নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

পরিবার এবং হাবিজাবি

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

পরিবারটা খুব গুরুত্বপূর্ণ। যে কোন ধরনের বাঁধা জয় করা সম্ভব যদি পরিবার পাশে থাকে।
এরকম কিছু মানুষ আছে, যারা সবকাজেই ঝামেলার মধ‌্যে পড়ে... কোন কাজই তারা স্মুথলি করতে পারে না। তারা করতে চায়.... কিন্তু তাদের নিয়তি সবসময়ই নেতিবাচক ফলাফলই বয়ে আনে।
কেউ হয়ত দুবছর আগে মাস্টার্স শেষ করেছে। চাকরির জন্য তখন থেকেই প্র্রস্তুতি নিচ্ছে..... পরীক্ষা দিয়ে যাচ্ছে। চাকরী হচ্ছে না.... কোথাও না কোথাও আটকে যাচ্ছে। অথচ তার চাকরী খুবই দরকার.... যাদের চাকরী হচ্ছে তাদের চেয়েও বেশী দরকার। সবচেয়ে হতাশার ব্যাপার হচ্ছে.... সে তার চাকরী না হওয়ার ল্যাকিংস টাই ফিগার আউট করতে পারছে না।
আর কত.. !!! বয়স ২৬। সেই জন্মের পর থেকেই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলছে। এখন টাকা পাঠাতে বাবা মন খারাপ করেন। হয়ত অগোচরে হঠাৎ মায়ের কাছে ছেলেকে নিয়ে দুএকটা কড়া কথাও বলে ফেলেন। ছেলে হয়ত কখনো সেটা জেনে ফেলে... বা কখনো জানে না। এত কষ্ট করে মানুষ হওয়া ছেলেটার অনুভুতি কেউ বুঝতে পারে না।
পরিবারের দেওয়া অল্প একটু সাহস বা অল্প একটু অনুুপ্রেরণা হয়ত তার চলার পথকে আরও সহজ করত। প্রতিকূল সিচুয়েশন গুলো ফেইস করা
তার জন্য একটু সহজ হত।
পরিবারকে অনেক ভালবেসেও তাদের ভালবাসা বোঝাতে না পারা কষ্টের... অনেক কষ্টের।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.