নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাক্সিম

ম্যাক্সিম › বিস্তারিত পোস্টঃ

হ য ব র ল ৫

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

রেলে তো যাত্রীর কোন অভাব কোনদিন দেখিনা। যখনই ট্রেনের টিকিটের খোঁজ নিই তখনই তো দেখি এটার বিরাট চাহিদা। এরকম হাই ডিমান্ডের একটা সেক্টরে বছরে ১৮০০ কোটি টাকার উপরে লস ক্যামনে হয় আমার বুঝে আসে না। কেউ যদি বুঝে থাকেন আমরে একটু বোঝাই দেওয়ার জন্য অনুরোধ করছি।

এটাকে যদি বেসরকারী খাতে দিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এটা বিরাট একটা লাভের জায়গা হবে এবং ১৮০০ কোটি টাকা লসের পরিবর্তে সরকার ১৮০০ কোটি টাকা এখান থেকে ট্যাক্স পাবে। সরকার তাইলে শুধু শুধু একটা মন্ত্রণালয় আর হাজার হাজার নাক উচা সরকারী কর্মচারী টাইনা বছর বছর লস কেন করতেছে কেউ একটু আমারে বলতে পারেন?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: এটা শুধু সরকারি লোকজন বোঝে, আমরা আমজনতা কিছুই বুঝি না।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

ম্যাক্সিম বলেছেন: অথচ টাকা তো বেরোচ্ছে আমাদের পকেট থেকে। এখন তো নিশ্বাস নিতে গেলেও ভ্যাট দেওয়া লাগে!

২| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রোকনুজ্জামান খান বলেছেন: কংস মামারা লুটে খাচ্ছে,,
পা চাটা রা ভাগ পাচ্ছে,,
তাইতো এত লস হচ্ছে।

৩| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নাজিম সৌরভ বলেছেন: কালো বিড়াল ! কালো বিড়াল !
বাংলাদেশ রেলওয়ে হল কালো বিড়ালের বড় এক বাসা ।

৪| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেসরকারী করতে গেলে কুলাঙ্গার রা আবার আন্দোলন করবে। চোর চাট্টার দেশ...

৫| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০৮

কাইকর বলেছেন: বিচার মানি তালগাছ আমার ভাইয়ের সাথে একমত

৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: রেল হইলো দুর্নীতির আখড়া।
শালারা নিজেরাই সব লুটে পুটে খাচ্ছে।
সবচেয়ে বড় কথা দক্ষ মন্ত্রী নেই, সচিব নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.