নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

আবদার

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩

-সেদিন সবাই কি খুশি মনে স্কুল
আঙ্গিনায়
আসলো ,সেটা বলে বোঝানো যাবে না ।
-নতুন ড্রেস পড়ে ,অনেক
সাজুগুজো করে স্কুলের শেষ
দিনটি উদযাপন করতে এলো সবাই ।
কারণ একটাই , স্কুলের
বাধাধরা নিয়মকে ডিঙ্গিয়ে কলেজের
স্বাধীন জীবন ছোঁয়ার হাতছানি
-আমার ঐদিন মনটা খারাপ
এবং দিশেহারা হয়ে যাচ্ছিলো বারবার
-লুকিয়ে লুকিয়ে একতরফা প্রেম
করে যাচ্ছিলাম শায়নার সাথে ,আজকের
পর স্কুল আঙ্গিনার
এককোণে দাঁড়িয়ে ,তাকে আর
লুকিয়ে দেখা হবে না ,ক্লাসে চোখে চোখ
রেখে ২ থেকে ৩ সেকেন্ড কথা হবে না ।
আজ সব কেনো জানি ঘুলিয়ে যাচ্ছে
-শায়নাকে যে কথা সেই ৪বছর
ধরে বলবো ভাবছি ,সে কথা আজ ও
বলা হলো না
-স্কুলের সে প্রথমদিন
থেকে ,বলা কওয়া ছাড়া ,সে আমার
বুকের মধ্যে বড় আদর
যত্নে বেড়ে উঠতে থাকে
-আজ শেষ দিনে ,তাকে যে কি অপরুপ
লাগছে ,সে হয়তো জানে না ।
ইচ্ছে করছে তার হাতটি ধরে ,কিছুক্ষণ
দাঁড়িয়ে তার মায়াবি চোখের
দিকে তাকিয়ে থাকি !
-যথারীতি এস এস সি শেষ করলাম ।
২জন ২ কলেজে ভর্তি হলাম ।
আমার আর
তাকে লুকিয়ে দেখা হচ্ছে না !হন্য
হয়ে তার এলাকায়
ঘুরে বেড়াতাম ,তাকে এক পলক দেখার
জন্য ,কিন্তু দেখায় হয় না !
-এরপর ফেসবুকে নতুন
আইডি খুললাম ,তাকে প্রতিদিন সার্চ
দিয়ে খুঁজে বেড়াতাম
-পুরো কলেজ জীবনে তার সাথে একবারই
দেখা হয়েছিলো ।তখন কেমন
আছো ছাড়া আর কিছুই গলা দিয়ে বের
হয় নি !অথচ হাজারো কথা তার জন্য
সাজিয়ে রেখেছি আমার
বুকে ,শায়নাকে বলবো বলে
-যেদিন তাকে খুঁজে পাই ফেসবুকে ,এক
সেকেন্ড ও দেরী করি নি ।
সাথে সাতে রিকোয়েস্ট পাঠালাম
এবং সেদিন রাতেই রিকোয়েস্ট এক্সেপ্ট
করে ফেললো শায়না !
-প্রথম প্রথম টুকিটাকি কথা হলেও
পরে তার সাথে প্রায় রাতদিন
কথা হতে থাকে !আমার সব
ভালো লাগা ,তার সব
ভালো লাগো ,একে অন্যের সুখ দুঃখের
কাহিনী শেয়ার
করতে লাগলাম ,আমরা ২জনে
-যথেষ্ঠ কেয়ারিং ও ছিলো আমাদের
মাঝে
-প্রায় এক বছর পর আমি প্রথম তার
ফোন নাম্বার চাইলাম !
কিন্তু ,সে সাথে সাথে আমার
আবদারটা খারিজ করে দিলো
-আমি কখনো প্রত্যাশা করি নি ,সে
আমাকে তার ফোন নাম্বার দিবে না
-আমার স্বপ্ন যতসব
ছিলো তাকে নিয়ে ,সব
যেনো একে একে হারিয়ে যেতে লাগলো ।
পায়ের মাটি কেমনে সরে যায় ,সে দিন
আমি প্রথম বুঝেছিলাম
-আজ প্রায় ৯টি বছর বা তার ও
বেশী সময় ধরে তাকে আমি আমার
বুকে লালন পালন করে আসছি ।
সে হয়তো জানেই না !সে হয়তো জানেই
না তাকে দেখার জন্য স্কুল জীবন
থেকে আজ পর্যন্ত
কতো কি করে আসছি ,?
-তার একটি ম্যাসেজের
দিকে তাকিয়ে ,আমার
পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেলো
যেখানেই থাকো ভালো থেকো ।সব সময়
শুভ কামনা রইলো তোমার জন্য ।
একটা শেষ কথা ,এ পৃথিবীর তোমার
বাবা মা ছাড়া ,আমার থেকে তোমায় আর
কেউ
এতো ভালোবাসা দিতে পারবে না .....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.