে রেখো কবি -

প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাঁজায়
নাকে এসে লাগে বহুদিনের ভাবা সমুদ্র নোনাজল গন্ধ ;
সে প্রহরে সে জলে জলে জমা রাখে শিশিরের স্নিগ্ধতা ।
অতটুকু আবদারের আর্দ্র মহুয়া , যে ওমে রাখে ; বড্ড ধীর বিলাসিতায়
তাকে ধরা পড়ে যাবার দোহাই দিতে নেই কভু।
জোড়া চোখের মায়া তাতে লেগে থাকে -
আসমুদ্র হিমাচল।


অতখানি অবহেলে অবগাহনের সুখ নিতে নেই ;
নিত্যকার চালডালে আটপৌড়ে করে-
অযাচিত ভালোবাসায় সিক্ত হয়ে, অবহেলে ঐ চোখে চোখ রেখো না !
ফেরানো দৃষ্টির শূন্যতায় উন্মাদ হতে হবে !

মনিরা
০৪-১১-২০১৮




বেশ কিছুদিন থেকে ব্লগীয় মিথস্ক্রিয়ার চমৎকার কিছু লেখা পাচ্ছি , নুর ভাই যেমন অসম্ভব আন্তরিকতায় সবাই কে ডাব , চা এ আপ্যায়ন করেছেন, পদাতিক চৌধুরি ভাই শারদ ছুটির উৎসব আনন্দ ভাগাভাগি করলেন আমাদের কে দারুণ এক চিলকা ভ্রমণ অভিজ্ঞতায়। শায়মার গ্রাফোলজীর মন্ত্রে আখেনাটেন এর অসাধারণ রম্য এবং মলাসইলমুইনা ভাইয়ার ডুডুলজি নিয়ে সাতকাহন। সব কিছুই চমৎকার ব্লগিং সময়ের উদহারন হয়ে থাকবে। অতসব দারুণ পোস্ট দেখার পর মনে হল, কবিতা'র দিক টা বাকি রয়ে গেল। যেহেতু ব্লগে মাঝে মাঝে কবিতার ব্যানারে আমার কিছু অ-কবিতা দিব্যি চালিয়ে দিয়েছি, তাই সাহস করে আমাদের বর্তমান ব্লগের সবচাইতে সম্ভাবনা ময় উদীয়মান কবি জাহিদ অনিক এর " অনন্যোপায় " কবিতার একটা উত্তর লেখার চেষ্টা করলাম। কতটুকু উত্তর আর কতটুকু কবিতা হয়েছে সে পাঠক আপনারা আর কবি জাহিদ অনিক বলতে পারবেন। আমি তো লিখেই ধন্য হয়েছি। সকল ব্লগারদের সব সময়ে ভালো থাকার শুভ কামনা।

মন্তব্য ৯৪ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪০

কথাকথিকেথিকথন বলেছেন:




প্রেমিক প্রেমিকার মাঝে প্রেম নামক অলসতা খেলা করে। দূরত্বে দাঁড়িয়ে প্রেমিকা আক্ষেপ খোঁজে! বড্ড আলগোছে প্রেমিক!
কতশত কত কাহন হৃদয়ের অঙ্কুরে!

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: কবিতার প্রথম পাঠক হিসেবে একজন দুর্দান্ত কবি' কে পাওয়া কিন্তু অন্য রকম অনুভূতি !! সাথে অমন চমৎকার মন্তব্য।
হৃদয় অঙ্কুরে জমা হৃদ কাহন ই কিন্তু শব্দে শব্দে মধুরতম সঙ্গীত হয়ে বাজে অভিন্ন হৃদয়ে।

ধন্যবাদ পাঠে এবং চমৎকার মন্তব্যে :)

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার কবিতা। প্রতিটি স্তবকই মুগ্ধকর। শেষের স্তবকটি অনেক ভাল লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

মনিরা সুলতানা বলেছেন: হুম শেষের স্তবকে, কঠিন বাস্তব আগেই মনে করিয়ে দেয়া হয়েছে কিন্তু ;)
ধন্যবাদ সুজন
শখের লেখালিখি'তে কেউ ভালোলাগা প্রকাশ করলে লেখায় আনন্দ দ্বিগুণ হয়।


অনেক অনেক শুভ কামনা :)

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। মুগ্ধ হলাম কবিতা পাঠে।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

মনিরা সুলতানা বলেছেন: তোমার লেখা মাত্রই পড়ছিলাম, মন্তব্য করে এসছি।
অনেক অনেক ধন্যবাদ মামুন কবিতায় ভালোলাগা প্রকাশের জন্য।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

রাকু হাসান বলেছেন:


আচ্ছা আচ্ছা সব মনে থাকবে । রাখেবো না চোখ ;) । কবিতা সকল আহবান মেনে চলিবো । B-)
একটি গবেষণালব্ধ ফলাফল জানাই তোমাকে আপু :)
স্মৃতি'র ঘানিতে--পুঁই ডাটা ও ইলিশের ঝোলে মন বেঁধে রেখেছিলে । এমনই বাঁধন ছিলো যা গল্পে গল্পে জীবন! অথবা জীবনের গল্পেও ছিঁড়েনি । ;) হেমন্তিকাতে ছিঁড়ছিলো কিছু সময়ের জন্য =p~ ।দীর্ঘশ্বাসের দ্রাঘিমায় সেই আবার পুঁই ডাটায় মুগ্ধ হলাম । বুঝা যাচ্ছে কবিকে যে কেউ পুঁই ডাটা ,চিংড়ি,ইলিশের ঝোল খাইয়ে অসাধ্য সাধন করে ফেলবে । আমার বাসায় কোনো দিন আসলে খাবার মেনুতে শুধু পুঁই ডাটা ,ইলিংশ এবং চিংড়ির ঝোলই রাখবো । অন্য কিছু হবে না । হাহাহা ;) :P
তোমার কবি দেখেই লগ ইন করলমা । কবিতায় অনেক ভালো লাগা আমার । শুভরাত্রি । :)

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৫

মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আচ্ছা !!
এই কবিতার সব মনে রাখবার কোন ই দরকার নেই রে ;) যে তোমার জন্য কবিতা লিখে হন্যে হয়ে নিজেই কবিতা সেজে তোমাকে খুঁজছে তার কবিতার সব লাইন অক্ষরে অক্ষরে মেনে চললেই হবে।


হাহাহাহা করেছ কি !!
তুমি আমাকে কি রান্না করে খাওয়াবে এসব , এই রান্নায় আমি ই সেরা বুঝলা !
তার চাইতে তোমার গবেষণা লব্ধ ফলাফলে 'র সব পদ ই আমি নিজে রান্না করে সবাই কে একদিন দাওয়াত করব , ঠিক আছে !

শুভেচ্ছা নাও রাকু হাসান অতখানি আন্তরিকতা প্রকাশের জন্য।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০২

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। শুভ রাত্রি।

ক্যাবল এভাবে না লিখে কেবল লিখলে কেমন হয়? কারণ এই ক্যাবল তো, তার জাতীয় কিছু বোঝায়। বাকিটা কবি জানে !

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর ;
আপনাকে কবিতায় পেয়ে ভালো লাগছে ! সব সময় চমৎকার মার্জিত উচ্চারণে লেখায় ভালোলাগা প্রকাশ করেন আপনি ।

হুম কেবল লিখলে ও হয় , আমার আগের লেখায় ও কেউ কেউ বলেছেন; কিন্তু উচ্চারণের মত লিখতে গেলে ক্যাবল টাই লিখে আনন্দ পাই।


শুভ কামনা সবসময়ের জন্য, শুভ রাত্রি।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

সুমন কর বলেছেন: ওকে ওকে..........ঠিক আছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ;
ভালোথাকবেন সব সময়।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



ভালো থাকুক ভালবাসা!! ভালথাকুক ভালবাসার মানুষগুলো ভালবাসারকাছে অনেক বড় ভুলও ক্ষমার যোগ্য হয়ে যায়! ভালবাসুন, কিন্তু কিছু গোপন রেখে না।সম্পর্ক জড়াবার আগে সব সত্য বলে দিন, মাফ চেয়ে নিন!! তারপর দেখবেন আপনিই শ্রেষ্ঠপ্রেমিক-প্রেমিক। ভালবাসায় মান অভিমান থাকবে; এগুলো অলঙ্কার স্বরূপ।

কবিতায় ভাল লাগা রইলো, আপু।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: খুব খুব চমৎকার বলেছেন তো !!
ভালবাসায় মান অভিমান থাকবে; এগুলো অলঙ্কার স্বরূপ।


আপনি দারুণ আর্টিকেল, বিশ্লেষণ ধর্মী লেখায় ! কবিতায় মত করে কথা ও বলেন , মন্তব্য ও করেন আজ জানলাম। আর সত্যি বলতে কি সততা যে কোন সম্পর্কের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, বলেই আমার মনে হয়।


অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী! কবিতায় ভালোলাগা প্রকাশের জন্য।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২২

হাসান মাহমুদ নীল বলেছেন: হয়তো কোনো একদিন আপনার মতো এত্ত সুন্দর কবিতা আমিও লিখতে পারবো ☺ অসাধারণ ভাবের প্রকাশ

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

মনিরা সুলতানা বলেছেন: হাসান মাহমুদ নীল;
আমার লেখায় আপনার প্রথম মন্তব্যে ভালোলাগা রাখলাম!
অনেক ধন্যবাদ কবিতা পাঠ করে দারুণ মুগ্ধতায় ভালোলাগার প্রকাশের জন্য।
হয়ত আপনার লেখা ও আমাদের , পাঠকদের অতটাই প্রিয় ; হয়ত আপনার মত করে লেখার স্বপ্ন অনেকেই দেখে।


ভালো থাকুন , দারুণ সব লেখায় থাকুন :)

৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৮

সোহানী বলেছেন: দুই সেরা কবির লড়াই................ চলুক তাতে আমরা দুই প্রতিভাধরের প্রতিভার সন্ধান পাই বারবার।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা আপু তোমার মনে আছে তাহলে ? আগে ও এমন কবিতা' র যুগলবন্দী হয়েছিল আমাদের কবিতায় শুধু লড়াই ই চলে।
অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে, কবিতার সাথে থাকার জন্য।

শুভ কামনা।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ নুর ;
সবসময় একজন খুব ভালো ব্লগার হয়ে থাকার জন্য।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

চাঙ্কু বলেছেন: ব্লগের এই মিথস্ক্রিয়াটাই ব্লগের প্রান।
কবিতা সেইরাম সৌন্দর্য হইছে!

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

মনিরা সুলতানা বলেছেন: সত্যি' ই তাই মিথস্ক্রিয়াই ব্লগের প্রাণ ! ব্লগের সৌন্দর্য!

আল্লা !!!!! আপনে কবিতা পড়ছেন ? আমি কিন্তু আনন্দিত :)

১২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

মনিরা সুলতানা বলেছেন: মোস্তাফা সোহেল ;
আমার কবিতায় পাঠক হিসেবে আপনাকে পেয়ে ভালোলাগছে; ভালোলাগার প্রকাশে ধন্যবাদ আপনাকে।

সব সময় ভালো থাকেন এই শুভ কামনা।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

শিখা রহমান বলেছেন: নীরা তোমার আঙুলে শব্দেরা পোষা ছন্দে ঘুর ঘুর করে। এমন সুন্দর করে কিভাবে যে লেখো!! তোমার কবিতা বার বার পড়ে মাতাল হওয়া যায় মেয়ে। :)

জাহিদের দুর্দান্ত কবিতা আরেকটি আশ্চর্য সুন্দর কবিতার জন্ম দিলো। দুটো কবিতাই ভালো লেগেছে।

এই কবিতার শেষের স্তবকটা শুধুই মাতাল হওয়া, কেবলই ভালোলাগা!!

শুভকামনা ও ভালোবাসা কবিতার মেয়ে। ভালো থেকো ভালোবাসায়, কবিতায়!!

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

মনিরা সুলতানা বলেছেন: শব্দজালের এ অনুভূতি কিন্তু দু' প্রান্তেই সমান শিখা রহমান !
আমার মুগ্ধতা নাও তোমার আদুরে ছন্দবন্ধ মন্তব্যে;
জাহিদের কবিতা নিয়ে শুধু তুমি আমি না ব্লগের সবাই সব সময় অতটাই আশাবাদী, একটি দুর্দান্ত কবিতাই পারে আর একটি কবিতার জন্মদিতে। সে হিসেবে সকল কৃতিত্ব মূল কবিতার মালিকের।

তোমার জন্য এক শ্রাবণের সমস্ত আনন্দধারা।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

ওমেরা বলেছেন: চমৎকার কবিতায় মুগ্ধ হলাম আপুনি।থাকুন সুস্থ থাকুন সব সময়। অনেক ধন্যবাদ আপুনি।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

মনিরা সুলতানা বলেছেন: তুমি ও সব সময় ভালো থেকো! আনন্দে থেকো ; ভালোবাসায় থেকো।
শুভ কামনা।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জাহিদ অনিক ব্লগীয় কবিতার সাগরের আরেক মুক্তা, আর আপনি....:)


আসলেই ইদানীং ব্লগে খুব ভাল দিনকাল কাটছে।

শুভকামনা আপনার জন্য, আর নির্মল ভালবাসা কবিতার প্রতিটি শব্দের জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম আপনার সাথে পূর্ণ সহমত , জাহিদ অনিক কবিতার সাগরের মুক্তা আর আমি ! হব হয়ত শ্যাওলা জাতীয় কিছু :)

ব্লগের এই হৈ হৈ রৈ রৈ সময় টা সত্যি ই আনন্দের, সাহিত্য চর্চা সাথে অনুভূতির প্রকাশ; দু' ই এ মিলে বিশুদ্ধ আনন্দ।

আহা কত' ই না আন্তরিক ভাবে ভালোবাসা প্রকাশ করলেন ! কবিতার শব্দমালায়!! আপনার দরদী প্রকাশে আমার ভালোলাগা রাখলাম ।

অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম লেখার সাথে থাকার জন্য।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২

সামিয়া বলেছেন: অসাধারণ +++++++

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ !
সামিয়া তোমার ভালোলাগা মানে, অনেক কিছু ।
ভালো থেকো :)

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নজসু বলেছেন:



প্রথমতঃ অনন্যোপায় পাঠ করতে হলো আগে।

আমাকে ভালো না বেসে উপায় নেই তোমার।

অথচ, অযাচিত ভালোবাসায় সিক্ত হয়ে চোখে চোখ না রাখার আহ্বান।
কি দরকার।?
প্রকৃত প্রেমিকজন একবার ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে তাকে চোখের মনিকোঠায় বন্দী করে নেয়।
দৃষ্টি ফিরিয়ে নিলে শুণ্যতা নয়; দুচোখে স্বপ্ন ভাসবে।

উম্মাদও হবে। দুচোখের স্বপ্ন বিভোরে উম্মাদ হবে।

চলতে গেলে, কাছে আসতে গেলে অনন্যোপায় না হয়ে উপায় নেই।
যত কিছুই বলেন প্রেমিকাদের কাউকে না কাউকে লাগবেই।

আপনার কবিতা পাঠ করলে প্রতি কবিতায় অত্যন্ত ভালো লাগে এবং যা আগে কখনও শুনিনি এমন শব্দমালা দেখতে পাই।

প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাজায়

অসাধারণ লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমাকে ভালো না বেসে উপায় নেই তোমার।

অথচ, অযাচিত ভালোবাসায় সিক্ত হয়ে চোখে চোখ না রাখার আহ্বান।
কি দরকার।?


হুম বেশ লা জাওয়াব পাঠক আপনি ! অস্বীকার করার উপায় নেই।

সব ই মান অভিমানের খেলা, তুমি তুমি মিঠে ঝগড়ার সুর-

অতখানি আত্মবিশ্বাসী প্রেমিক যখন না চাইতে যারে পাওয়া যায় আনন্দে উদ্বেল থাকে, তখন তাকে মিঠে কড়া শব্দে জানাতেই হয়। যাচনা ছাড়াই বিমুগ্ধতা পেয়েছে সে, আর সেই পাওয়াতে যদি সম আনন্দ না থাকে; তাহলে সেই অযাচিত ভালোবাসায় সিক্ত না হওয়াই ভালো।

প্রকৃত প্রেমিকজন একবার ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে তাকে চোখের মনিকোঠায় বন্দী করে নেয়।
দৃষ্টি ফিরিয়ে নিলে শুণ্যতা নয়; দুচোখে স্বপ্ন ভাসবে।

উম্মাদও হবে। দুচোখের স্বপ্ন বিভোরে উম্মাদ হবে।

একেবারেই মনের কথা ঠিকঠাক তুলে এনেছেন এখানে, খুব সত্যি এটাইপ্রকৃত প্রেমিকজন একবার ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে তাকে চোখের মনিকোঠায় বন্দী করে নেয়।
দৃষ্টি ফিরিয়ে নিলে শুণ্যতা নয়; দুচোখে স্বপ্ন ভাসবে।

উম্মাদও হবে। দুচোখের স্বপ্ন বিভোরে উম্মাদ হবে।

কিন্তু ভালোবাসায় যদি অবহেলে চোখে চোখে রাখে , তখন অযত্ন অবহেলায় ফিরিয়ে নেয়া দৃষ্টির শূন্যতায় উন্মাদ হতেই হয় যে;
মৃত,শূন্য দৃষ্টি সহ্য করার ক্ষমতা সবার থাকে না। বিশেষ করে সে দৃষ্টিতে যখন সে তারার ফুলফোটা দেখে অভস্থ্য।


চলতে গেলে, কাছে আসতে গেলে অনন্যোপায় না হয়ে উপায় নেই।
যত কিছুই বলেন প্রেমিকাদের কাউকে না কাউকে লাগবেই।

হুম চলতে গেলে কাউকে না কাউকে লাগবেই বলে , যে কাউকে নিয়ে চলা !!! উহু একেবারেই ঠিক না।


আপনার কবিতা পাঠ করলে প্রতি কবিতায় অত্যন্ত ভালো লাগে এবং যা আগে কখনও শুনিনি এমন শব্দমালা দেখতে পাই।

প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাজায়


আমার সব সময় নিত্যকার সাদামাটা কিছুতে আগ্রহ, সেসব ই আনি কবিতায়; আপনাদের ভালোলাগে এবং তা অতখানি যত্নে প্রকাশ করেন !! আমি কৃতজ্ঞ।


অনেক অনেক ভালোথাকবেন।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

সূর্যালোক । বলেছেন: এসেই কবিতা উপহার পেলাম।আপনার কবিতা দারুণ লেগেছে । কবি জাহিদ অনিকের কবিতাও ভালোলাগে ।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

মনিরা সুলতানা বলেছেন: ধন্যবাদ আলোক !
উপহার আপনার ভালোলেগেছে এবং মন্তব্যে চমৎকার ভাবে প্রকাশ করেছেন ; আমি সত্যি ই আপ্লুত! লেখালিখি করে এর চাইতে খুব বেশি কিছু চাওয়ার কখনোই ছিল না।

হ্যাঁ নিঃসন্দেহে জাহিদ অনিকের কবিতা ভালোলাগার মত।

শুভ কামনা জানবেন।

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপা।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পেলাম আপনাকে আমার লেখায়! নিঃসন্দেহে তা আমার জন্য ভালোলাগার।
ধন্যবাদ কবিতা পাঠে এবং ভালোলাগার প্রকাশে।

শুভ কামনা।

২০| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

কাছের-মানুষ বলেছেন:
চমৎকার এবং মনমুগ্ধকর কবিতা।
চলুক কবিতায় কবিতায় লড়াই, পাঠক হিসেবে আছি।

আমার ভাললাগা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: আসলে যে কোন লেখাতেই , সে কবিতা হোক কবিতার লড়াই হোক; পাঠিক ই হচ্ছে মুখ্য।
পাঠক যখন লেখার সঠিক মুল্যায়ন করেন , তা সে প্রশংসা বা সমালোচনা সব ভাবেই হতে পারে। তখন লেখা সার্থক মনে হয়।

আপনাকে পাঠক হিসেবে সাথে পেয়ে অনেক ভালো লাগলো। সাথে থাকার জন্য এবং লেখায় ভালোলাগা প্রকাশের জন্য ধন্যবাদ।
শুভ কামনা আপনার জন্য।

২১| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

পদাতিক চৌধুরি বলেছেন: " .........
এত বেশুমার সাহস কোথায় তোমার !
ভয় হয় ? তাই না ? আর যদি ফিরে না ডাকি ।
বেসামাল তুমি পারবে নিজেকে সামলে নিতে ?
মূলত আমার থেকে দূরে গিয়ে বাঁচার তেমন কোনো অবকাশ নেই তোমার ! "

" জেনে রেখো কবি -
প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাজায়
নাকে এসে লাগে বহুদিনের ভাবা সমুদ্র নোনাজল গন্ধ !
সে প্রহরে সে জলে জলে জমা রাখে শিশিরের স্নিগ্ধতা ।
...........
জোড়া চোখের মায়া তাতে লেগে থাকে -
আসমুদ্র হিমাচল । "

চমৎকার! চমৎকার কবিয়াল !
এমন মিথস্ক্রিয়া বয়ে চলুক আজীবন।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুকে ।


০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২২

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! দারুণ দক্ষতায় দু' জনের কবিতা থেকে চুম্বক অংশ গুল তুলে নিয়ে আসলেন !! আমি মুগ্ধ !
কৃতজ্ঞতা সহ ধন্যবাদ চৌধুরি ভাই !
আশা করছি লেখার সাথে আছেন সব সময়।

শুভ কামনা অনিঃশেষ।

২২| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

আখেনাটেন বলেছেন: চমৎকার। চমৎকার। চমৎকার।

কবি জাহিদ অনিক; কবি মনিরা সুলতানারা হচ্ছেন ব্লগের কবি মহীরূহ।
তাহাদের শব্দের ঢাল-তলোয়ারের লড়াই ভালো না লেগে কি পারে? :D

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৮

মনিরা সুলতানা বলেছেন: হুম হুম এভাবে দু' জন কে সমান ভাবে উৎসাহ দিলে চলবে না কিন্তু ;)
পক্ষ ভাগ হবে ট্যারম ট্যারম যুদ্ধ হবে !!!


অনেক ধন্যবাদ ফারাও ভাই , উৎসাহ পূর্ণ প্রশংসায় আপ্লুত হলাম।

২৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

জাহিদ অনিক বলেছেন:


বাহ ! সেই কবে আপনি আমার সাথে কবিতা লিখেছিলেন এই ব্লগে- মনে হয় গত বছরেই।
অনেক দিন-- তারপর, আজকে আবার।
আপনার কবিতার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, যা আমার নেই।
আপনার কবিতার একটা ওজন আছে- যা পাঠক মাত্রই জানে, আমিও আপনার কবিতার গুণমুগ্ধ পাঠক।

আমার কবিতাকে আত্মস্থ করে আপনার কবিতা দেখে আমি আপ্লূত এবং আই মাস্ট সে, আই এম অনার্ড।
অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা কবি মনিরা আপু।
শুভ সন্ধ্যা

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! থামলে কেন ? আরও কিছু বলতে , আমার কবিতা' র ব্যাপারে ;) ভালোই লাগছিল হে কবি !!
যুদ্ধে নেমে কি সুন্দর সুচাগ্র শুধু নয় সমস্ত মেদিনী দিয়ে দিলে।

আমি নিজে ই তোমার কবিতার মুগ্ধ পাঠক এবং সত্যি ই তোমার মত তরুণ উদীয়মান একজনের সাথে ভাগাভাগি করে লিখতে পেরে সম্মানিত বোধ করি।

তোমার চমৎকার সাফল্য মণ্ডিত আগামীর শুভেচ্ছা।



২৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মুগ্ধতা পরতে পরতে।

গুনিজনের কম্মই অন্যরকম :)
দারুন মিথস্ত্রিয়ায় মুগ্ধ পাঠ

+++++++

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে আপনার মত গুনি আমি খুব কম ই দেখেছি , দারুণ ভাবে আপনি কবিতা পড়ে ঠিকঠাক উত্তর লিখে ফেলেন !!!

অনেক ধন্যবাদ বিদ্রোহী ভাই; চমৎকার মন্তব্যের জন্য।

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বাহহ,

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: থ্যাংকু থ্যাংকু :)

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

বলেছেন: অসামান্য মুগ্ধকর সমৃদ্ধ লেখনী
মুগ্ধতা একরাশ.

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার উচ্চারণে প্রশংসায় মুগ্ধতা ভাই !
ধন্যবাদ কবিতা পাঠে এবং মন্তব্যের জন্য।

শুভ কামনা।

২৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: মনিরা সুলতানা ,



"অনবদ্য" এটা বলার অপেক্ষা রাখেনা ।
হাতের রেখায় চোখের কারুকার্যে যে হৃদয় পড়তে জানে না ; তার এমন কবিতা পড়ার দরকার নেই ।

দিনশেষে খুঁটে খুঁটে জমা করে ক্যাবল তোমার ফেলে যাওয়া ধূলিকণা
শব্দ তৃষা বুকে নিয়ে পাড়ি সে দেয় কত আকাল।

চমৎকার ...........চমৎকার........

"মধ্যরাতের গাঢ় নিদ্রার প্রগাঢ়তা করে যে রেখছিলো তোমায়।" এই লাইনটি মনে হয় ব্যাকরণগত ভাবে ভুল ।
এমনটা হতে পারতো - মধ্যরাতের গাঢ় নিদ্রায় প্রগাঢ় করে যে রেখেছিলো তোমায়। অথবা অন্যভাবে ।
আর - "প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাঁজায় " এখানে রঙে হবে "এ"কারটা পড়েনি ।
দুঃখিত, জলবিম্ব দর্পনে ফুটিয়ে তোলা এমন সুখের ছবিতেও এমন করে বলার জন্যে ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার সব মন্তব্যেই দারুণ ভাবে শুধু আপনার' ই মন্তব্য হয়ে উঠে অনন্য বৈশিষ্ট্যে !!
সব সময় আমার লেখার আরও সুন্দর লেখা হয়ে উঠায় আপনার অবদান অনস্বীকার্য; কৃতজ্ঞতা ।

দুঃখ প্রকাশের কিছু নেই একদম ভাইয়া; লেখার পূর্ণ হোক আপনার চাওয়া যে এটুকু সে আমি বুঝেছি :) ধন্যবাদ সব সময় এতখানি আন্তরিক ভাবে সাথে থাকার জন্য।

অনেক অনেক শুভ কামনা।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে যেন কবিতায় +++++

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৮

মনিরা সুলতানা বলেছেন: ঠিক আপনার মন্তব্যে ও ততখানি ই মুগ্ধতা শাহরিয়ার ইমন !!
সব সময় ভালো থাকুন , সুন্দর থাকুন ; ভালোবাসায় থাকুন।

২৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১০

মাহমুদ আল ইমরোজ বলেছেন: নব কুয়াশার চাদরে মুড়ে দেওয়া একটি তাজা উপহার নিঃসন্দে.... ভালো লেগেছে আপু...

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১১

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার কাব্যিক মন্তব্য !!
আমার লেখায় আপনার সময় আনন্দময় হোক।

শুভ কামনা।

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৫

উম্মে সায়মা বলেছেন: আরে বাহ! আবার অনেকদিন পর ব্লগে কাব্য লড়াই শুরু হয়েছে। ব্লগ জমে উঠেছে। দুজনের কবিতাই খুব সুন্দর হয়েছে :)
লড়াই চলুক। আমরা আসন গেঁড়ে বসলাম গ্যালারিতে। শুভ কামনা দুই প্রিয় কবির জন্য

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে না না এবারে সিরিজ না, এই একটাই লিখলাম। তবে শুরু করে দিলাম; গতবার যেমন বেশ কিছু যুগল কাব্য এসছিল, আশা করছি শীঘ্রই অন্যদের থেকে এমন কছু পাবো।
ধন্যবাদ উম্মে সায়মা নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করার জন্য :P

ভালোবাসা নিও।

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

মলাসইলমুইনা বলেছেন: লেট্ লতিফ হয়ে গেলাম দেখি খুবই ।সবাই সব কিছুই বলে ফেলেছে, আমার জন্য আর বাকি রাখলো কি ! মনে হয়েছিল ওপরে বলা সব মন্তব্যগুলো ঘুটা দিয়ে আমার মন্তব্যটা সাজাই ! কিন্তু জিএস ভাই, শিখা রহমান, ওমেরার ভাষা ধারকরতেওতো গুন্ লাগে, সেটা আমার কই ? তাই আমার এলেবেলে কথাতেই বলছি।দীর্ঘশ্বাসের দ্রাঘিমা অক্ষরেখারও আসে পাশে চারপাশে ছড়িয়ে কোন না জানা আক্ষেপে পূর্ণ করে দিলো যেন সব ।বিউটিফুল ।

কোন এক অস্ফুট উচ্চারনের দিগন্তরেখা
ধ্রুবতারা করে রেখো হাতে; যতনে আদরে শিশিরে সোহাগে।
অসহ্য অশ্রাব্য সুখের ফিসফিসানী এ জন্মে নয়।

এ লাইনগুলো অপার্থিব !!

আখেনাটেন বলেছেন: চমৎকার। চমৎকার। চমৎকার। .... কবি মনিরা সুলতানারা হচ্ছেন ব্লগের কবি মহীরূহ।তাহাদের শব্দের ঢাল-তলোয়ারের লড়াই ভালো না লেগে কি পারে? কবীন্দ্রানী মনিরা সুলতানার উপাধীটা আরো মানবিক হোক -ব্লগের কবিতা সুলতানা (কবিতা সম্রাজ্ঞী)মনিরা সুলতানা বলি আমি !

ও আরেকটা কথা, জিএস ভাইয়ের বিচক্ষন মন্তব্যেই মনে হয় চোখে পড়লো ---'আদ্র' থেকে 'আর্দ্র'কেই কিন্তু অনেক বেশি ভেজা মনে হয় আমার (চরম বেয়াদবি হলে মাফ চাটওয়া থাকলো শতবার) ।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে আপনার অত অত নুয়ে মাফ চাওয়া টা কিন্তু ব্যথিত করে , এটা জানেন ?

আপনারা আমার লেখার কতখানি মুগ্ধ কত' টা আন্তরিক হলে সূক্ষ্মাতিসূক্ষ্ম সব তুলে আনেন !!! আমি সত্যি 'ই কৃতজ্ঞ! ঠিক করে দিয়েছি। আর্দ্র কেই আনলাম আদ্র যাক আদ্রি'র কাছে আজ।


সব সময় এতটাই চমৎকার ভাবে সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

নীল আকাশ বলেছেন: অযুত বিম্বতাই মানে কি? আপনার এই কবিতা পড়তে যেয়ে আমার খবর হয়ে গেছে! :`> অনেক, অনেক শব্দের অর্থ জানতামই না..........খুঁজে খুঁজে বের করে অর্থ বের করে আসতেই দেরি হয়ে গেল। তারপর আবার জাহিদ ভাইয়ের কবিতাটা পড়তে হলো আগে :P .......মনে হচ্ছে বাংলায় আবার পড়াশুনা শুরু করতে হবে :( .....। কোন উপাই নেই! কবিতা এমনতেই মাথার এন্টিনার উপর দিয়ে যায় :P .........
ঢেউয়ের ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠেই আবার বিলীন হয়ে যায়,
একে অন্যের অস্তিত্বের সাথে,
ভালোলাগার রেশ কেটে গেলে,
আবেগের রক্তিম আভা গলে রেখে যায় প্রণয়ের স্পর্শ শিহরন।

অতিশয় দু:সাহস নিয়ে চেস্টা করলাম......জানি না কেন হয়েছে.......
ভালো লাগা রেখে গেলাম আপনার কবিতায়...........
শুভ কামনা রইল, আপু।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

মনিরা সুলতানা বলেছেন: জলবিম্ব দর্পনে সুখের ছবি’তে মুগ্ধতা তোমার কবি
সে দেখা' ই আচঁলের বলে ভ্রম হয় ।
অযুত বিম্বতাই মোবারক তোমাকে
এখানে বিম্বিত = বিণ. প্রতিফলিত, প্রতিবিম্বিত

অযুত বিম্বতা' ই বলতে এখানে যা বুঝিয়েছি, সেটা আগের দু' পংতি র পরবর্তী রেশ।
অভিধানে বিম্ব এসেছেঃ
বিম্ব n a bubble (অম্বু-বিম্ব); a reflection, a shadow; (geom.) an image; an object reflected; the disc or halo of the sun, moon and other planets. বিম্বিত a. re flected.

কবি' সব সময় জলের আয়নায় সুখের ছবি কল্পনা দেখে , তাতে'ই তার মুগ্ধতা। সে সুখের ছবি কে' ই প্রেয়সীর আঁচল ভেবে নেয়। তাই অযুত নিযুত বিম্বে ক্যাবোল ই সুখের ছবি দেখা কে স্বাগত জানিয়েছি।


আরেয়ে বাহ বাহ !!! কবিতা এমনতেই মাথার এন্টিনার উপর দিয়ে যায় :P বলছেন, তারপরে ও এই !!!! দারুণ দারুণ !!
আপনার দুঃসাহস প্রচেষ্টা খুব ই চমৎকার ভাবে সফল জনাব :)


কবিতা পাঠ, বিশ্লেষণ, পাঠের অনুভবে কাব্য কণা , সর্বোপরি কবিয়ায় ভালোলাগা রেখা যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার জন্য সবসময় ভালোথাকার শুভ কামনা।

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

ফেনা বলেছেন: সব কিছু মিলে মুগ্ধ।

আপনার কবিতাটি জানাও এর সাহিত্য পাতায় দিবার অনুমতি চাইছি।
জানাবেন।

শুবকামনা।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় স্বাগত আপনাকে !
লেখার মুগ্ধতা নিজের করে রাখলাম । সাহিত্য পাতায় দেবেন ? সেত আমার জন্য অবশ্যই আনন্দের !
দিতে পারেন আপনাদের পাতায় অবশ্যই নাম সহ। আপনাদের সাহিত্য পাতার একটা ঠিকানা পেলে ভালোলাগত।

শুভ কামনা আপনার জন্য।

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

www.janaoo.com
লিংক: জানাও ডট কম

দীর্ঘশ্বাসের দ্রাঘিমা

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!
ভালোথাকবেন ।

৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

করুণাধারা বলেছেন: এক কবির চমৎকার কবিতার প্রত্যুত্তর আরেক কবির চমৎকার কবিতা!! ব্লগারদের এই মিথস্ক্রিয়ায় আমি সত্যিই মুগ্ধ। আমার তো নিজের কবিত্ব- শক্তি নাই, তাই নাহয় কবিগুরুর থেকে দুলাইন ধার করেই মনের ভাব প্রকাশ করলাম......

দেবে আর নেবে
মিলাবে মিলিবে
চাবে না ফিরে।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আপনাদের ভালোলেগেছে এই আমার সবচাইতে আনন্দের ! ব্লগের এ আন্তরিকতা টুকই আসলে ব্লগের প্রাণ।
আপনার কবিত্ব শক্তির দরকার নেই ,আপনার অসাধারণ মায়ায় গল্প বলার শক্তি আছে। সেটুকুই আমাদের প্রিয়।

ধন্যবাদ আপু লেখার উৎসাহ হয়ে থাকার জন্য।

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

ধ্রুবক আলো বলেছেন: আপনার কবিতা যদি অকবিতা হয়, তাহলে এই যুগে আর কোনো কবিই অবশিষ্ট নেই!

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: তোমরা আসলে আমার লেখা একটু বেশি' ই পছন্দ কর!!
অনেক ধন্যবাদ ধ্রুবক আলো , মন ভালোকরা মন্তব্যে' র জন্য।

সব সময় আনন্দে থেকো।

৩৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮

মানতাশা বলেছেন: সাম্প্রতিক মন্তব্য ধরে এখানে আসা।ব্লগ জীবনের ২য় পোস্ট পড়লাম.২য় কমেন্ট ,প্রথম কবিতা :) ।কবিতা ভাল লাগছে। ;)

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ !!
স্বাগতম স্বাগতম ব্লগে এবং সু স্বাগত আমার লেখায়।
নিঃসন্দেহে নিজেকে ভাগ্যবান ভাবছি, আমি আনন্দিত, আপ্লুত , বিমোহিত।

প্রথম ভালোলাগা আপনার আমার লেখায় ফুল হয়ে রইলো।

ধন্যবাদ মানতাশা আপনার ব্লগ জীবন হোক আনন্দময়।

৩৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার সকল লেখাই আমার অনেক ভালো লাগে। বরাবরের মত এই কাব্যটিও আমার মনে গেঁথে গিয়েছে, :) ভালো লাগা জানিয়ে গেলাম ম্যাডাম। শুভ কামনা নিরন্তর।

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ ! এত সুন্দর করে বলার জন্য, আমার লেখার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার জন্য ও শুভ কামনা।

৩৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

শহুরে আগন্তুক বলেছেন: গদ্য প্রেম থেকে কাব্য প্রেমে আসক্ত হওয়ার উপায় কী?

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে সে কী !!! আসক্তি তো আসক্তি' ই এ পাল্টানোর উপায় ও নেই , প্রয়োজন ও নেই।
কবিতা মাঝে মাঝে চেষ্টা করলে ও , আমি কিন্তু আপনার গদ্য পছন্দ করি :)

শুভ কামনা।

৪০| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

আসক্তি বলেছেন: আরেকটু সহজ বাংলা ব্যবহার করলে আমার মত দুর্বল পাঠকদের জন্য সহায়ক হবে বলে আশা করি, শুভ কামনা থাকলো। সাথেই আছি পাশেই আছি সব সময়.।.।।।

১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

মনিরা সুলতানা বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা।

৪১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। জাহিদ অনিক সত্যি দারুন লিখছেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

মনিরা সুলতানা বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৪২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপু অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরের মতো মুগ্ধ হয়ে পড়েছি।

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আমার ও অনেকদিন পর আপনাকে পাঠক হিসেবে কবিতায় পেয়ে ভালো লাগলো !!
আপনার মুগ্ধতায় ভালোলাগা রাখলাম।

শুভ কামনা অনিঃশেষ।

৪৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

জুন বলেছেন: মনিরা পড়েছি আগেই চমৎকার কবিতাটি তোমার । তবে ভাংগা হাত নিয়ে একে একে সবার উঠোনে আসতে দেরী হয়ে যাচ্ছে । যাকে বলে একেবারে লাড্ডা পাড্ডা :-B
দোয়া কোরো হাতটা যেন দ্রুত ভালো হয়ে যায় আর ব্লগে সবার লেখায় সানন্দে বিচরন করি :)
অনেক ভালোলাগা

২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

মনিরা সুলতানা বলেছেন: আহা আপু ! কিভাবে হলো এমন ?
না না আসতে হবে না মন্তব্যে, নিজের যত্ন নাও! পড়েছ তাতেই আমি আনন্দিত।

অনেক অনেক শুভ কামনা আপু , খুব জলদি ফিরে আসো আমাদের মাঝে দারুণ এক ভ্রমণ গল্প নিয়ে।
ভালোবাসা।

৪৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




আফসোস আমি কবিতা লিখতে পারি না । আপনারা এত দারুন দারুন কবিতা কিভাবে লেখেন । আমার তো ছন্দ মিলাইতে গেলে কমেডি হয়ে যায় ।

প্রেমিকা যখন পুই রঙ গোটা আধার সাজায়

আহা । আমার জন্য কে কবে সাজাবে ।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

মনিরা সুলতানা বলেছেন: আমি ও ছন্দ না মিলিয়ে ই লিখি, লিখতে বসলে যা লেখা হয় ততটুকু' ই কবিতা।

তবে আপনি নিজে ও ভালোলিখেন; যে টুকু নিজের মত লিখেন সেটাই অনন্য।

হাহাহাহা আপনার প্রেমিকা হয়ত এখন ও পুঁইগোটা রঙে আঁধার ই সাজায়; যেদিন অধর সাজাবে ঠিক ঠিক আপনি টের পাবেন।

৪৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

নাজমুল হক সাগর বলেছেন: আপি লেখা গুলা হৃদয় স্পর্শ করে, মাঝে মাঝে অবাক হঅয়ে যাই, কেমনে সম্ভব এতোটা সুন্দর করে উপস্থাপন করা

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
আপনি নিজে ও বেশ লিখছেন, এবং অবশ্যই আপনার মন্তব্যের উপস্থাপন ও অনেক সুন্দর।

শুভ কামনা আপনার জন্য।

৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: দীর্ঘশ্বাসের দ্রাঘিমা - কথাটা খুব সুন্দর! শিরোনামে বসে কবিতাটাকেও সুন্দর করেছে।
শিখা রহমান এর মন্তব্য এবং আপনার প্রতিমন্তব্য- দুটোই এত মায়ামাখা!
প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাজায় - কথাটা চমৎকার বলেছেন।
ভাল লাগলো কবিদের এ মিথস্ক্রিয়া। কবিতায় প্লাস + +

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: কবিতা আর শিরোনাম তাহলে একে অপেরের আক্ষরিক অর্থেই পরিপূরক হতে পেরেছে এবারে! আমার লেখার শিরোনাম এর বেলায় আমি সবচাইতে বিভ্রান্ত থাকি; আমার মনে হয় একটা সুন্দর শিরোনাম লেখায় আলদা মাত্রা আনে।

আপনার প্রশংসা সব সময় মনছুঁয়ে যায়; পাঠে মন্তব্যে আপনার আন্তরিকতা নিঃসন্দেহে লেখকের জন্য পরম পাওয়া। কিছু লেখা থাকে যেখানে আমি অপেক্ষায় থাকি আপনাদের মত প্রাজ্ঞজনদের পাঠ পরবর্তী প্রতিক্রিয়ার। এটা তেমন একটি লেখা ছিল; আপনার মন্তব্যে পূর্ণতা আসলো।

প্রেমিকা যখন পুঁই গোটা রঙ অধর সাজায় - এই লাইনটা আমি জাহিদের কবিতা ধল প্রহর পড়ার পর তাৎক্ষনিক মন্তব্যে এনেছিলাম, এবারে আনলাম নিজের কবিতায়। এ আমার ও বেশ পছন্দের!!!

ব্লগে কবিদের কবিতার মিথস্ক্রিয়ায় আপনার ভালোলাগা পারস্পরিক সৌহার্দ্য বাড়বে আশা করছি। প্লাসরে জন্য ও ধন্যবাদ।


শুভ কামনা আপনার জন্য।

৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

তারেক ফাহিম বলেছেন: মন্তব্যের কলামে সামু পরিবারের অনেকেই আসছে।
শুধু আমি লেট মফিজ ;)

সবাই সব রকমের মন্তব্য করে দিলো আমার জন্য কি ;) অন্যেদর মত বলতে চাই কবিতার শব্দ চয়ন দারুন হয়েছে।
কবিতায় অনেক অনেক ভালোলাগা।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আপনি আপনাতেই অনন্য!
আন্তরিক মন্তব্যে ধন্যবাদ আপনাকে।

সব সময় ভালোথাকার শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.