নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার তেমন কিছুই নেই। সাধারণ একটা ছেলে। অতি সাধারণ একটা মানুষ হয়েই থাকতে চাই..

মো: আব্দুল মোমেন

ভালো লাগে লেখা পড়তে,সামান্য কিছু লিখতে...আমার আমিতে বেশি ভালো থাকি।

মো: আব্দুল মোমেন › বিস্তারিত পোস্টঃ

উত্তরের জেলা দিনাজপুর নিয়ে কিছু কথা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

উত্তরের জেলা দিনাজপুর নিয়ে কিছু কথা।
লেখকঃ এম এ মোমেন,খানসামা-দিনাজপুর।

উত্তরের কথা আসলেই মানুষ যেই জেলাটির নাম সবচেয়ে বেশি মুখে আনে সেটি হলো দিনাজপুর জেলা। একটা সময় দিনাজপুর অঞ্চলের অধীনেই ছিল ঠাকুরগাঁও,পঞ্চগড়সহ আরো বেশ কিছু এলাকা। অথচ দিনাজপুর অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠার বিপরীতে নাম লিখিয়েছে মঙ্গা জেলার দ্বিতীয় অবস্থানে!

চলুন জেনে নেই কি আছে দিনাজপুর জেলা এবং কেনইবা এই জেলা মঙ্গায় দ্বিতীয় অবস্থানে উঠে এলো !

উত্তরবঙ্গের বড় বড় শহরের কথা টানলে বগুড়ার পরে মনে করি দিনাজপুর সবচেয়ে বড় শহর। জনবসতি এবং জেলার আয়তন ও উপজেলার সংখ্যায় উত্তরের সবচেয়ে বড় জেলা আমাদের দিনাজপুর। সবুজ শ্যামল,সাদাসিধে মনের মানুষের সংমিশ্রণে এই জেলায় রয়েছে ১৩টি উপজেলা। কি নেই এই উত্তরের জেলা দিনাজপুরে…?

১। আমাদের রয়েছে বিশাল জনশক্তি কিন্তু কাজে লাগাতে পারি না।
২। রয়েছে দেশের সবচেয়ে বড় কয়লা খনি।
৩। দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এই দিনাজপুরে।
৪। দেশের মেগা প্রকল্প গুলোতে যে পাথর ব্যবহার করা হয় সেই পাথরের খনিও আছে আমাদের দিনাজপুরে।
৫। ধান এবং উৎপাদনের ক্ষেত্রে কাঠারীভোগ চালের কদর সারা দেশেই রয়েছে এই জেলার।

৬। উত্তরের এই জেলা দিনাজপুরেই রয়েছে অটো রাইস মিলের বিপুল সমাহার। যার তৈরি চাল দেশ বিদেশে রপ্তানি করা হয়।
৭। দেশের সর্ববৃহৎ লিচুর চাষাবাদ হয়ে থাকে এই উত্তরের জেলা দিনাজপুরেই।
৮। দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম যার পানি ব্যবহার করে চাষবাদ করা হয় কৃষি জমিতে সেই মোহনপুর রাবার ড্যাম আমাদের দিনাজপুরেই।
৯। দেশের সবচেয়ে বড় রেল জংশনও কিন্তু দিনাজপুরের পার্বতীপুরে।
১০। এই জেলাতেই রয়েছে ১২টি ছোট বড় নদ-নদী।

১১। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
১২। আরো আছে সেতাবগঞ্জ চিনিকল ও দিনাজপুর টেক্সটাইল মিল।
১৩। সাক্ষরতার হার ৫৩%।
১৪। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে প্রাচীনতম ঐতিহাসিক নিদর্শন কান্তজিউ মন্দির।
১৫। আর কি চাই…দেশের সবচেয়ে বড় মনুষ্য সৃষ্ট রামসাগরটিও দিনাজপুর জেলায় অবস্থিত।

১৬। বিনোদনে জন্য রয়েছে দেশের অন্যতম কৃত্রিম বিনোদ পার্ক স্বপ্নপুরী।
১৭। দেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসের অধিকারী কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ(এম আব্দুর রহিম মেডিকেল কলেজ)
১৮। রাজা বাদশাদের প্রাচীতম একটি রাজবাড়িও রয়েছে এই জেলায়।
১৯। জাতীয় ক্রিকেট দলের দুজন সদস্য ধীমান ঘোষ আর লিটন দাস কিন্তু দিনাজপুরের মানুষ।
২০। দেশের সবচেয়ে বেশি নারী মুক্তিযোদ্ধা দিনাজপুরের- ২১ জন ( মতান্তরে ২৩ জন) ।

২১। ইসলাম ধর্মের দিক থেকেও দিনাজপুর অনেক এগিয়ে,দিনাজপুরে ৮,৫০০ এর বেশি মসজিদ রয়েছে।
২২। এখানে রয়েছে জিয়া হার্ট ফাউন্ডেশন নামে একটি হার্ডের চিকিৎসা কেন্দ্র যা দেশের কয়েকটির মধ্যে একটি।
২৩। আরো আছে দিনাজপুর শিক্ষা বোর্ড ।
২৪। রয়েছে একটি পূর্ণাঙ্গ চক্ষু হাসপাতাল যার নাম গাওসুল আযম চক্ষু হাসপাতাল।
২৫। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দানও এই দিনাজপুরে।

২৬। ধান,গম,পাট উৎপাদনের জন্য দিনাজপুরকে বলা হয়ে থাকে উত্তরের শষ্যভান্ডার।
২৭। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে দিনাজেপুরের একটি সুনামধন্য সরকারি কলেজ,যা দিনাহপুর সরকারি কলেজ নামে পরিচিত।

আর মনে করতে পারছি না। এছাড়াও আরো ছোট বড় অনেক কিছুই আছে আমাদের দিনাজপুরে। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন।

এবার আসি দিনাজপুরের বর্তমান রাজনৈতিক ব্যক্তিদের কথায়। পূর্বে যারা ছিলেন তাদের নাম উল্লেখ আজকে না করি। অন্য একদিন এবিষয়ে আলাপ করবো।

১। বর্তমান বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রনালয় এর পররাষ্ট্রমন্ত্রী কিন্তু দিনাজপুরের।
২। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীও দিনাজপুরের।
৩। বাংলাদেশ সরকারের ক্ষমতাসীন দলের সাংগঠনিক সম্পাদক এই দিনাজপুরের।
৪। সংসদের একজন হুইপও কিন্তু দিনাজপুরের।
এছাড়াও রয়েছেন দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ন ব্যক্তি ও শিক্ষক মহল।

দিনাজপুর যে একেবারেই বৈদেশিক মুদ্রা অর্থাৎ রেমিটেন্স আয় করে না এমনটাও নয়। এই জেলা থেকে অসংখ্য মানুষ বিদেশে থাকেন। এত সব থাকার পরেও কেন আমরা মঙ্গা এলাকার তালিকা ভুক্ত হবো ভাবতে পারেন ?

অথচ আমাদের উৎপাদিত কয়লা কিংবা বিদ্যুৎ অথবা পাথর দিয়ে চলে দেশের বড় বড় শিল্প কারখানা।
আমাদের উৎপাদিত পণ্য দিয়ে চেলে দেশের অনেক মানুষের খাদ্য।
তাহলে আমরা অর্থনৈকিতভাবে এগিয়ে যেতে পারছি না কেন ? এই প্রশ্নের উত্তর হয়ত পাবো না। কে দিবে এসবের উত্তর!! আমরা আর কত বছর পিছিয়ে থাকবো আমাদের সব কিছু থাকার পরেও…..?

লেখকঃ এম এ মোমেন ,খানসামা-দিনাজপুর। লেখাটি কপি করলে অবশ্যই লেখকের প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে-০১৭৩৮৪৬৬৪৩৬ অথবা[email protected]


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: সমৃদ্ধ নগরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.