নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সড়কদুর্ঘটনায় মৃত্যুর হার আমাদের চেয়ে অন্য আর কোন দেশে বেশী আছে কিনা আমার জানা নেই।
প্রায় প্রতিদিনই দেশের যে কোন প্রান্তে সড়কদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে। এবং এই সংবাদ যখন আমরা অনলাইনে বা নিউজফিডে পড়ি তখন আমাদের কাছে তেমন কিছু মনে হয় না। কারো অস্বাভাবিক মৃত্যুতে ভিতরে যে যন্ত্রণা হওয়ার কথা তা সাধারনতঃ আমরা অনুভব করি না।
কিছুদিন আগেই সড়ক দুর্ঘটনায় একরাতে একটি বাসের ২৫ জন যাত্রী মারা গেল।গতকাল কুষ্টিয়াতে বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু। আজ আবার মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিক।
আমরা আসলে দুঃসংবাদে শিউরে উঠার ক্ষমতা হারিয়ে ফেলেছি।
.
ক্রমাগত এ দুূর্ঘটনা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষের কোন কার্যকরী পদক্ষেপ আমরা দেখিনি। এটা নিয়ন্ত্রণে বাস্তবসম্মত কোন আইন করা হয়নি, যতটুকু আছে তারও বাস্তবায়ন নেই। ক্ষতিগ্রস্ত পরিবারের আহাজারি শোনারও কেউ নেই। এটা এখন আমাদের জীবনের খুবই স্বাভাবিক একটি ঘটনা। হাজারও অসঙ্গতি ও সমস্যার মত এটাও আমরা মেনে নিয়েছি।
.
এ ব্যাপারে আমাদের অসাবধানতা ও উদাসীনতার শাস্তি হিসেবে আমরা ইতিমধ্যে তারেক মাসুদ ও মিশুক মনিরের মত সম্পদ হারিয়েছি। হারিয়েছি নাম না জানা আরও অনেক মানুষকে। আর কত হারানোর পর আমাদের জ্ঞান ফিরবে !!!
©somewhere in net ltd.