নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অফিস শেষে বাসায় আমি হেঁটে আসি।
আজ যখন হাঁটা শুরু করলাম তখন মনেই হচ্ছিল না আমি রোজা আছি।
,
অভ্যাস অনুযায়ী খুব দ্রুত হাঁটছিলাম। এক ছোট ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল তাই নির্দিষ্ট স্থানে তার আসার অপেক্ষায় দাড়ালাম।
,
তিন কিলোমিটার হেঁটে এসে এই দাড়ানোর পরে বুঝতে পারলাম রোজা কাকে বলে!
,
স্বান্তনা যে বাসায় যেয়ে গোসল করে ফ্রেশ হলে ভাল লাগবে। তারপর ইফতারি, খাওয়া দাওয়া। কত কি!
,
এট দা সেম টাইম সিরিয়া ফিলিস্তিনের মুসলমানদের কথা চিন্তা করেন। বোমায় হয়ত ঘর উড়ে গেছে, হয়ত তারা বেঁচে আছে।
গতকালের রাতে হয়ত কোন ঝোপের তলায় ছিল। না খাওয়ার মত কিছু খেয়ে রোজা আছে। ফজর পড়ে বিশ্রাম নিতে যাবে তখনই আবার বোমার শব্দ, গুলির শব্দ।
সারাদিন দিগ্বিদিক ছুটাছুটি। দুপুরের প্রখর রোদ। ব্যাপক তৃষ্ণা ক্ষুধা। দুদিন আগে হয়ত পুতুলের পাঁচ বছরের মেয়েটা বোমার স্প্লিন্টারে ছিন্নভিন্ন হয়ে জান্নাতে চলে গেছে।
তারা জানে না আজকের ইফতারি নসীবে আছে কিনা। কী খাবে ইফতারে। মাথা ঘুরাচ্ছে। এমতাবস্থা আবার গুলির শব্দ.....
,
এট দা সেম টাইম সৌদি যুবরাজরা রাজপ্রাসাদে বসে ক্ষমতার হিসাব কষছে। "নিয়ম" সিটিতে কত টাকা ইনভেস্ট করে আমেরিকার কাছে কোন স্টাইলে খেদমত করবে সে চিন্তায় বিভোর হচ্ছে।
আমেরিকা আছে আসাদ সরকারের বিদ্রোহীদের সাথে, সৌদি আরব ও আছে তাদের সাথে। আমেরিকাকে খুশি করতে প্রয়োজনে সব তেল তাদের দিয়ে দিবে। একই তুরস্ক ও আমেরিকার খিদমতে ব্যাস্ত আছে।
,
রাশিয়া আমেরিকার বিপরীতে থাকবে এটাই স্বাভাবিক।
তারা আছে আসাদের পক্ষে।
,
আমেরিকা অস্ত্র দিচ্ছে বিদ্রোহীদের আর রাশিয়া আসাদ সরকারের হয়ে স্ট্রাইকে খেলছে।
আর সৌদি আরব ব্যাস্ত আছে ক্যাম্নে সিনেমা হলগুলো চালু করে আরো আধুনিক হওয়া যায়।
,
গাজওয়াতুল হিন্দের হাদিসগুলোতে এধরনের ইঙ্গিতই পাওয়া যায়। পৃথিবীকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা অসহায়ের মত রবের দিকে তাকিয়ে আছি।
২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯
ম্যাক্সিম বলেছেন: ধন্যবাদ ভাই।
অমার্জিত শব্দ মুছে দিয়েছি।
২| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা অসহায়ের মতো তাকিয়ে আছী শুধু তাদের দিকেই নয়! নিজ দেশৈও ভিন্ন মতের অধীকার হারা, গণতন্ত্রকে দাফন করে ঝেকে বসা স্বৈরাচারিতার বিরুদ্ধে টু শব্দটি বলার জো হীন!
মানুষ হিসেবে হয়তো বোমাতংক নেই, কিন্তু গুম, খুন, ক্রশফায়ার আর নিয়ন্ত্রনহীন দ্রব্যমুল্যের বোমা কম নয়! রাস্তাঘাটে জীর্নদশা! জঅসহনীয় জ্যামে ৩ ঘন্টা আগে অফিসের জন্য বেরোনো!!!
আমরা সব সময়ই অসহায়!!!!!!!!!!!
৩| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: মানুষের দাঁত থাকে ৩২ টা। আল্লাহ আমাকে দিয়েছেন ৩৩টা। মানুষের পাঁজরে হাড্ডি থাকে ১২ জোড়া আমার আছে ১৩ জোড়া। হায়, খোদা! এই বাড়তি হাড্ডি দিয়া আমি কি করিব? বেশিই যখন দিলে দুখানা হাত বেশি কেন নয়? দুহাতে নেকাজোকা করতো বাকী দুখানা হাত ঘর দুয়ার সাফাইয়ের কাজ সামলাতো। অথবা বাড়তি দুখানা ঠ্যাং? সেও কি কম কাজের হতো!
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০৮
কাইকর বলেছেন: ভাল বলেছেন। প্রথম দিকের শব্দচয়ন বেশ ভালো ছিল ও মার্জিত। আমিও গল্প লিখি। সময় পেলে ঘুরে আসবেন দাওয়াত রইলো। ধন্যবাদ