![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর ও মননশীল জীবনের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই।
“গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিল যারা আনি' ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভ'রে ফুলে-ফলে!
বন্য শ্বাপদ-সঙ্কুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র ময়ূর সিংহ বিবরের ফণী ল'য়ে।”
জাতীয় কবি কাজী নজরুল এর এই কবিতাটি শুধু যে শ্রমজীবী মানুষের জন্য অনুপ্রেরণা তা নয়, এটি বনিক-মালিক সম্প্রদায়ের জন্য একটা সতর্ক বানীও বটে।
“আর্ন্তজাতিক শ্রমিক দিবস বা মে দিবস” কথাটি শুনলেই মনের মধ্যে উকি দেয় ১৮৮৬ সালের মে মাসের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকদের আট ঘন্টা কর্ম দিবসের জন্য হে মার্কেটের সামনে আন্দোলন আর তাদের উপর গুলি বর্ষণের ও নিহতের কথা।
১৯ শতকের প্রথম দিক থেকেই যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ছিল লাঞ্চিত, , নির্গীহিত, নির্যচিত, আর অবহেলিত। তারা সপ্তাহে ৬ দিন ১২-১৪ ঘন্টা কাজ করতে বাধ্য ছিল। এতটা পরীশ্রম একজন মানুষের পক্ষে করা অসম্ভব ছিল। অনিয়ন্ত্রিত মালিক শ্রেণি ও দালাল শ্রেণি শ্রমিকদের উপর করতে অমানুষিক নির্যাতন। নির্যাতিত সে শ্রমিক সম্প্রদায় তাদের দাবি-দাওয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে করতে থাকে। এসব নির্যাচিত শ্রমিকেরা বুঝতে পারে যে, একটি শক্তিশালী সংগঠন ও আন্দোলন ছাড়া এর সমাধান সম্ভব নয়। তাই তারা ১৮৮০-৮১ সালে “Federation of Organized Trades and Labour Union of the United States and Canada” গঠন করে যা পরবর্তীতে ১৮৮৬ সালে American Federation of Labour নাম ধারন করে। এ সংগঠনের মাধ্যেমে ১৮৮৪ সালে তারা ৮ ঘন্টা কর্মদিবস দাবী করে এবং ১৮৮৬ সালে ১লা মে পর্যন্ত মালিকদেরকে সময় সীমা বেঁধে দেয়। কিন্তু, মালিকপক্ষ তাদের এ প্রস্তাব অনায়েসে খারিজ করে দেয়।
এদিকে ১লা মে এগিয়ে আসছিল। কিন্তু শ্রমিক সম্প্রদায় তাদের মধ্যকার অগ্নিশিখা জ্বালিয়ে আন্দোলনের প্রস্ততি নিচ্ছিল, অন্য দিকে সরকারও তাদের প্রতিহত করার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে থাকে যার অংশ হিসেবে তারা বিপুল পরিমান পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করে ছিল। বিভিন্ন বনিক সম্প্রদায়ও সরকারকে অর্থ দিয়ে সাহায্য করেছিল। ১লা মে যুক্তরাষ্ট্রে ৩,০০০০০ শ্রমিক আন্দোলন করছিল, শুধ শিকাগো শহরেই ছিল ২০০০০ শ্রমিক এবং তা বেড়ে ১০০০০০ এ উন্নীত হয়েছিল। পরবর্তীতে ৩ লা মে শিকাগোর হে মার্কেটের সামনে মিছিলের জন্য শ্রমিকরা জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়, পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে ১০-১২ জন শ্রমিককে নিহত করে।
১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। উল্লেখ্য, ১৮৯১ সালের আন্তর্জাতিক দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এবং বিশ্বে ৮০টি দেশ এ ১লা মে কে আর্ন্তজাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পালন করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও কানাডা এ দিবসটি পালন করে না ।
যদিও বাংলদেশ অন্য ৮০টি দেশের সাথে ১লা মে “মে দিবস” উৎযাপন করে, তথাপি বর্তমানে বাংলাদেশে শ্রমিকদের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের শ্রমিকরা কি তাদের অধিকার ভোগ করতে পারছে? তারা যদিও ৮ ঘন্টা কাজ করে কিন্তু তাদের পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কি যথেষ্ট? তাদের কর্মক্ষেত্রের পরিবেশ কি মানসম্মত? তারা কি বর্তমানে মালিকপক্ষ দ্বারা অত্যাচার শিকার হচ্ছে না? নারী-পুরুষের বেতন কাঠামো কি একই রকম? শ্রমিকরা কি তাদের কর্মক্ষেত্রে নিরাপদ? যদি তাই হত তবে তাজিন ফ্যাশন বা রানা প্লাজার মত দুর্ঘটনা কিভাবে ঘটে? বাংলাদেশে এমন অনেক শ্রমিক আছে যাদের কাজ করা ক্ষমতা শেষ হয়ে গেছে অনেক আগেই, এবং অনেক শ্রমিক আছে যারা কাজের উপযোক্তই না। আমরা কি এসব অতি বৃদ্ধ এবং শিশু শ্রমিকদের জন্য কোন ব্যবস্থা করতে পারি না?
যদি আমরা এসব প্রশ্নে উত্তর খুজে বের করতে পারি তবে আমরা নিজে থেকেই বুঝতে পারব বাংলাদেশে শ্রমিকদের অবস্থা কি রকম?
০১ লা মে, ২০১৬ সকাল ১০:০৬
এম. এ. কালাম বলেছেন: জনাব বঙ্গভূমির রঙ্গমেলায় শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় সব কিছু করার যদি না মালিক পক্ষ, শ্রমিকপক্ষ এবং সুশীল সমাজ এগিয়ে না আসে। অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে মনোযোগ দিয়ে লেখাটি পড়ে এর মর্মার্থ অনুধাবনের চেষ্টা করার জন্য।
২| ০১ লা মে, ২০১৬ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
০১ লা মে, ২০১৬ দুপুর ১:১০
এম. এ. কালাম বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা আপনাকে
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:৩৩
Tanbid mehdy sakib বলেছেন: খুব ই ভাল লেগেছে!
০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩৪
এম. এ. কালাম বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:২৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মালিকপক্ষ, সুশীল সমাজ তো আছে নিজেদের স্বার্থসিদ্ধিতে মগ্ন।
হ্যা এটা ভাল বলেছেন আমাদেরই এগিয়ে আসতে হবে। সহমত।
৫| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৫৪
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর পোস্ট।
ভাল থাকুন। সবসময়।
০২ রা মে, ২০১৬ বিকাল ৫:৩৭
এম. এ. কালাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ সকাল ৮:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
১লা মের ঘটনা থেকে যে শ্রমিক দিবসের উৎপত্তি জানা ছিলনা।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
আর হ্যা বৃদ্ধ আর শিশু শ্রমিকদের জন্য সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহন করা জরুরী। গুরুত্বপূর্ণ একিট বিষয় তুলে ধরেছেন। আবারো ধন্যবাদ আপনাকে।