![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
গ্রামে একবার প্রচন্ড বৃষ্টি শুরু হলো,সেই বৃষ্টি একাধারে কয়েকদিন চলতে থাকলো! গ্রামের মানুষজন বলতে লাগলো"আকাশ"ফুটো হয়েছে !! এর কিছুদিন পর একই "আকাশ"আবার প্রচন্ড "রোদ" দিতে শুরু করলো,গ্রামের মানুষজন এবার বলতে লাগলো "সূর্য্য" ফুটো হয়েছে!! দুটো উদাহরণ থেকে প্রতিয়মান হয় যে,আসলে মানুষ যা দেখে সেটা থেকেই একটা "সিদ্ধান্ত নেয় অথবা নিজের মত করে পান্ডিত্য জাহির করতে প্রস্তুত করে নিজেকে!! আসলেই কি আকাশ কখনো ফুটো হয়?
একবার এক রাজার বউ এর একটা ছেলে সন্তান হলো,কিন্তু রাজার সন্তান দেখতে একটু "কালো" হয়েছে! অর্থাৎ গায়ের রং কালো! একজন রাজার ছেলেকে দেখে বাইরে গিয়ে বললো,রাজার ছেলে দেখতে কালো হয়েছে! এই কথা মানুষের মুখে মুখে বাড়তে বাড়তে একটা সময় মানুষ বলতে লাগলো"রাজার কাকের মত কালো সন্তান হয়েছে! শুধু এখানেই থেমে ছিল না গ্রামবাসী! শেষমেশ কেউ কেউ বলতে লাগলো,রাজার বউ নাকি "কাক" জন্ম দিয়েছে!! গ্রামে একটা কথা আছে,"মুখের ঢোল বাঁজে বেশি!"
বাদ দেন এসব গল্প! আসল কথায় আসি।এই যে আমাদের রেলমন্ত্রী,ওনি জমজ সন্তানের বাবা হয়েছেন। এতে করে আমাদের মিডিয়া পাড়ায় যে পরিমাণ ঝড় উঠেছে তাতে একটা সময় কেউ কেউ বলে বসতে পারে রেলমন্ত্রীর দুটো নয় বরং বেশ কয়েকটি সন্তান হয়েছে! আবার ইতিমধ্যে কারো কারো পোস্টে দেখলাম চার পাঁচ বছরের একটা ছেলের ছবি দিয়ে পোস্ট করেছেন স্যোসাল মিডিয়ায়!!
সন্তান জন্ম দিয়েই বাপের কোলে চেঁপে বসেছে!!আবার কেউ কেউ বলছেন,রেলে যোগ হলো নতুন সদস্য!! আমরা কি সেলুকাম! কি বিচিত্র এই সমাজের মানুষ! আমরা নিজের মত করে কাউকে হেয় করতে বিন্দুমাত্র সময় নেই না! নিজের ক্ষেত্রে এমনটা হলে কি বলতেন?
আর আমাদের মিডিয়া গুলোও হয়,৬৭ বছর বয়সে এসে বিয়ে করাটাও একটা অপরাধে পরিণত হয়েছে আবার ৬৭ বছরে বিয়ে না করাটাও অপরাধ হয়ে দাড়িয়েছিল এবং ৬৮ বছরে সন্তান জন্ম দেওয়াটাও অপরাধের মধ্যে ফেলেছে!!
ফলাফল, কেউ সন্তান জন্ম দিয়ে খুশি হয় আবার কেউবা সন্তান জন্ম দিয়ে বিপদে পড়ে!!
২| ১৫ ই মে, ২০১৮ রাত ৯:২৩
রসায়ন বলেছেন: একপোস্ট কয়বার করেন ভাউ
সেকেন্ড পোস্ট
৩| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:৪২
মো: আব্দুল মোমেন বলেছেন: চাঁদ গাজী ভাই,হ্যা,আমার বাড়ি দিনাজপুর।
৪| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:২০
মুরাদ পাভেল বলেছেন: রাইট
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৮ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনার গ্রামের বাড়ী কি উত্তরবংগে?