নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

সংসদ নির্বাচন এবং আমাদের দৃষ্টিভঙ্গি!

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

একটা প্রবাদ দিয়ে শুরু করি,সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ! আমরা বেশির ভাগ ক্ষেত্রে নিজেদের সর্বনাশটা নিজেরাই ডেকে আনি। মাশরাফি বিন মর্তুজা এবং হিরো আলমকে নিয়ে বর্তমানে অনেক রকম ট্রল হচ্ছে আবার কেউ কেউ সাধুবাদও জানাচ্ছেন।

সামনে নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন পত্র বিক্রির একটা হিরিক পড়েছে। এটাকে যদিও আমি রাজনৈতিক বাণিজ্য বলে আখ্যায়িত করেছি। এটা হলো এক ধরণের মৌসুমী বাণিজ্য। যাইহোক,নির্বাচন হলো এমন একটা বিষয় যেখানে সাধারণ মানুষ অর্থাৎ বেশির ভাগ জনগোষ্ঠী তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে একজন সৎ,যোগ্য,শিক্ষিত মানুষকে তাদের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত করেন। সৎ,যোগ্য এজন্যই বললাম কারণ যে হাজার হাজার মানুষের প্রতিনিধিত্ব করবে সে যদি সৎ,শিক্ষিত আর যোগ্য না হয় তাহলে হিতে বিপরীত হবে। বর্তমান প্রেক্ষাপটেও আমরা দেখলে বুঝতে পারবো। তবে এটা গণতান্ত্রিক উপায়ে হতে হবে। আর স্বৈরাচারী হলে তো এককভাবেই সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে।

উন্নত দেশে সংসদ,ভোট,প্রার্থী নির্বাচন করা মানে একটা লোককে যে নিজের সময় ব্যয় করে অন্যের উপকারে যতটুকু সময় দিতে পারবে সেই হিসেবে সম্মানী বা বিনিময়ে অর্থ ভোগ করবে এতটুকুই। সুইডেনের রাজনীতির কথা বলতে গেলে এরকমি দেখা যায়। আমেরিকার দিকে তাকালেও আমরা দেখতে পাই। ইরান,মধ্য প্রাচ্যের দেশ এবং আরো বহু দেশ আছে যেগুলোতে সাংসদ প্রতিনিধিরা জনসেবায় নিজেদের সময় ব্যয় করেন এবং আর্থিকভাবে খুব বড়লোক কিংবা লাভবান হতে পারেন না।

এক্ষেত্রে আমরা বাংলাদেশ,পাকিস্থান,ভারতের দিকে তাকালে বুঝতে পারি এদেশের রাজনীতির ব্যবসা সফলতা কতটুকু। বিশেষ করে বাংলাদেশ রাজনীতিতে অর্থের লোলুপ দৃষ্টি,সীমাহীন ক্ষমতার অপব্যবহার আর নিজেকে “মুই কি হনু রে,মোর ভাতার চৌকিদার” টাইপ ভাবা শুরু হয়ে যায়! বলছিলাম সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ! মাশরাফি বিন মতুর্জারা রাজনীতি না করলে কারা রাজনীতি করবে ? হিরো আলমদের রাজনীতিতে প্রবেশ ঘটলে একটা সময় ভুলে যাবে তাদের অতীত,ভুলে যাবে বর্তমান অবস্থার কথা! কিন্তু মাশরাফিরা দেশ প্রেম দিয়ে গেছে বছরের পর বছর।

তাই বলে বলছিনা হিরো আলমলা রাজনীতি করতে পারবে না। অবশ্যই পারবে কিন্তু কতজন সৎ এবং ক্ষমতার সঠিক ব্যবহার করতে পারবে! হয়ত হিরো আলম পারবে কিন্তু সবাই কি সেটা ধরে রাখতে পারবে ?

এদেশে সকলেরই রাজনীতি করার অধিকার আছে,সকলেই নির্বাচনও করতে পারবেন আবার যে কেউই সংসদে এমপি হয়ে যেতে পারার ক্ষমতা রাখেন! বাধা-ধরা নিয়ম বলতে ২৫ বছর পার হলেই হলো! এই অসুস্থ রাজনীতিতে হিরো আলমদের মত লোকেরা এমপি হয়ে সংসদে গেলে দেশের,রাষ্ট্রের আইন প্রণেতা হবেন!
রাষ্ট্রপতি আব্দুল হামিদ যথার্থই বলেছেন,” রাজনীতি হলো বর্তমানে গরীবের বউয়ের মত!! গরীবের বউ সবার ভাউজ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

বাকপ্রবাস বলেছেন: দুঃখের বিষয় হলো আমরা এতই দলান্ধ যে এসব কথা কেউ পড়তে ও বুঝতে চাইনা, অশিক্ষিত লোকদের মতো আচরণ করি আর কমেন্ট করি। রাজনীতিতে আসার জন্য যে একটা প্রসেস ও প্রকৃয়া ও যোগ্যতা থাকা দরকার সেটা নিয়ে কেউ ভাবিনা, কেউ বললে উল্টো ট্যাগ লাগিয়ে দিই। হিরো আলমরা আসুক কিন্তু একটা প্রসেস মেনটেইন করে আসুক। অনেকের টাকা হলে ভাবে এবার একটু পরিচিতি চাই, তায় রাজনীতিতে আসতে চায় আমাদের মতো দেশে। আর নমিনেশন কিনে নেতা হয়ে যায়, অথচ সারা বছর যে নেতাটা কাজ করেছে তার মেধা ও শ্রম বিক্রি হয়ে গেল পয়সার কাছে, আর দলান্ধরাও দলকানা, এটার স্বপক্ষেই যুক্তি দেখাবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

মো: আব্দুল মোমেন বলেছেন: কে বুঝবে কার কথা! আমরা আমাদের পরিবর্তন ততোদিন হবে না যতদিন আমরা নিজেদের পরিবর্তন করতে পারবো না।

২| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

মনির হোসেন মমি বলেছেন: লেখায় রিপিট হয়েছে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: রাজনীতি কোনো খেলা নয়।
কিন্তু নমিনেশন পেপার কেনার ধূম লেগেছে- মনে হচ্ছে বড়ই মজার খেলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.