![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।
ছোট বেলায় পাখি পালনের প্রতি আলাদা একটা শখ ছিল। স্কুল ছুটি হলে নতুবা বন্ধ থাকলে পাখির খোঁজে বের হতাম। পাখি পালন বলতে একটা পাখি খাঁজার ভিতর বন্দি রেখে নিজের আয়ত্ত্বে আনার ব্যর্থ চেষ্টা জীবনে কম করিনি।
গ্রামের যেকারো বাড়িতে পোষা পাখি দেখলে খুব আপসোস হত । মনে মনে ভাবতাম আমারও যদি একটা পোষা পাখি থাকত,কথা বলতে পারত। সাধারণত গ্রামের বেশির ভাগ পাখিপ্রেমী মানুষের ভাত শালিক পাখির প্রতি বেশি টান থাকত। আমরা গ্রামে যেই পাখিটাকে শালিক বা শাড়ো পাখি বলি। আমি বেশ কয়েকটা ভাত শালিকের বাচ্চা বিভিন্নভাবে সংগ্রহ করেছিলাম।
ভাত শালিক পাখি সংগ্রহ করা খুব যে কঠিন ছিল তা নয়। গাছের ফোকোরে নতুবা কারো কলস টাঙ্গানো গাছে সাধারণত ভাত শালিক পাখিরা বাসা বাঁধে। বছরের একটা সময় ভাত শালিক পাখিরা বাচ্চা দিত। সেই বাচ্চা যেভাবেই হোক জোগার করতাম। মঝে মধ্যে কিছু টাকা দিয়ে ভাত শালিকের বাচ্চা কিনেও নিতাম। কিন্তু দুভার্গ কারণে আমি অনেক চেষ্টার পরেও পাখি গুলোকে পোষ মানাতে পারিনি।
এটা আমার ছোট বেলায় সবচেয়ে দুঃখের একটা বিষয় ছিল। ভাত শালিকের বাচ্চা যখন নিয়ে আসতাম তখন স্কুল শেষে কাচের একটা বোতলে ফড়িং শিকার করতাম। ভাত শালিকের অন্যতম প্রিয় খাবার হলো ঘাস ফড়িং। সাধারণত ভাত শালিক সর্বভূক প্রাণি হলেও তাদের পছন্দের খাবার ছিল ঘাস ফড়িং কেঁচো,ফল,শষ্যদানা,বীজ,ছোট সরীসৃপ এবং মানুষের ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্ট তাদের প্রধান খাবার ছিল।
ভাত শালিকের আরেকটা পছন্দের খাবার হলো খেজুরের রস। খেজুর রসের কলসে বসে তারা রস খেতে খুব পছন্দ করে। আমি স্কুল শেষে ফড়িং ধরার কাজ শেষ করে বাচ্চা গুলোকে নিজের মত করে খাওয়াতাম। রাতের বেলায় সন্তানের মত যত্ন করে খড় কিংবা ঘাসের শুকনো পাতা বিছিয়ে রাখতাম যাতে বাচ্চা গুলো কষ্ট না পায়।
ভাত শালিকের নামের পিছনে তাদের চলাচল ও আচার ব্যবহারের উপর ভিত্তি করে নাম রাখা হয়েছে অ্যাক্রিডোথিরিস যার অর্থ হলো পঙ্গপাল বা শিকারী। আমি প্রতিবারই ব্যর্থ হতাম এই বাচ্চা গুলোকে বড় করতে।
একটু বড় হতেই খাঁচা থেকে বের করে দিতাম আর তারা সেই সুযোগের ফলে দুই একদিনে নিজেদের ঠিকানায় পাড়ি জমাতো। আমি কষ্ট পেতাম। আবার চেষ্টা করতাম,আবার ব্যর্থ হতাম। এভাবে আমি কম করে হলেও দশটা বাচ্চাকে বড় করার চেষ্টা করেছি কিন্তু পারিনি!!
ভাত শালিক মানুষের কথা নকল করতে পারে,টিয়া বা ময়না পাখিও পারে কিন্তু টিয়া বা ময়না পাখি পাওয়া দুষ্কর বিষয়। তাই ভাত শালিকই ছিল প্রধান আকর্ষন। অনেক বছর পর সেদিন এক সাথে কয়েক শত ভাত শালিক দেখতে পেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ঢাকার উদ্দেশ্যে যেতে বাসের বিরতিতে বগুড়ার ফুটভিলেজে দুপুরের খাবার জন্য নামেছি। নেমেই দেখি শত শত ভাত শালিক এক জায়গায় জড়ো হয়ে মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাচ্ছে।
আমি এই দৃশ্য দেখে কোনোভাবেই লোভ সামলাতে পারলাম না! ভাত খাওয়া বাদ দিয়ে ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে তাদের সাথেই কুড়ি মিনিট ভালোবাসায় আবদ্ধ হলাম। দু’টো চানাচুর আর ভাজা চিড়ার প্যাকেট কিনে নিয়ে পাখি গুলোকে জড়ো করলাম আমার কাছে। একটু খাবারেই তারা খুব আপন হয়ে যায়। মনে হয় ফুটপাতের কোনো অসহায় ব্যক্তির অনাহারী পেটের তীব্র জ্বালায় ডাস্টবিনের ফেলে দেওয়া খাবার যেভাবে কুড়িয়ে খায় ঠিক কঠিন সাহসের সাথেও শতশত ভাত শালিক একটু খাবারের জন্য মানুষের কাছে ছুটে আসছে।
হলুদ রাঙ্গা ঠোটের পাখি গুলোকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল। এদিকে গাড়ির সুপারভাইজারের ডাক পড়েছে। যেতে হবে। ভালোবাসার এই পাখি গুলোকে ছেলে গাড়িতে উঠলাম,ওদের ভালোবাসায় আমিও যে সিক্ত হয়ে গেলাম.....
লেখক এম এ মোমেন খান
সমাজবিজ্ঞান বিভাগ,দিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর।
২| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: তার খাঁচাতে একটা ভাত শালিক ছিল। ***
তারপর সেই বড় ভাইকে বেজি(নেউল) আর খরগোস পুষতে দেখেছি, তার চ্যালামি ছাড়ার পর। ***
পাখি, পশু এসব পোষা একটা বিশাল নেশা। যাদের একবার এ নেশা পেয়ে বসে, তারা* সহজে ছাড়তে পারে না।
৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: বাঙালি সমাজ পশু-পাখিদের নিয়ে বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের এক আজব দুনিয়ার আজও আবদ্ধ। এখনও অনেকে বিশ্বাস করেন সকাল সকাল এক শালিক দেখা বেজায় অশুভ! যেখানে দু'শালিক দেখলে ভাগ্য ফিরে যেতে সময় লাগে না, একথা মানতেও অনেকে পিছপা নয়।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: আমার বাড়ির পাশে এক বড় ভাই ছিলেন। খুব ডানিপিটে, আমরা ছিলাম তার চ্যালা। তার নানান শখের মধ্যে পাখি পোষা একটা শখ ছিল। তার খাঁচাতে একটা ভাত শালিক। আমরা, তার চ্যালারা, সে শালিকের জন্য ফড়িং ধরে দিতাম। পাখিটা সুট্টি বাজাতে শিখেছিল।
তার সেই বড় ভাইকে বেজি(নেউল) আর খরগোস পুষতে দেখেছি, তার চ্যালামি ছাড়ার পর। তার বাড়িতে এখনো কুকুর আছে দুটো।
পাখি, পশু এসব পোষা একটা বিশাল নেশা। যাদের একবার এ নেশা পেয়ে বসে, তাদা সহজে ছাড়তে পারে না।
আপনার লেখাটা ভাল লাগল। ছবিগুলোও। ফুটভিলেজে আমিও এদের দেখেছি, ঢাকা যাওয়া বা আসার পথে।