নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মেয়ে। বাবা নেই। একমাত্র বড় ভাইয়ের উপর সংসার। ক্লাস নাইনে পড়া অবস্থায় বিয়ের প্রস্তাব দিল পাশের বাড়ির ছেলেটি। বিয়ের বয়স হয়নি, তাই রাজী হলেন না মা। ফলাফল এসিড নিক্ষেপ। ঝলসে দেওয়া হল মেয়েটিকে। অন্ধ করে দেয়া হল চিরতরে। সে এখন আকাশ দেখতে পারে না, প্রকৃতি দেখতে পারে না, বই পড়তে পারে না,ভলিবল খেলতে পারে না, নাচতে পারে না। এই ছোট মেয়েটি বেঁচে থেকেও আজ মৃত।
বলছিলাম রংপুর শহরের মাসুদা নাম্মী এক মেয়ের কথা। ২০১২ সালের ১৩ আগস্ট তাকে এসিড নিক্ষেপ করা হয়। নিক্ষেপকারী জেলে। তার সহযোগী আরো তিনজনের নামে মামলা করা হলেও তাদের পাকড়াও করা হয়নি। যাদের চোখ নেই তারাই হয়ত জানবে একটা মেয়ের চোখ হারালে তার কতটুকু হারায়। এরকম ঘটনা যেন আমাদের আর দেখতে না হয়। কুলাঙ্গারটা যেন আর জেল থেকে বের হতে না পারে। এসিডে যেন ঝলসে না যায় আর কোন বোনের মুখ।
©somewhere in net ltd.