![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাদ ভাড়া দি নি
দিয়েছি ঘর ভাড়া
কেনো তোমরা চাইতে আসো
আকাশ মেঘের ঠিকানা ছড়া ?
মালিক পক্ষ বুঝিল না
কেনো আমি ছাদে যাই ?
রঙ্গীন ঘুড়ির সুঁতো ছিড়ে
সেখানে আমার ,ভাবনা ছড়াই
আকাশ পানে চেয়ে দেখি
তারার সংখ্যা কত ?
জোসনা রাতে
শুয়েছি আমি ,টাঙ্কির পাশে শত
বুঝলো না বাড়িওয়ালা ,
বুঝলো না তার বউ
রাতের আধাঁরে ,ছাদে হাঁটার
রোমান্টিকতার শো !
©somewhere in net ltd.