নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামু বিশ্বজুড়ে সুবিশাল বাংলা পরিধি

.....Rest on one's oars

ম েনা েন শ দাস

আপনার যদি সামুতে জেনারেল অথবা সেইভ নিক থাকে - তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন পৃথিবীর সবচাইতে বড় বাংলা ভাষাভাষীদের কেন্দ্র বিন্দুতে ।

ম েনা েন শ দাস › বিস্তারিত পোস্টঃ

ময়মনসিংহে হারিয়ে যাচ্ছে ভেদা মাছ

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ময়মনসিংহে হারিয়ে যাচ্ছে ভেদা মাছ ।

জানা যায়, প্রাকৃতিক বিপর্যয়সহ নানা কারণে ময়মনসিংহসহ সারাদেশে হারিয়ে যাচ্ছে সুস্বাদু এই মাছ । অনেকটা কই মাছের মতো দেখতে ভেদা মাছ স্থানীয় ভাবে নন্দই ,মেনি বা রয়না নামে পরিচিত । এক সময় ময়মনসিংহসহ দেশের বিভিন্ন পুকুর ডোবা তথা জলাশয়ে প্রচুর পরিমানে পাওয়া যেতো । বর্তমানে এদের অস্তিত্ব হুমকির মুখে ।

ভেতা মাছের বৈজ্ঞানিক নাম Nandus nandus । বড় আকারের মুখের মাছটির দেহের রং কালচে সবুজ । হলুদ সবুজের ডোরাকাটা মাছটির লেজ গোলাকার । আকারে সর্বোচ্চ প্রায় ১৮ সেন্টিমিটার হয় । খাল- বিল , হাওর- বাওড় , নদী ছাড়াও বর্ষাকালে ধান পাট ক্ষেত্রে ঝাকে ঝাকে দেখা মেলতো এই মাছের । মাংশাসী এই মাছ জলজ পোকা মাকড় ও ছোট মাছ খেয়ে জীবন ধারন করে থাকে ।

এদের পোনা ধ্বংস ও আবাসস্থল নষ্ট হওয়ায় এই মাছ এখন বিপন্ন ।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ম েনা েন শ দাস বলেছেন: ওকে

২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:০৪

শায়মা বলেছেন: ভেদা মাছ!

নামটা কিন্তু বোকাদের অর্থে ব্যাবহার হয়। ভেদামাছের ছবি দিতে পারবে ভাইয়া। আমি দেখতে চাই।

৩| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:১৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: দু:খের সংবাদ দিলেন :(( আমার জানামতে কিছু এলাকায় এখনো পাওয়া যাচ্ছে। শুভকামনা দেশী ভাইয়া.........

৪| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:২১

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: ভেদা মাছ এখন রাজধানীতে- রাজনীতি করছে

৫| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


রক্ষা করার চেস্টা করেন।

৬| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯

এ কে এম রেজাউল করিম বলেছেন:
আহ! ভেদা মাছ !!
ভাজা ভেদা মাছ খেতে যে কি সাধ !

ব্লগার কি জানেন এ মাছটিকে ভেদা মাছ বলে কেন ?
(যদিও ঢাকায় এ মাছটিকে বলে ম্যানি বা রয়না মাছ)

কারন এ মাছটি ধরতে গেলে অন্যান্য মাছের মত ছুটা-ছুটি করে না বরং
নিদৃষ্ট জায়গায় ভেদা'র মত পড়ে থাকে যার জন্য সহযেই এটিকে ধরা যায় ।
এর জন্য মনে হয় এ মাছটি এর এই নাম দিয়েছিলেন আমাদের পূরব পুরষরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.