নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

মুক্তাগাছায় বাদুড়

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২০

মুক্তাগাছায় বাদুড় । ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহরের নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছে গাছে শ’শ’বাদুড়ের কিচির মিচর শব্দ পথিকের দৃষ্টি কাড়ে ।
বৃটিশ আমলে প্রতিস্ঠিত মুক্তাগাছার একজন জমিদারের বাড়িতে প্রতিষ্ঠিত স্কুলটির পেছনে বিশাল আকারের প্রায় এক ডজন প্রাচীন গাছে দিন-রাত ঐ বাদুড়দের ঝুলে থাকতে দেখা যায় ।

জানা যায়, বাদুর গোষ্ঠীর মধ্যে বাদুড় উড্ডয়নশীল স্তন্যপায়ী প্রাণী । বাংলাদেশে এর প্রায় ২৮টি প্রজাতি আছে । তন্মধ্যে (Pteropus medius) একটি বৃহৎ আকার বাদুড় । সমগ্র বিশ্বে এদের প্রজাতির সংখ্যা প্রায় ১১ হাজার । বিশ্বে একটি মাত্র উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন প্রাণী বাদুড়দের প্রজাতিসংখ্যা স্তন্যপায়ী প্রাণীর মোট প্রজাতিসংখ্যার শতকরা ২০ ভাগ । এদের ৭০ ভাগ প্রজাতি পতঙ্গভূক, বাকিরা ফল-মূল খায় । বাদুড় নিশাচর প্রাণী । দিনের বেলায় অন্ধকার স্থানে উলটো হয়ে ঝুলে থাকে । বাদুড়ের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণশক্তির উপর নির্ভর করতে হয় । বাদুড়ের কান শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে সক্ষম । চলার সময় বাদুড় ক্রমাগত মুখ দিয়ে শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুড় সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা-বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে ।

এক সময় মুক্তাগাছার সর্বত্র বাদুড়দের অবাধ বিচারণ করতে দেখা যেতো । ক্রমান্বয়ে পুরনো গাছ পালা ধ্বংস করায় আবাসস্থল হ্রাস এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাদুড়ের সংখ্যা কমে যাচ্ছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: ভাই এই পোষ্টের সাথে মুক্তাগাছার বাদুরের ছবি দিলে ভাল হতো।

২| ১১ ই মার্চ, ২০১৫ ভোর ৪:০৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রামািনক বলেছেন: ভাই এই পোষ্টের সাথে মুক্তাগাছার বাদুরের ছবি দিলে ভাল হতো।

সহমত!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.