নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জীবনের লক্ষ্যের পিছনে ছুটতে অনেকেই সমাজ সামাজিকতার নিয়ম কানুন গুলো ভুলে যায়। শৈশবে যদিও কিছু শেখে তা এক সময় অস্পষ্ট হয়ে ওঠে পরিণত বয়সে।
,
অথচ এ ধরনের লক্ষ্য ঠিক করার ব্যাপারেও ঐ সমাজই শৈশব থেকে নিয়ামক হিসাবে কাজ করে। পরিণত বয়সে যখন সমাজের স্বপ্ন দেখানো লক্ষ্যের অর্জনে কেউ ছুটছে অবিরাম, যখন তার ডানে বায়ে তাকানোর সময় নেই তখনই সমাজের মানুষগুলো তাদের দাবিদাবা নিয়ে হাজির হয়।
,
অথচ ততক্ষণে লক্ষ্য আর ক্যারিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে সমাজের দাবিগুলো তার কাছে ভোঁতা হয়ে যায়।
,
যখন লক্ষ্যটা অর্জন হাতের নাগালে প্রায় তখন সমাজের চাহিদাগুলো আসে আরো তীব্রভাবে। এ দুকুল সামলাতে মানুষ তখন হিমশিম খায়, খেই হারিয়ে ফেলে।
,
সমাজের ডাকে সাড়া দিতে গেলে লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হয় আবার লক্ষ্যে পৌঁছতে চাইলে সমাজ তাকে ভুল বুঝে বসে থাকে। লক্ষ্যে পৌঁছালেও সমাজ তখন কটু কথা শোনায়। সমাজ ভাবে সারাজীবন মানুষটি কষ্ট করে শুধু নিজের আখের গুছিয়েছে। আত্মীয় স্বজনের দিকে তাকায় নাই।
,
জিনিসটা কেমন যেন অমীমাংসিত প্যারাডক্স যার বাস্তব কোন সমাধান ও পাওয়া যায় না।
,
এ অবস্থায় যারা সমাজ তথা পিছনের দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামনে এগিয়ে যায় তারা লক্ষ্যে পৌঁছতে পারে হয়ত কিন্তু সেখানে পৌঁছে দেখে তার পিছনে কেউ নেই। সমাজে সে নিন্দার পাত্রে পরিণত হয়েছে।
,
এজন্য নিজের শান্তির উৎসটা নিজের ভিতরেই থাকা উচিৎ। নিজের মনের শান্তির জন্য যেন কারো উপর নির্ভর করতে না হয়।
,
ভালো মনে আপনি যে কাজটি করলেন ঠিক সেটিই হাজার জন হাজার রকমভাবে ব্যাখ্যা করে সে কাজটিকে, আপনাকে কলুষিত করে। অথচ আপনি সাদামনে ভালো মনে করেই কাজটি করেছিলেন।
,
মানুষের ইন্সটিংকট ই মনে হয় এরকম যে সে অন্যের কোন কাজে খুশি হতে চায় না। অন্যের করা কাজ সব সময়ই সমালোচনার বিষয় হয়।
,
সমাধান জানা নাই। শুধু জানি পিছনের কারো কোন কথায় যেন আপনার মনকে প্রভাবিত না করে, আপনার মনকে নাড়া না দেয়। যার বলার সে বলুক, আপনি জানেন আপনি কী করছেন। আপনি ব্যর্থ হলে ঐ সমাজ আপনাকে কথা শোনাবে, সফল হলেও শোনাবে। তাদের কথায় আপনি নির্বিকার থাকলেই অনেকাংশে এ সমস্যাগুলোর সমাধান হতে পারে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
ম্যাক্সিম বলেছেন: সেটাই
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
ম্যাক্সিম বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: খুব ভালো লিখেছেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
ম্যাক্সিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
মাহমুদুর রহমান বলেছেন: এই সমাজের বিবেক থাকতে নেই।