নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কোরান থেকে- ০১

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ২:২৩

নিচের আয়াতগুলো সুরা মুতাফফিফিন থেকে নেয়া। আল্লাহ তায়ালা এখানে অবিশ্বাশীদের জন্য কয়েকটি হুশিয়ারী উচ্চারন করেছেন। এটা ছাড়াও পবিত্র কোরানের বিভিন্ন স্থানে আল্লাহ তায়ালা কেয়ামতের দিন তাদের দুরাবস্থার কথা উল্লেখ করেছেন। পরবর্তীতে সেগুলোও আলোচনা করব, ইনশাআল্লাহ।


১০. সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
১১. যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
১২. প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
১৩. তার কাছে আমার আয়াত সমূহ পাঠ করা হলে সে বলেঃ পুরাকালের কথা।
১৪. কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।
১৫. কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
১৬. অতঃপর তারা জাহন্নামে প্রবেশ করবে।
১৭. এর পর বলা হবে একেই তো তোমরা মিথ্যারোপ করতে।

(সূরা মুতাফফিফিনঃ ১০-১৭)

আল্লাহ তায়ালা আমাদেরকে তার দীনের বুঝ দান করুন। আমীন।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:৪১

শাহরীয়ার সুজন বলেছেন: ১৪. কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে।

এই মরিচার কারণেই নাস্তিকরা উল্টা-পাল্টা কথা বলে। এরা পাপ করতে করতে অন্তরকে কালো করে ফেলেছে। যার ফলে সত্য-মিথ্যার মাঝে পার্থক্য করার ক্ষমতা এখন তাদের নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.