নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

নীল ভালবাসাঃ

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২


নীল ভালবাসাঃ লিখা….M.a.Momen Khan


আজ হয়তো তোমার মনে নেই, কারণ তোমার আকাশে আজ তারার মেলা।
মনে পড়ে তোমার সেদিনের কথা?

কেন মনে নেই? ঐ যে রাত দশটার সময় তোমার জন‍্য বকুল ফুলের মালা গেঁথেছিলাম।
সকাল বেলা বকুল ফুল সবাই কুড়িয়ে নিয়ে যায় বলে আমি তোমার জন‍্য রাতেই কুড়িয়ে রাখতাম। আজ এগুলো কথা মনে করার প্রয়োজনতাই হারিয়ে গেছে হয়তোবা।
রাত দুইটার সময় যখন তোমার বারান্দার নিচে পাগলের মত বলেছিলাম,আমি তোমাকে ভালবাসি,সত‍্যিই অনেক ভালবাসি তোমাকে।





মধ‍্যরাতে তুমি আমাকে বলেছিলে,পাগলামো করিওনা, আমি তোমাকে সত‍্যিই কখনো ছেরে যাবোনা।
আজ ভালবাসাকে কেন জানি শুকনো পাতার মত মনে হয়।

গাছে থাকলে কি যে সতেজ থাকে আর ঝড়ে পড়লে খটখট শব্দে ভেঙ্গে চুরমার হয়।
সেরকমি ছিল তোমার ভালবাসা।
পকেটের দিকে তাকিয়ে আমাকে ভালবেসেছিলে কিন্তু মনের দিকে তাকিয়ে নয়।
আজ যখন আমি সর্বহারা তখন তুমিই আমাকে ধিক্কার দিয়ে ফেলে দিলে, আধুনিকতার সব কলা কৌশল তোমার জানা।

হয়তো তুমি দেখতে সুন্দর তোমার জন‍্য অনেক ছেলে অপেক্ষা করে কিন্তু আমার মত একজনকেও পাবেনা যে তোমাকে আমার মত ভালবাসে।

আজ আমার ময়লা আকাশে ধূসর কালো মেঘ, গতিহীন পথে পথ চলা আমার, কিন্তু দেখিও আকাশের মেঘ গুলো সবসময় থাকেনা। আমিও একদিন টাকার পাহাড়ে গড়াগড়ি দেবো তখন তোমার মত বিশ্বাসঘাতক মেয়েকে বলবো, দরকার নেই আমার তোর মত মেয়ের ভালবাসার।

শেষ করবো রবীন্দ্রনাথের একটা উক্তি দিয়ে…মদ খা, গাঁজা খা, তবুও প্রেম করিস না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.