নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙ্গিন চশমা চোখে দিলে সব কিছু রঙ্গিন দেখায়। কালো পরলে কালো, নীল পরলে নীল দেখায়।
ব্যাপারটা হচ্ছে চশমা পরলে আপনি সাদা জিনিসও রঙ্গিন দেখছেন।
মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে চশমার মত। যার দৃষ্টিভঙ্গি যেমন, তিনি তার পারিপার্শ্বিক অবস্থাগুলো তেমন দেখেন। আমরা জানি এটা পুরানো কথা, কিন্তু অত্যন্ত বাস্তব সম্মত।
.
কিছু মানুষ আছে তার সামনে যে ব্যাপারটিই উপস্থাপন করা হোক না কেন তিনি সেটার ফুটোগুলো খুঁজতে মরিয়া হন। স্বাভাবিকভাবে জিনিসটা যদি পজিটিভ ও হয় তাহলে কোন ব্যাপারগুলোর জন্য জিনিসটি নেগেটিভ হতে পারে তিনি সেগুলো খুঁজে ফেরেন।
পক্ষান্তরে, কেউ কেউ আছেন তাদের সামনে কোন নেগেটিভ জিনিস উপস্থাপন করলে ঐ জিনিসটার পজিটিভ দিকগুলো কী হতে পারে সেগুলো তারা আইডেন্টিফাই করেন।
আল্টিমেটলি দেখা যায় প্রথম গ্রুপের চেয়ে দ্বিতীয় গ্রুপের প্রডাক্টিভিটি বহুগুন বেশী।
প্রথম গ্রুপের লোকগুলো বিরক্তিকর, কিন্তু দ্বিতীয় গ্রুপের কারো সাথে যে কোন বিষয় আলোচনায় মনে আলাদা একটা বল পাওয়া যায়।
.
"আরে এটা ব্যাপার নাহ, চেষ্টা কর, হয়ে যাবে" কথাটার শক্তি প্রবল।
চেষ্টা করার আগেই হাত পা ছেড়ে দেওয়ার কোন মানে হয়না।
সফল কাজগুলো কিন্তু আমাদের মত কারো দ্বারাই হয়ে থাকে।
যারা পারে না আর যারা পারে তাদের পার্থক্যটা শুধুমাত্র দৃষ্টিভঙ্গির। নাথিং ইলস॥
২| ২৯ শে জুন, ২০১৫ রাত ৮:৪২
ম্যাক্সিম বলেছেন: চাঁদগাজী ভাই,
সচেতনভাবে অামার চশমার সমস্যা নেই।
অামার সমস্যাটা জিগেস করার জন্য অাপনাকে ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ৮:৫৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সুন্দর লেখেছেন।
৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:৩৯
ম্যাক্সিম বলেছেন: ধন্যবাদ, নাজমুল ভাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৫ রাত ৮:৩৯
চাঁদগাজী বলেছেন:
" মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে চশমার মত। "
-আপনার চশমা সমস্যা আছে?